/indian-express-bangla/media/media_files/2025/09/19/sukanta-2025-09-19-14-25-07.jpg)
Primary teachers crisis: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাৎ শিক্ষকদের সংগঠনের।
Primary teachers crisis: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করল Usthi United Primary Teachers Welfare Association (UUPTWA)। সংগঠনের পক্ষ থেকে তাঁকে প্রাথমিক শিক্ষক সমাজের সমস্যা ও দাবি বিশেষত TET-সংক্রান্ত নানা ইস্যু তুলে ধরা হয়।
প্রাথমিক শিক্ষকদের এই সংগঠনটি এখন ভয়াবহ একটি আশঙ্কা করছে। সংগঠনটির দাবি,গত ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের একটি নির্দেশের ফলে ২০১০ সালের ২৩ আগস্টের NCTE নোটিফিকেশনের আগে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের চাকরি নিয়ে এক চূড়ান্ত সংকট তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, সর্বোচ্চ আদালতের এই নির্দেশের ফলে শুধু পশ্চিমবঙ্গই নয়, এরই পাশাপাশি অসম, ত্রিপুরা, বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ সহ ভারতবর্ষের একাধিক রাজ্যের লক্ষ-লক্ষ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
শুধু পশ্চিমবঙ্গেই এক লক্ষ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে দারুণ উদ্বেগে রয়েছেন বলে সংগঠনের দাবি। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষকদের এই সংগঠনটির আরও দাবি, শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি হারানোর আশঙ্কাও রয়েছে।
আরও পড়ুন- Nabadwip murder: পুজোর মুখে নৃশংস কাণ্ডে তোলপাড়! বাড়িতে থেকে তুলে নিয়ে খুন BJP কর্মীকে
শিক্ষকদের এই সংগঠনটি ইতিমধ্যেই এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়ে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্য প্রাথমিক শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমারের কাছে চিঠি পাঠিয়েছে। এবার তারা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর কাছেও একরাশ আশঙ্কা জানিয়ে তাঁকে উপযুক্ত পদক্ষেপের অনুরোধ জানানো হয়েছে সংগঠনের তরফে।
শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে TET পরীক্ষা, নিয়োগ প্রক্রিয়া ও শিক্ষক সমাজের ন্যায্য দাবিগুলি উপেক্ষিত হচ্ছে। এর ফলে একদিকে যেমন হাজার হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তায় ভুগছেন, অন্যদিকে স্কুলশিক্ষার মানেও প্রভাব পড়ছে। তাই অবিলম্বে কেন্দ্রীয় স্তরে হস্তক্ষেপের দাবি জানানো হয়।
ডেপুটেশনে সংগঠনের সদস্যরা প্রতিমন্ত্রীকে একটি লিখিত দাবি পত্রও জমা দেন। সেখানে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, সময়মতো পরীক্ষা ও যোগ্য প্রার্থীদের নিয়োগের বিষয়ে পদক্ষেপের অনুরোধ করা হয়।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সংগঠনের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের আশ্বস্ত করেন যে, তিনি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করেছেন। প্রাথমিক শিক্ষক সমাজের সমস্যার প্রতি সহানুভূতিশীল হয়ে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাক্ষাৎ তাঁদের আন্দোলনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে সমস্যার সমাধান হবে বলেই আশা প্রকাশ করেছেন শিক্ষক মহল।