/indian-express-bangla/media/media_files/2025/10/07/tmc-2025-10-07-18-51-00.jpg)
TMC:তৃণমূল কংগ্রেসের তরফে দেওয়া ছবি।
এবার ত্রিপুরায় তৃণমূলের সদর কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব। তৃণমূলের অভিযোগ বিজেপি শাসিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে।যদিও বিজেপির তরফে এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।
এবার পড়শি রাজ্য ত্রিপুরাতে তৃণমূলের সদর কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব। দীর্ঘ দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে জোড়া ফুল শিবির। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা গিয়েছে বেশ কয়েকজন যুবক হাতে লাঠি বাঁশ নিয়ে ত্রিপুরায় তৃণমূলের কার্যালয়ে বাইরে ভাঙচুর চালাচ্ছে।
এ ব্যাপারে তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়া লেখা হয়েছে, "সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা কার্যালয়ে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের নৃশংস হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় — এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। ক্ষমতাসীনরা যখন তাদের বিরোধীদের স্তব্ধ করতে হিংসাকে হাতিয়ার করছে, তখন তারা শক্তি নয়, নিজেদের ভয় ও নৈতিক দেউলিয়াকেই প্রকাশ করছে।"
আরও পড়ুন- Zubeen Garg tribute:লক্ষ্মী পুজোয় ‘সিঙ্গাপুর সিটি’! প্রয়াত শিল্পী জুবীন গর্গকে অনবদ্য শ্রদ্ধাঞ্জলী
The violent attack on @AITC4Tripura's office by BJP-backed goons is not an isolated act of aggression, it is an open assault on democracy. When those in power unleash violence to silence their opponents, they expose not strength, but fear and moral bankruptcy.
— All India Trinamool Congress (@AITCofficial) October 7, 2025
The BJP talks… pic.twitter.com/VPu78iHr8V
ত্রিপুরার শাসকদলকে নিশানা করে বাংলার শাসকদলের তরফে সোশ্যাল মিডিয়ায় আরও লেখা হয়েছে, "বিজেপি মুখে বলে “গণতন্ত্র বাঁচাও”, অথচ একের পর এক রাজ্যে তার ভিত্তিটাকেই জ্বালিয়ে দিচ্ছে। তারা অফিস ভাঙতে পারে, পোস্টার ছিঁড়ে ফেলতে পারে, কর্মীদের ভয় দেখাতে পারে — কিন্তু তারা কখনও মুছে দিতে পারবে না সেই প্রতিরোধের চেতনা, যা প্রতিটি তৃণমূল কর্মীর রন্ধ্রে রন্ধ্রে বইছে। আমরা চুপ থাকব না। আমরা পিছিয়ে যাব না। ত্রিপুরা ও ভারতের বাসিন্দারা সবকিছু দেখছে।"