West Bengal news Highlights: মহিলাকে দেখে বোঝার উপায় নেই, ব্যাগ খুলতেই চোখ কপালে দুঁদে পুলিশ আধিকারিকদের, উদ্ধার ভয়ঙ্কর সব অস্ত্র

West Bengal news Updates 19 October, 2025: কলকাতা ও পশ্চিমবঙ্গের সর্বশেষ খবর ও লাইভ আপডেট পান। আবহাওয়া, রাজনীতি, ট্রাফিক ও দিনের গুরুত্বপূর্ণ শিরোনাম জেনে নিন এক নজরে।

West Bengal news Updates 19 October, 2025: কলকাতা ও পশ্চিমবঙ্গের সর্বশেষ খবর ও লাইভ আপডেট পান। আবহাওয়া, রাজনীতি, ট্রাফিক ও দিনের গুরুত্বপূর্ণ শিরোনাম জেনে নিন এক নজরে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

News in Bengal :জরুরি খবরের টাটকা আপডেট জানুন।

West Bengal news Updates: রঘুনাথগঞ্জ থানার পুলিশের বড়সড় সাফল্য। ৫টি পিস্তল ও ২৪ রাউন্ড কার্তুজ সহ এক মহিলাকে গ্রেপ্তার করলো জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশ। রবিবার বিকেলেই উমরপুরের ফারাক্কাগামী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার নাম সাধনা হালদার। তার বাড়ি লালগোলা থানার কৃষ্ণপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ফারাক্কার এনটিপিসি এলাকা থেকে অস্ত্রগুলি সংগ্রহ করে সেগুলি মুর্শিদাবাদের শেষপ্রান্ত সাগরপাড়া অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল সাধনার। নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে আগেই ওঁত পেতে ছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পরিকল্পনা অনুযায়ী উমরপুরে গাড়ি বদলের মুহূর্তেই পুলিশ তাকে ঘিরে ফেলে গ্রেফতার করে। অস্ত্র কারবার চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। সোমবার ধৃত ওই মহিলাকে জঙ্গিপুর আদালতে পাঠানো হবে পুলিশের পক্ষ থেকে।

Advertisment

টানা দ্বিতীয় দিনের মতো প্রবল কম্পনে দুলে উঠল পাকিস্তান। রবিবার সকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০, জানিয়েছে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (NCS)। সংস্থার তথ্য অনুযায়ী, সকাল ১১টা ১২ মিনিটে (IST) ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, ফলে আফটারশকের আশঙ্কা তৈরি হয়েছে। এর একদিন আগেই, শনিবার একই এলাকায় ৪.০ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার গভীরতাও ছিল ১০ কিলোমিটার। অর্থাৎ, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড জয় মোহনবাগানের। আর  মোহনবাগানকে IFA শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে এক পোস্টে শুভেন্দু লিখেছেন, "মোহনবাগান তাদের ২১তম IFA শিল্ড শিরোপা জিতল, ২২ বছরের অপেক্ষার পর। কলকাতার স্বামী বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ১২৫তম IFA শিল্ডের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে একটি দারুণ প্রতিযোগিতামূলক ম্যাচ হয়েছিল, যেখানে ফলাফল টাই-ব্রেকারে নির্ধারণ হয়।
চমৎকার খেলেছে ইস্টবেঙ্গলও, আপনাদের সেরাটা দিয়েছেন"।

Advertisment

২৬-এর ভোটের আগে বিজেপিকে সতর্ক করলেন তথাগত রায়। ২১ এর ভুল যেন ২৬-এ না হয়। শোভন চট্টোপাধ্যায় NKDAএর চেয়াম্যান হতেই সরব প্রাক্তন বিজেপি সভাপতি। বিজেপি নেতৃত্বের একাংশের নাম করে খোঁচা বর্ষীয়ান বিজেপি নেতার। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, "কলকাতার প্রাক্তন মেয়র সেই ট্রোজান হর্সেসের দলে, যিনি ২০২১ এর ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কৈলাস বিজয়বর্গীয়র দলের সৌজন্যে নির্বাচনী টিকিট ও প্রচুর অর্থ পেয়েছিলেন এবং পরে তৃণমূলে ফিরে এসেছিলেন ২০২১-এর ভুলের পুনরাবৃত্তি যেন ২০২৬-এ না হয়"। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, যখন বিজেপির সরকার গঠন করার সম্ভাবনা ছিল সেই সময় বিজেপি কেন ১০০ পর্যন্ত পৌঁছাতে পারল না? পরে সেটা কমে ৭০ না ৬৫ এরকম কিছু একটা হয়েছে। বর্ষীয়ান বিজেপি নেতা দলের ভরাডুবি নিয়ে বিজেপি নেতৃত্বের একাংশকেই নিশানা করে বলেন, "এর পিছনে যাদের অবদান ছিল তাদের আমি বলেছিলাম কেডিএসএ গ্যাং। কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ ও অরবিন্দ মেনন চারজনের গ্যাং। এর যাতে পুনাবৃত্তি ২৬-এর ভোটে না হয় সেই জন্যই আমি কথাটা বলেছিলাম"। ২০২১ এর বিজেপির ভরাডুবির পর তথাগত রায়ের মুখেই শোনা গিয়েছিল কামিনী-কাঞ্চনের বিস্ফোরক  অভিযোগ। 

আরও পড়ুন- “আমার দরজা ওর জন্য আজও খোলা”, শোভনের প্রত্যাবর্তনে খুশির বাঁধ ভাঙল রত্না চট্টোপাধ্যায়ের

রায়দিঘীতে ধুন্ধমার। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান। 'আমার গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে'। মায়ের দর্শন করতে এসেছি বাধা  দিচ্ছে কারা'? প্রশ্ন শুভেন্দুর। মন্দির বাজারে বেনজির বিক্ষোভের মুখে শুভেন্দু। কালীপুজোর উদ্বোধনে যাওয়ার সময় শুভেন্দুর কনভয় লক্ষ্য করে জয় বাংলা স্লোগান। রাস্তার ধারে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মহিলাদের। 'আমাকে রাস্তায় আটকানোর চেষ্টা'। বিক্ষোভের মুখে পড়ে  তৃণমূলকে নিশানা শুভেন্দুর। তৃণমূল নেত্রীর রেখা গাজির নেতৃত্বে বিক্ষোভ বলে অভিযোগ বিজেপির। 

আরও পড়ুন-  'উনি নিজেকে সংবিধানের ঊর্ধ্বে মনে করেন', SIR বিতর্কে মমতাকে নিশানা অমিত শাহের

ভোটের আগে বীরভূমে প্রকাশ্যে তৃণমূলে ফের প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল। বীরভূমের মুরাইয়ে শাসক দলের বিজয়া সম্মেলনী তৃণমূল বনাম তৃণমূল। বাধ্য হয়েই মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের একসঙ্গে কাজ করার বার্তা দিলেন সাংসদ শতাব্দী রায়। স্লোগান পালটা স্লোগানে থমকে যায় সাংসদের বক্তৃতা। সাংসদের মুখে 'সবাইকে নিয়ে চলার বার্তা'। “তৃণমূলের  শত্রু সিপিএম, বিজেপি,কংগ্রেস নয়। তৃণমূলের শত্রু তৃণমূল।” বার্তা দিলেন বীরভূমের 'বাঘ' অনুব্রত মন্ডল। পাশাপাশি তিনি বলেন, "দলের ভিতরে এক কথা বলছে, বাইরে গিয়ে এক কথা বলছে। তিনটে ছাগল থাকলে খুব মারামারি করে। তিন নম্বর ছাগলের বাচ্চাটা খুব লাফায়। বাকি অন্য দুটো বাচ্চা ব্যাপক দৌড়াতে পারে।” এদিকে কেষ্টর এমন বিবৃতিতে জোর তরজা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। 

আরও পড়ুন-  ফের উত্তরবঙ্গে আক্রান্ত বিজেপি, এবার দার্জিলিংয়ের সাংসদের কনভয়ে বিরাট হামলা

  • Oct 19, 2025 16:55 IST

    West Bengal News Live Updates: বাংলাদেশ সেনার হাতে আটক ১৪ মৎসজীবী

    শনিবার গভীর সমুদ্রে মাছ ধরার সময় কুলতলির শানকিজাহান গ্রামের মৎস্যজীবীদের ট্রলার ‘FB শুভযাত্রা’ হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রবল ঢেউয়ের কারণে ট্রলারটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। ট্রলারের মধ্যে থাকা ১৪ জন মৎস্যজীবী তখনই বাংলাদেশের সেনার হাতে আটক হন। স্থানীয় সূত্রে জানা গেছে, মৎস্যজীবীরা সাধারণ জেলেদের মতো মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।



  • Oct 19, 2025 12:09 IST

    West Bengal News Live Updates: হুঙ্কার শুভেন্দুর

    ভবানীপুর বিধানসভায় বহিরাগত প্রশ্নে এবার মুখ্যমন্ত্রীকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 'উনি হিন্দীভাষী ভারতীয়দের অপমান করেছেন। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে উনি একটা শব্দও বলেন না আর এখানে হিন্দীভাষী হিন্দু আর বাংলাভাষী হিন্দুদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছেন এটা মুখ্যমন্ত্রীর একটা চাল। এই মুখ্যমন্ত্রী একজন রেজিস্টার্ড লায়ার। এনার মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে। উনি ভারতীয়দের অপমান করেছেন'। মমতাকে নিশানা শুভেন্দুর।  একই সঙ্গে SIR নিয়েও মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্যর বিরোধী দলনেতার। শুভেন্দু বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা থেকে মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া নিয়ে চিন্তিত'। কাদের নাম বাদ পড়বে এসআইআর থেকে? এই প্রশ্নে রাজ্যের বিরোধী দলনেতা বলেন,  কেবল অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হবে। ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। যারা অবৈধভাবে প্রবেশ করেছেন তাদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে"। এসআইআর বিতর্জে কিছু  তৃণমূল নেতার হুমকির জবাবে শুভেন্দু বলেন, "আমরা 'নো এসআইআর, নো ইলেকশন' স্লোগান দিয়ে সমাবেশ করব।" তিনি স্পষ্ট করে বলেন যে বিজেপি ভোটার তালিকা স্বচ্ছ করতে প্রতিশ্রুতিবদ্ধ'। তিনি আরও বলেন, যদি SIR-এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের কাজ সময়মতো সম্পন্ন না হয়, তাহলে নির্বাচনপর্ব অনুষ্ঠিত হবে না। "৪ মে-এর মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হলে, তার পরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে।"হুঙ্কার শুভেন্দুর।



  • Oct 19, 2025 09:08 IST

    West Bengal News Live Updates: অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে তুলোধোনা অমিত শাহের

    গুজরাট, রাজস্থান, অসমে অনুপ্রবেশ হয় না কারণ সেখানে বিজেপি সরকার আছে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ডে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকের জন্য স্বাগত জানানো হয়। অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি বলেন, "পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে যাওয়ার পর এবং বিজেপি সরকার আসার পরে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশমুক্ত হবে"। এদিকে অমিত অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী বলে উল্লেখ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের



  • Oct 19, 2025 08:51 IST

    Kolkata Breaking News Live Updates:মৃত্যুমিছিলে আঁতকে উঠলেন সকলেই

    অষ্টম্বা দেবী মন্দির দর্শন করে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় বাসের মধ্যেই তালগোল পাকিয়ে যায় একের পর এক দেহ। দুর্ঘটনায় অভিঘাতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। বাসের পিছনের অংশ একেবারে চুরমার হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের নন্দুরবার জেলায় ভয়াবহ পথ  দুর্ঘটনায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।



  • Oct 19, 2025 08:31 IST

    Kolkata Breaking News Live Updates: উত্তরবঙ্গে ফের আক্রান্ত বিজেপি, কী বললেন শুভেন্দু?

    দার্জিলিংয়ের সাংসদের উপর হামলার ঘটনা নিয়ে সরব শুভেন্দু। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, " আমি দার্জিলিং-এর সাংসদ ও আমার সহকর্মী শ্রীরাজু বিস্তা জির উপর সুখিয়াপোখরির কাছে যে কাপুরুষোচিত হামলা হয়েছে, তার তীব্র নিন্দা করছি। এই হামলাটি দার্জিলিং সাংসদের ওপর নয়, বরং সম্প্রতি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক ডঃ শঙ্কর ঘোষের ওপর প্রাণঘাতী আক্রমণের ধারাবাহিকতায় ঘটেছে। তৃণমূলের গুন্ডাদের এই নৃশংস কর্মকাণ্ড, যা রাজু বিস্তার কনভয় লক্ষ্য করে তাঁকে গুরুতরভাবে আঘাত করার উদ্দেশ্যে করা হয়েছে, তা তাদের মরিয়া মনোভাব এবং ভয়ের প্রতিফলন। ভয়াবহ বন্যার পর রাজু বিস্তা যেভাবে নিরলসভাবে ত্রাণকাজে যুক্ত থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা তৃণমূল কংগ্রেসকে স্পষ্টতই বিচলিত করেছে। তাঁকে থামানোর জন্য এমন নোংরা কৌশল অবলম্বন করা হয়েছে।কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই—এই কাপুরুষোচিত হামলাগুলি আমাদের মনোবল আরও দৃঢ় করবে। শুধু দার্জিলিং নয়, সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ রাজু বিস্তার পাশে রয়েছেন। তিনি দ্বিগুণ উদ্যমে তাঁর এই মানবিক কাজ চালিয়ে যাবেন"।



mamata Suvendu Adhikari