/indian-express-bangla/media/media_files/2025/10/18/shovan-chatterjee-returns-nkda-chairman-2025-10-18-19-27-42.jpg)
'ঘর ওয়াপসি' শোভনের
৭ বছর পর ফের প্রশাসনে শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘসময় পর কাঁধে নতুন দায়িত্ব, যারপরনাই খুশি শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনে দলের হয়ে ময়দানে নামুন বর্ষীয়ান এই রাজনীতিবিদ, এমনটাই চাইছেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়।
আরও পড়ুন- ধনতেরাস উপলক্ষ্যে দেশজুড়ে সোনা কেনার হিড়িক, আসল না নকল জানবেন কীভাবে?
দীর্ঘ সাত বছর পর ফের প্রশাসনে ফিরলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁকে নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ বা NKDA-র চেয়ারম্যান করা হল। এতদিন এই পদটির দায়িত্ব সামলাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।এবার এই পদের দায়িত্ব শোভন চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। তারও আগে তাঁর কথা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শোভন প্রশাসনে ফিরলেন বহু বছর পর। এবার তৃণমূলে তাঁর সক্রিয় ভূমিকায় নেমে পড়া সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন- 'উনি নিজেকে সংবিধানের ঊর্ধ্বে মনে করেন', SIR বিতর্কে মমতাকে নিশানা অমিত শাহের
শোভনের ফিরে আসায় খুশি বেহালা পুর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় এদিন তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "উনি রাজনীতি করে বড় হয়েছেন। অকারণে উনি জীবনের একটা বড় সময় নষ্ট করেছেন। মমতা-অভিষেকের সঙ্গে উনি দেখা করেছিলেন। শীর্ষ নেতৃত্বের মনে হয়েছে ওঁকে দায়িত্ব দেওয়া সঠিক। দীর্ঘদিন পর ওনার এই প্রত্যাবর্তনে খুশি আমি ও আমার পরিবার"। পাশাপাশি তিনি বলেন, "উনি এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ওনার যোগ্যতা নিয়ে কারোর মনে কোন প্রশ্ন থাকার কোন কথা নেই। ২০২৬ এর নির্বাচনে সক্রিয় রাজনীতির ময়দানে নামুন উনি এটাই আমি চাই"।
দীর্ঘদিন পর ফের প্রশাসনিক পদে তৃণমূলের এক সময়ের দাপুটে নেতা শোভন চট্টোপাধ্যায়। ইতিমধ্যে শোভনের ব্যক্তিগত জীবনের নানান দিক উঠে এসেছে সংবাদ শিরোনামে। দূরত্ব বেড়েছে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে। কিছুদিন আগেই আদালত শোভনের বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করে দিয়েছে। পাশাপাশি রত্নার একসঙ্গে থাকার আবেদনও খারিজ হয়। ফলে বিবাহ বিচ্ছেদ না হলেও একসঙ্গে আর থাকা হয়নি শোভন-রত্নার। তবে তিনি ফিরে এলে দরজা যে সব সময়ই খোলা এদিন সেই ইঙ্গিতও দিয়েছেন শোভন পত্নী। বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় বলেন, "এখন ওনার ৬২-৬৩ বছর বয়স। এই বয়সে তো আর চ্যাংদোলা করে তুলে আনব না, তবে উনি যদি ফিরতে চান, আমার দরজা ওর জন্য সব সময়ই খোলা। আপাতত মন দিয়ে দায়িত্ব সামলান, দলে ফের নিজের যোগ্যতায় পুরোনো জায়গাটা ফিরে পান এটাই চাইব"।
আরও পড়ুন- ধনতেরাস উপলক্ষ্যে দেশজুড়ে সোনা কেনার হিড়িক, আসল না নকল জানবেন কীভাবে?
উল্লেখ্য, ২০১৮-এ সালের নভেম্বরে শোভন চট্টোপাধ্যায় মন্ত্রীত্ব পদে ইস্তফা দেন। এর ঠিক ২ দিন পর কলকাতা মেয়রের পদ থেকেও পদত্যাগ করেন তিনি। ২০১৯ সালে চারবারের তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায় জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। তবে ২০২১ সালের নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হয়নি। ২০২৩ সালে ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ করেই হাজির হন শোভন। তখন থেকেই তৃণমূলের সঙ্গে শোভনের সম্পর্কের শিথিলতার ইঙ্গিত মেলে। NKDA চেয়ারম্যান হিসাবে শোভন দায়িত্ব পেতেই তৃণমূলের মুখপাত্র জয় প্রকাশ মজুমদার শোভন চট্টোপাধ্যায়ের নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে বলেন, "NKDA চেয়ারম্যান হিসেবে তাঁর যোগদান প্রশাসনিক দিক তাৎপর্যপূর্ণ। এক্ষেত্রে তিনি তাঁর পূর্ব অভিজ্ঞতাকে কাজে আসবে।"
আরও পড়ুন- ব্যাস্ত সময়ে দাউদাউ করে জ্বলে উঠল বিমানবন্দর,কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি