Suvendu-Mamata:'মুসলমানদের ৯০ শতাংশ ভোট নিতেই ফের NRC নিয়ে চেঁচাচ্ছেন', মমতাকে কটাক্ষ শুভেন্দুর

NRC-CAA-SIR: ২০২৬ সালের ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই NRC,CAA ও SIR নিয়ে সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, এমনই অভিযোগ শুভেন্দু অধিকারীর।

NRC-CAA-SIR: ২০২৬ সালের ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই NRC,CAA ও SIR নিয়ে সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, এমনই অভিযোগ শুভেন্দু অধিকারীর।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

Suvendu Adhikari & Mamata Banerjee: শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। '২৬-এর ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফের NRC নিয়ে সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, এমনই অভিযোগ BJP নেতার। NRC,CAA,SIR মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন বলে অভিযোগ এনেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

Advertisment

শুভেন্দু অধিকারী এদিন বলেন,"মৃত ভোটার থাকবে না। SIR নতুন নয়, ২০০২ সালেও হয়েছিল। ২০০২-এ এসআইআর হয়েছে। সেই ভোটার লিস্টে ২০০৪-এ মমতা ৯ থেকে ১ হয়েছে। ১ জন এমপি ছিল। ৯৮ হাজার ভোটে জিতেছিল।"

আরও পড়ুন- Mamata Banerjee:'বন্দুক, পাইপগান, স্টেনগান নিয়ে তাড়া, গুলি', গায়ে কাঁটা দেওয়া গল্প শোনালেন মমতা!

Advertisment

তিনি আরও বলেন, "SIR-এর সঙ্গে NRC-এর সম্পর্ক নেই। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) CAA-NRC করে চেঁচাচ্ছেন। CAA চালু হয়ে গিয়েছে। বিতান অধিকারীর স্ত্রী পেয়েছেন সার্টিফিকেট। NRC-এর সঙ্গে CAA-র সম্পর্ক নেই। সব দেশে নাগরিকপঞ্জী আছে। আমিও চাই নাগরিকপঞ্জী ভারতেও তৈরি হোক।"

আরও পড়ুন-কলেজে TMCP সদস্যদের মাঝে 'মধ্যমণি' অধ্যক্ষ, পরেছিলেন 'জয় বাংলা' লেখা পাঞ্জাবিও, বিলোলেন পোশাক

শুভেন্দু অধিকারীর কথায়, "CAA-র সঙ্গে NRC-র সম্পর্ক ছিল না। এটা মুসলমানরা বুঝেছেন। মুসলমানদের বলছি, আবার আপনাদের ৯০ শতাংশ ভেটা নিতে, আবার মেয়েদের-বাচ্চাদের উপর উপর অত্যাচার করতে, আবার শিল্প তাড়ানোর জন্য NRC-র চাষ করতে চাইছেন। কারণ উনি উন্নয়ন করেননি।"

caa CM Mamata banerjee Suvendu Adhikari