GST Council Meeting: GST কর কাঠামোর আমূল বদল, স্বাস্থ্য ও জীবনবিমায় বড় ঘোষণা, বাইক থেকে মোবাইল কোন কোন জিনিসের দাম কমল?

GST Council Meeting:পুজোর আগেই মধ্যবিত্তকে বিরাট স্বস্তি দিল মোদী সরকার। গতকাল জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের।

GST Council Meeting:পুজোর আগেই মধ্যবিত্তকে বিরাট স্বস্তি দিল মোদী সরকার। গতকাল জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের।

author-image
IE Bangla Web Desk
New Update
GST Council Meeting

বাইক থেকে মোবাইল কোন কোন জিনিসের দাম কমল?

GST Council Meeting: পুজোর আগেই মধ্যবিত্তকে বিরাট স্বস্তি দিল মোদী সরকার। গতকাল জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন কর কাঠামো। এখন থেকে মূলত দুই ধরনের হার থাকবে—৫ শতাংশ ও ১৮ শতাংশ। তবে পান মশলা, গুটখা, সিগারেট, জর্দা, বিড়ি এবং কোল্ড ড্রিংকের মতো কিছু কিছু নির্দিষ্ট পণ্যের উপর  বিশেষ হার ধার্য করা হয়েছে ৪০ শতাংশ। 

Advertisment

নতুন হারে নিত্যপ্রয়োজনীয় বহু জিনিস সস্তা হতে চলেছে। যেসব পণ্য আগে ১২ ও ২৮ শতাংশ হারে করের আওতায় ছিল, সেগুলি এখন বদলে হয়েছে ৫ বা ১৮ শতাংশের স্ল্যাবে। ফলে বাজারে খাদ্যপণ্য, কৃষি সরঞ্জাম, পোশাক-জুতো, ইলেকট্রনিক্স, চিকিৎসা সামগ্রী—সবকিছুর দাম কিছুটা হলেও কমবে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, মধ্যবিত্তের স্বার্থ মাথায় রেখেই এই সংস্কার আনা হয়েছে। টিভি, এয়ার কন্ডিশনার এবং ৩৫০ সিসির নিচের মোটরবাইককে আনা হয়েছে ১৮ শতাংশ হারে। অন্যদিকে বহু নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যকে ৫ শতাংশ বা শূন্য কর স্ল্যাবে আনা হয়েছে।

Advertisment

আরও পড়ুন- জিএসটি কাঠামোর বিরাট রদবদল, মমতার চাপেই নতিস্বীকার? বড় দাবি তৃণমূলের

কোন কোন জিনিস সস্তা হচ্ছে:

  • দুগ্ধজাত পণ্য: ইউএইচটি দুধ একেবারে করমুক্ত হয়েছে। কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, পনির ও চিজ ১২ শতাংশ থেকে নেমে এসেছে ৫ শতাংশে বা শূন্য হারে।
  • খাদ্যশস্য ও প্রসেসড ফুড: পাস্তা, কর্নফ্লেক্স, বিস্কুট, চকলেট ও কোকো পণ্য ১২–১৮ শতাংশ থেকে নেমে হয়েছে ৫ শতাংশে।
  • শুকনো ফল: কাজু, বাদাম, পেস্তা, হ্যাজেলনাট ও খেজুর এখন থেকে ৫ শতাংশ করের আওতায়।
  • চিনি ও মিষ্টান্ন: রিফাইন্ড সুগার, সিরাপ, টফি, ক্যান্ডি সবকিছুর করহার কমে ৫ শতাংশ।
  • প্রসেসড মাংস ও মাছজাত খাবার: সসেজ, মাংস প্রস্তুত পণ্য ও মল্টেড শস্য ৫ শতাংশে নামানো হয়েছে।
  • ভুজিয়া, চানাচুর: আগে ১৮ শতাংশ থাকলেও এখন মাত্র ৫ শতাংশে মিলবে।
  • পানীয় জল: বোতলজাত মিনারেল বা প্রাকৃতিক জল ১৮ থেকে কমে ৫ শতাংশ।
  • সার ও কৃষি উপকরণ: সার, বীজ ও বিভিন্ন ফসল পুষ্টি উপকরণ ১২ বা ১৮ শতাংশ থেকে কমে ৫ শতাংশে।
  • ঔষধ ও চিকিৎসা সামগ্রী: জীবনরক্ষাকারী ওষুধ, স্বাস্থ্য সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম ১২ বা ১৮ থেকে নেমে ৫ শতাংশ বা শূন্যে ।
  • পোশাক ও জুতো: সাধারণ ব্যবহারের জন্য টেক্সটাইল ও ফুটওয়্যারের জিএসটি ১২ থেকে নেমে হয়েছে ৫ শতাংশে।
  • ইলেকট্রনিক্স: কিছু সাধারণ ব্যবহারের ইলেকট্রনিক পণ্যের হার ২৮ থেকে কমিয়ে আনা হয়েছে ১৮ শতাংশে।

আরও পড়ুন-বাঙালি বিদ্বেষের 'খণ্ডচিত্র' ফুটে উঠবে পুজো মন্ডপেও, দুর্গাপুজোতেও সমাজ-রাজনীতির প্রতিচ্ছবি

যেখানে কর বাড়ছে:
সিগারেট, প্যান মশলা, গুটখা, জর্দা, বিড়ি, প্রিমিয়াম মদ, বিলাসবহুল গাড়ি ও চিনিযুক্ত পানীয়র মতো পণ্যে জিএসটি বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে। 

বিমা খাতে বড় সিদ্ধান্ত:
ব্যক্তিগত জীবনবিমা ও স্বাস্থ্যবিমা থেকে জিএসটি সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। টার্ম লাইফ, ইউএলআইপি, এনডাওমেন্ট পলিসি, ফ্যামিলি ফ্লোটার থেকে প্রবীণ নাগরিকদের বিমা—সব ক্ষেত্রেই মিলবে সম্পূর্ণ করছাড়। অর্থমন্ত্রীর দাবি, এতে বিমা পরিষেবা সাশ্রয়ী হবে এবং বিমা কভারেজ বাড়বে।

আগামী ২২ সেপ্টেম্বর থেকেই একাধিক পণ্যে জিএসটি কমতে চলেছে। বুধবার ৫৬তম জিএসটি কাউন্সিল বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, স্বাস্থ্য ও জীবনবিমায় আর কোনও জিএসটি লাগবে না। এতদিন যেখানে ১৮ শতাংশ কর ধার্য করা হত, এখন সেই কর একেবারেই তুলে দেওয়া হয়েছে। ব্যক্তিগত জীবনবিমা—টার্ম লাইফ, ইউএলআইপি কিংবা এনডাওমেন্ট—সব ধরনের পলিসি ও তার পুনর্বিমা এবং স্বাস্থ্যবিমার ক্ষেত্রেও (ফ্যামিলি ফ্লোটার ও প্রবীণ নাগরিকদের বিমা সহ) সম্পূর্ণ কর ছাড় মিলবে।

আরও পড়ুন- সেনাকে নিয়ে ব্রাত্যর মন্তব্যে উত্তাল রাজনীতি, এবার শিক্ষামন্ত্রীকে ফেলে পেটানোর নিদান হেভিওয়েট বিজেপি নেতার

অর্থমন্ত্রী জানান, এই সংস্কারের মূল লক্ষ্য সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া। বিমা পরিষেবা আরও সাশ্রয়ী করা এবং দেশে বিমা কভারেজ বাড়ানোই উদ্দেশ্য। পাশাপাশি কৃষি, স্বাস্থ্য ও শ্রমনির্ভর শিল্পগুলিকেও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কর কাঠামো পুনর্বিবেচনা করা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই করের হার উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

জিএসটি সংস্কারের আওতায় রুটি, দুধ, পনিরের মতো খাদ্যপণ্যে কর পুরোপুরি মকুব করা হয়েছে। তেল, ঘি, মাখন, নুডলস, বিস্কুট, চানাচুর, পাস্তা, সস-সহ বহু খাদ্যপণ্যে জিএসটি নামানো হয়েছে ৫ শতাংশে। চিকিৎসা সামগ্রী যেমন থার্মোমিটার, অক্সিজেন সিলিন্ডার, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমাতেও কর কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ। কৃষিক্ষেত্রে কীটনাশক, ট্র্যাক্টর-সহ বিভিন্ন সরঞ্জামে করহার কমানোয় সবজির দামও কমার সম্ভাবনা।

ইলেকট্রনিক্স ও যানবাহন ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। এসি, টিভি, ওয়াশিং মেশিন, মনিটর, ছোট গাড়ি, বাস, ট্রাক এবং ৩৫০ সিসির কম মোটরবাইকের জিএসটি ১৮ শতাংশে নামানো হয়েছে। শিক্ষার্থীদের জন্য খাতা, পেনসিল, রবার, ম্যাপ—সবকিছুতেই জিএসটি পুরোপুরি মকুব করা হয়েছে । তবে কোল্ডড্রিঙ্কস, পানমশলা, গুটখা, সিগারেট, জর্দা, বিড়ি, দামী গাড়ি ও ৩৫০ সিসির বেশি বাইকের ক্ষেত্রে করহার বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে।

আরও পড়ুন-বঙ্গ রাজনীতিতে ছন্দপতন, না ফেরার দেশে ৫ বারের দাপুটে বিধায়ক, রাজনৈতিক মহলে শোকের ছায়া

GST