weather forecast kolkata: নিম্নচাপের চোখরাঙানি জারি! আজ ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? দুর্যোগ চলবে কতদিন?

West Bengal Weather Forecast 4 October 2025: শনিবারেও বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়। একাধিক জেলায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ।

West Bengal Weather Forecast 4 October 2025: শনিবারেও বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়। একাধিক জেলায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update,  23 August Rain Alert,  Low Pressure Bay of Bengal,  Heavy Rainfall Warning  ,Kolkata Weather Today,  South Bengal Rain  ,North Bengal Rainfall  ,IMD Weather Forecast  ,Thunderstorm and Gusty Wind,  Flood and Landslide Risk,পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেট,  ২৩ আগস্ট বৃষ্টির সতর্কতা  ,বঙ্গোপসাগরে নিম্নচাপ  ,অতি ভারী বৃষ্টি  ,কলকাতা আজকের আবহাওয়া,  দক্ষিণবঙ্গে বৃষ্টি,  উত্তরবঙ্গে বৃষ্টিপাত , আবহাওয়া দপ্তরের পূর্বাভাস,  বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া,  বন্যা ও ভূমিধসের আশঙ্কা

Rainfall Warning: কলকাতা শহরেও আজ বৃষ্টির সতর্কতা রয়েছে।

Kolkata weather:দুর্গাপুজো মিটলেও নিম্নচাপের চোখ রাঙানি কমেনি। এবার এই নিম্নচাপের জেরে শনিবারও জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কতদিন পর্যন্ত চলবে এই দুর্যোগ? কেমন থাকবে লক্ষ্মীপুজোর আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের সব জেলায় আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায়। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, নদিয়া, বীরভূমের মতো জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি চলবে। কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি।

আরও পড়ুন- মায়ের মৃত্যুর তিন দিনের মাথায় দুর্গাপুজোতেই সব শেষ, ছটফট করতে করতে মণ্ডপের কাছেই মৃত্যু ছেলেরও

Advertisment

বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি-ঝড় চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ আগামী সোমবার লক্ষ্মীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়।

আরও পড়ুন- কবে হবে বাংলায় বিজেপির বিসর্জন? একাদশীতেই দিণক্ষণ জানিয়ে দিলেন অভিষেক

কলকাতার ওয়েদার আপডেট 

শহর কলকাতাতেও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দিন কয়েক তিলোত্তমা মহানগরীতে কম-বেশি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে কলকাতায় এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছ। উপরের দিকে কয়েকটি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও আরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

rain Weather Forecast Bengal Weather Forecast Alipore Weather Office