/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Rainfall-in-Kolkata.jpg)
জানুন লেটেস্ট ওয়েদার আপডেট
Ajker Weather Update: রাজ্যের মানুষকে ভ্যাপসা গরম থেকে স্বস্তি দিতে চলেছে টানা ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইবে। এর ফলে তাপমাত্রা কিছুটা ২-৩ ডিগ্রি কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যা গরমে ক্লান্ত মানুষদের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে।
বিশ্বমঞ্চে পাকিস্তানকে আরও কোনঠাসা করার মাস্টারপ্ল্যান, অপারেশন সিন্দুর নিয়ে মোদীর বিরাট কূটনৈতিক পদক্ষেপ
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ৫০-৭০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে।
'সন্তানদের ভরণ পোষণ করতে ব্যার্থ রাজ্য', DA মামলায় মমতাকে খোঁচা, কুর্সিতে বসার অধিকার নিয়ে বিরাট প্রশ্ন তুললেন দিলীপ
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া, মালদা ও উত্তর দিনাজপুর জেলায়ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় সামান্য বেশি। সকাল থেকে মেঘলা আকাশ। ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। বিকেলের দিকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আগামী বুধবার পর্যন্ত রাজ্যের পাশাপাশি কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।