/indian-express-bangla/media/media_files/2025/07/27/rain-to-stay-in-bengal-till-july-31-2025-07-27-08-35-04.jpg)
Bengal Weather Forecast: আজও বৃষ্টির পূর্বাভাস।
Kolkata Weather Report Today: অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পার হতে চললেও বৃষ্টির হাত থেকে এখনও রেহাই নেই বঙ্গবাসীর। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আরও বেশ কয়েকদিন। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির দাপট কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও পূর্বাভাস এমনটাই। আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলি। এরই পাশাপাশি এই জেলাগুলোতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে।
আজ বুধবারের পর আগামীকাল বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকবে বৃষ্টির দাপট। কম-বেশি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র। এখনই দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
কলকাতার ওয়েদার আপডেট
বুধবার সকাল থেকে শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজও মহানগরীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শহরে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন-BJP Mla Attacked:ত্রাণ বিলিতে গিয়ে ফের 'আক্রান্ত' BJP বিধায়ক, গাড়ি ভাঙচুর, আহত ৪
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
গত সপ্তাহের শনিবার থেকে টানা কয়েকদিনের নাগাড়ে ঝড়-বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে তছনছ পরিস্থিতি তৈরি হয়েছে। ভয়ঙ্কর দুর্যোগের কবলে পড়েছে ডুয়ার্সের বিস্তীর্ণ প্রান্ত। সেই সঙ্গে ভুটান পাহাড়ে অনবরত বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির একটি বড় অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দুর্গাপুজো মিটতেই উত্তরবঙ্গে প্রকৃতির এই ভয়াল রোষের বলি হতে হয়েছে ২৩ জনকে। প্রবল বৃষ্টির জেরে দিকে দিকে ধ্বস নেমেছে। দার্জিলিং, কালিম্পঙের পাহাড়ি রাস্তা, বাড়ি-ঘর ভেঙে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিঙের মিরিক। শুধু মিরিকেই প্রাকৃতিক দুর্যোগের বলি হয়েছেন ১১ জন। তবে এবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে।
আরও পড়ুন-Tripura:ত্রিপুরায় তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতীদের বেপরোয়া তাণ্ডব-ভাঙচুর, BJP-কেই নিশানা জোড়াফুলের
আলিপুর আবহাওযা দপ্তর দপ্তর জানিয়েছে, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কয়েকটি জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট।
এদিকে এবার শীতের আগমন নিয়ে ধীরে ধীরে চর্চা বাড়ছে। অক্টোবরের শেষ থেকেই বঙ্গে পাড়ি জমাতে শুরু করবে শীতকাল। যদিও এখনও পর্যন্ত এই ব্যাপারে বিশদে কিছু জানায়নি আবহাওয়া দপ্তর।