/indian-express-bangla/media/media_files/2025/06/18/kolkata Weather -419ff55b.jpg)
সকাল থেকেই আকাশ মেঘলা সঙ্গে বৃষ্টি
IMD WEATHER FORCAST: বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপ শীঘ্রই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। এরপর এটি ঝাড়খণ্ড হয়ে ছত্তীশগড়ের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলার ওড়িশা উপকূলে সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- GST কর কাঠামোর আমূল বদল, স্বাস্থ্য ও জীবনবিমায় বড় ঘোষণা, বাইক থেকে মোবাইল কোন কোন জিনিসের দাম কমল?
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে সব জেলায়। রবিবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে সোমবার কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পাত সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার আকাশ আংশিক মেঘলা থেকে মূলত মেঘলা থাকবে। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বাড়তে পারে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। অস্বস্তিকর আর্দ্রতা বজায় থাকলেও বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে। বৃহস্পতিবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টি কমে গেলেও আর্দ্রতা জনিত অস্বস্তি বেড়ে যাবে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গে এখন পর্যন্ত ১৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ১৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে। কলকাতায় স্বাভাবিকের চেয়ে প্রায় ১৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।