IMD report:নাগাড়ে বৃষ্টি পিছু ছাড়ছে না এখনই। এই পর্বে আরও দিন সাতেক লাগাতার দফায় দফায় কোথাও অতি ভারী বৃষ্টি আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রাজ্যের জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বর্ষার দাপুটে মেজাজ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। কোনও কোনও জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই আরও তিন সাতেক ঝড়-বৃষ্টির এই পালা চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। আগামী দিন সাতেকের মধ্যে একাধিক জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি নতুন করে জলমগ্ন হতে পারে। বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট
দফায় দফায় বৃষ্টি চলবে মহানগরী কলকাতাতেও। আরও দিন সাতেক কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে কখনও হালকা কখনও মাঝারি বৃষ্টি চলবে। আপাতত শহর কলকাতার তাপমাত্রাতেও বিশেষ হেরফের হবে না।
আরও পড়ুন- Dam Crack: বাংলার বিখ্যাত ব্যারেজে ফাটল-ধ্বস, সীমাহীন চিন্তায় প্রশাসন!
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- Bangladeshi Actress Arrested: বাংলাদেশি মডেল-অভিনেত্রী গ্রেফতারিতে জোরালো হচ্ছে রহস্য,চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই হুলস্থূল
আগস্ট মাসের প্রথম সপ্তাহের গোটাটাই ব্যাপক দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলায় জেলায়। ভারী কিংবা অতি ভারী বৃষ্টির জেরে নতুন করে পাহাড়ি পথে ধ্বস নামার আশঙ্কাও বাড়ছে। ইতিমধ্যেই হাওয়া অফিসের বার্তা পেয়ে সতর্ক রয়েছে প্রশাসন। পাহাড়ি পথে গাড়ি চলাচলে বাড়তি সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।