CU VC:'জামাটাও পরে ফেলেছেন, এটাই ওঁর কাছে প্রত্যাশিত', TMCP-র অনুষ্ঠানে অধ্যক্ষের উপস্থিতি নিয়ে বললেন উপাচার্য

TMCP Foundation Day: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বৃহস্পতিবার অংশ নিয়েছিলেন কলকাতারই একটি কলেজের অধ্যক্ষ।

TMCP Foundation Day: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বৃহস্পতিবার অংশ নিয়েছিলেন কলকাতারই একটি কলেজের অধ্যক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Shanta Dutta De criticism,  Surendranath Evening College principal attends TMCP event,  Academic autonomy vs political interference  ,TMCP foundation day clash with exams,  University exam rescheduling controversy,  Political events influencing academic calendar,  Acting VC defends university schedule,Jafar ali akhan,জাফর আলি আখান,শান্তা দত্ত দে সমালোচনা , সুরেন্দ্রনাথ ইভনিং কলেজ অধ্যক্ষ,  টিএমসিপির ইভেন্টে অংশগ্রহণ  ,পরীক্ষার সময়সূচিতে রাজনৈতিক হস্তক্ষেপ  ,একাডেমিক স্বাতন্ত্র্য রক্ষা  ,বিশ্ববিদ্যালয়ে টিএমসি ছাত্র সম্মিলনী , রাজনৈতিক প্রভাব থেকে পরীক্ষা রক্ষার দাবি

ছবির বাঁদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে ও ডানদিকে হলুদ পাঞ্জাবি পরিহিত সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের অধ্যক্ষ জাফর আলি আখান।

তৃণমূল ছাত্র পরিষদের একটি কর্মসূচিতে 'জয় বাংলা লেখা' পাঞ্জাবি পরেই বৃহস্পতিবার হাজির হয়েছিলেন কলকাতার সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের অধ্যক্ষ জাফর আলি আখান। কলেজে পরীক্ষা চলাকালীন এভাবে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের অনুষ্ঠানে তাঁর যোগদান এবং পোশাক বিলি নিয়ে তুমুল সমালোচনা ঝড় ওঠে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে।

Advertisment

সাংবাদিক বৈঠক করে এদিন উপাচার্য শান্তা দত্ত বলেন, "এটা তো বুঝতেই হবে যে তাঁরাও সেই রাজনৈতিক দোষেই দুষ্ট। তাই তাঁর গায়ে ওই জামা, ওই লোগো ও তাঁর ওই কর্মকাণ্ড। এটা তাঁর কাছে প্রত্যাশিত। সব কিছুকে রাজনীতিকরণ করা হয়েছে। উনি গায়ে জামাটাও পরে ফেলেছেন। যিনি কিনা পরীক্ষার ইনচার্জ। তিনি ড্রেস পরে ড্রেস বিলি করছেন। তার মানে তাঁর কতটা রাজনৈতিক নিরাপত্তা আছে...!!! মানে তাঁকে কেউ কিছু করতে বা বলতে পারবেন না। তাঁর কোনও অসুবিধা নেই।"

আরও পড়ুন- কলেজে TMCP সদস্যদের মাঝে 'মধ্যমণি' অধ্যক্ষ, পরেছিলেন 'জয় বাংলা' লেখা পাঞ্জাবিও, বিলোলেন পোশাক

Advertisment

TMCP-র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার বাতিলের অনুরোধ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ জানানো হয়। এদিন সেই প্রসঙ্গে উপাচার্য বলেন, "সংগঠনে যাওয়া যেমন অধিকার, তেমনই পরীক্ষা দেওয়াটাও অধিকার। বাচ্চাদের সেটা না বুঝিয়ে বিশ্ববিদ্যালয়কেই অনুরোধ করছে পরীক্ষা বদল করতে। আমি বলেছিলাম পরীক্ষাটা একটা পিকনিক নাকি!"

আরও পড়ুন-Suvendu-Mamata:'মুসলমানদের ৯০ শতাংশ ভোট নিতেই ফের NRC নিয়ে চেঁচাচ্ছেন', মমতাকে কটাক্ষ শুভেন্দুর

 তাঁর কথায়, "একমাত্র ভূমিকম্প হয়ে গেলে তবেই পরীক্ষা হবে না। এছাড়া পরীক্ষা সব সময় হবে। বনধ হলেও পরীক্ষা হয়।"

Bengali News Today Vice Chancellor TMCP Foundation Day