West Bengal weather August 6, 2025:ফের এক দফায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। গতরাতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলেছে। বুধবার ভোর রাত থেকে শহর কলকাতার পাশাপাশি জেলায়-জেলায় কোথাও হালকা কোথাও মাঝারি বা ঝিরঝিরে বৃষ্টি চলছে। আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এই পর্বে আগামী সপ্তাহের একেবারে গোড়ার দিক পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগ পরিস্থিতি চলবে। আজ অর্থাৎ বুধবার দুই ২৪ পরগনার পাশাপাশি হাওড়া, নদিয়ার মত জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ থেকে শুরু করে আগামীকাল, পরশু ও তারপরের বেশ কয়েকটি দিন দফায় দফায় কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বৃষ্টির সঙ্গেই কোনও কোনও জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন- Uttarkashi cloudburst 2025: উত্তরকাশীতে ফের প্রকৃতির ধ্বংসলীলা, হড়পা বানে মৃত্যুমিছিল! সীমাহীন ক্ষয়ক্ষতিতে হাহাকার!
কলকাতার ওয়েদার আপডেট
বুধবার সকাল থেকেই কলকাতা শহরেও ঝিরঝিরে বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ তিলোত্তমা মহানগরীতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে ফের একবার শহরের নিচু এলাকাগুলি জলমগ্ন হয়েছে।
আরও পড়ুন- North 24 Parganas News: জীবিত স্ত্রীর ‘শ্রাদ্ধ’! ভালোবাসার সম্পর্কের করুণ পরিণতি হিঙ্গলগঞ্জে!
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির দাপট চলবে উত্তরের একাধিক জেলায়। আজ উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন-Bardhaman News: বাপ-ঠাকুরদার স্মৃতি আঁকড়ে পড়েছিলেন পুরনো বাড়িতেই, সেখানেই মর্মান্তিক মৃত্যু স্ত্রী-সহ প্রৌঢ়ের
উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই পর্বে আগামী সপ্তাহের গোড়ার দিক পর্যন্ত এই দুর্যোগ পরিস্থিতি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। নাগাড়ে এই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ফের একবার ধ্বস আশঙ্কা করা হচ্ছে।