/indian-express-bangla/media/media_files/2025/09/03/rain-2025-09-03-11-36-20.jpg)
Kolkata Weather Forecast: কলকাতায় আজ সকাল থেকেই বৃষ্টি। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
Kolkata weather Update:কলকাতায় সোমবার সকালেই প্রবল বৃষ্টিতে রীতিমতো জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে ফের একবার। পুজোর আগেই বর্ষার বিদায়ঘণ্টা বাজলেও বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না। এবার পুজোর মুখে ফের একবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপটির সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বেশ কিছু জেলায় ফের শুরু বৃষ্টি। সবমিলিয়ে আগামী কয়েকদিন কেমন যাবে গোটা রাজ্যের আবহাওয়া? আজ কোন কোন জেলায় দিনভর বৃষ্টি? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ সকাল থেকেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ
কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে কোথাও কোথাও আগামিকাল অর্থাৎ মঙ্গলবার কিংবা পরশু বুধবার পর্যন্ত দফায় দফায় এই ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- SSC EXAM: সদ্য বিবাহিত, নোয়া খুলতে হবে শুনেই তীব্র প্রতিবাদ, তুমুল বচসায় হট্টোগোল, তারপর....?
এরই পাশাপাশি আজ থেকে শুরু করে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ও দফায় দফায় ঝড় বৃষ্টির দাপট জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
কলকাতার ওয়েদার আপডেট
কলকাতায় আজ সকালেই তুমুল বৃষ্টি। হঠাৎ প্রবল বৃষ্টির জেরে সাতসকালেই তিলোত্তমা মহানগীরর বিস্তীর্ম প্রান্ত জলমগ্ন হয়ে পড়ে। কলকাতা শহরে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- ভ্রমণ বিপ্লব! রেলের মুকুটে জুড়ল নয়া পালক, কলকাতা থেকে সোজা পাড়ি মিজোরাম
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের একেবারে শেষ ভাগ পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায়।
আরও পড়ুন-রাজ্যে অবাধ আশ্রয় বিহারের দুষ্কৃতিদের? মেয়রের কথা বাড়ল জল্পনা, কোথায় নজরদারি উঠছে প্রশ্ন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us