/indian-express-bangla/media/media_files/2025/07/28/rain-2025-07-28-08-50-43.jpg)
Kolkata weather: আজও বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
Kolkata weather:চলতি সপ্তাহে আবারও বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে বৃষ্টির দাপট। নিম্নচাপ সরে গেলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর। আজও একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ার উন্নতি কবে থেকে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই পর্বে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির দাপট চলবে।। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কোনও কোনও জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, আজও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে। তবে আগামিকাল ও পরশু অর্থাৎ শনি ও রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামী সপ্তাহের শুরুর দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় শুক্রবার সকাল থেকেই রৌদ্রজ্বল আকাশ। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মহানগরীতে। তবে এখনই তিলোত্তমা মহানগরীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জোরালো বৃষ্টির ব্যাপক সম্ভাবনা না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে শহরে।
আরও পড়ুন-Suvendu-Mamata:'মুসলমানদের ৯০ শতাংশ ভোট নিতেই ফের NRC নিয়ে চেঁচাচ্ছেন', মমতাকে কটাক্ষ শুভেন্দুর
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের পরিস্থিতি ভিন্ন। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি উপরের দিকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আপাতত এই সপ্তাহের শেষ ভাগ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই ঝড়-বৃষ্টির দাপট থাকবে।