Kolkata weather Today: অস্বস্তিকর ভ্যাপসা গরমে কাহিল দক্ষিণবঙ্গ! স্বস্তি কবে? কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস

West Bengal Weather Forecast 10 September, 2025: কলকাতা শহরে আজ সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

West Bengal Weather Forecast 10 September, 2025: কলকাতা শহরে আজ সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Bengal Weather Update: লাগাতার বৃষ্টির পর মাঝে দিন কয়েকের বিরতি নিয়েছে বর্ষা। এরই মধ্যে ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের শহর থেকে জেলা, সর্বত্র প্রচণ্ড গরমে নাকাল পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার বৃষ্টি বার্তা আবহাওয়া দপ্তরের।

Advertisment

আজ বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তেড়ে চলছে বৃষ্টি। আজও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার এবং আগামিকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisment

আরও পড়ুন- Nepal Unrest: লাগামহীন হিংসা নেপালে, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে খুন

বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতার ওয়েদার আপডেট 

এদিকে বুধবার সকাল থেকে শহর কলকাতায় রোদ ঝলমলে আকাশ। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি সকাল থেকেই ভোগান্তি বাড়াচ্ছে। আজ মহানগরীতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন- Sand smuggling:এবার বালিতে পাহাড়প্রমাণ দুর্নীতি! বিরাট কেলেঙ্কারি ফাঁস ED-র! ফের উদ্ধার বান্ডিল-বান্ডিল নোট

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আপাতত ব্রেক কষলেও উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু ভিন্ন। আজ বুধবারেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ উত্তরবঙ্গের ২ পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Kolkata Weather Bengal Weather Forecast weather