Ajker Weather Update: ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত রাজ্যের মানুষের। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থেকে আজই কী মিলবে স্বস্তি? বিরাট আপডেট দিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যের জেলায় জেলায়।
দক্ষিণবঙ্গে প্রখর গরমে নাজেহাল সাধারণ মানুষ। আজ বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুসারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। সেই সঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে।
বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যের কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া,বাঁকুড়া,হুগলি —এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আগামী শনিবার থেকে রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি, কালবৈশাখীর সতর্কতা
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। তার মধ্যেই নতুন করে কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃহস্পতিবার ও শুক্রবার কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে বলে পূর্বাভাস।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া
আগামী কয়েকদিন কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর ১৫ থেকে ১৮ মে পর্যন্ত 'হলুদ সতর্কতা' জারি করেছে।
বিশেষত বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রঝড় ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।