West Bengal News Updates: বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তাল বিধানসভা, 'বিজেপি দেশের লজ্জা', তোলপাড় ফেলা মন্তব্য মমতার

West Bengal News Updates 4 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 4 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

West Bengal News Highlights: পড়ুন টাটকা খবরের গুরুত্বপূর্ণ আপডেট

Kolkata News Updates: বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, শুভেন্দুর পর সাসপেন্ড শঙ্কর ঘোষ। বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব বয়কট বিজেপির। আদালতের নির্দেশ মেনে ডিএ দিক রাজ্য, উৎসব আবহে 'আগুনে গর্জন' শুভেন্দুর।

Advertisment

বাঙালি হেনস্থা ইস্যুতে বিধানসভার বিশেষ অধিবেশনে তুলকালাম। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠলেই বিজেপি বিধায়কদের বিক্ষোভ। বিধানসভার অপমান করছেন বিজেপি, অভিযোগ মুখ্যমন্ত্রীর। "এরা  গঠনমূলক কিছু করে না। সবই ধ্বংসাত্মক উল্লেখ মুখ্যমন্ত্রীর। মমতা বলেন,  'বাঙালি বিরোধী বিজেপি, এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে। যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায় তাই এরা এটা করছে। শান্তিরক্ষা করা দুপক্ষের কাজ। এরা গোদী চোর, এরা ভোট চোর । সবচেয়ে বড় ডাকাতদের দল। সন্ত্রাস করা দল। বিজেপি দেশের লজ্জা। আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার উপর সন্ত্রাস চালানো জন্য। বাংলার উপর অত্যাচার করলে সব কটা হারবে। বাংলা ভাষা সন্ত্রাস চালাচ্ছে এরা। এই বাংলা নেতাজী, রবীন্দ্র নজরুলের বাংলা। এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনের রক্ত দিয়েছে। বাংলার মানুষ বাংলা ভাষার অপমান সহ্য করবে না"।  আর নেই দরকার নেই মোদী সরকার স্লোগান মুখ্যমন্ত্রী। 'বিজেপি চোর' গ্লোগানে  উত্তপ্ত বিধানসভা। 'এদের মত অসভ্য রাজনীতি দল আমি জীবনে দেখিনি। বাঙ্গালির আওয়াজ বন্ধ করতে চাইছে বিজেপি। উল্লেখ মমতার।

আরও পড়ুন- কমে গেল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, প্রথম প্রতিক্রিয়ায় কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

Advertisment

বর্ধমানে ভয়ঙ্কর কাণ্ড! মা-মেয়ের পচাগলা দেহ উদ্ধার। বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠের এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে তুমুল চাঞ্চল্য। জানা গিয়েছে মৃতরা হলেন, শিখা ভট্টাচার্য  ও তাঁর মেয়ে তৃষা ভট্টাচার্য। পুলিশ সূত্রে খবর, শিখার স্বামী স্বপন ভট্টাচার্য আরামবাগের একটি কলেজে অধ্যাপনা করতে। শারীরিক অসুস্থতার কারণে বছর খানেক আগে তার মৃত্যু হয়। এরপর থেকে ওই বাড়িতে থাকতেন মা-মেয়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,মানসিক অবসাদ থেকে আত্মহত্যার পথ বেছে নেন মা-মেয়ে। এলাকাবাসীরা জানিয়েছেন, গত ৫-৬ দিন ধরে মা-মেয়েকে দেখা যাচ্ছিল না এলাকায়। বুধবার রাতে প্রতিবেশিরা বাড়ি থেকে প্রচন্ড দুর্গন্ধ পান। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে পচাগলা দুটি দেহ উদ্ধার করে।

আরও পড়ুন- বুক কাঁপানো দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যুমিছিল, হাসপাতালে হাহাকার, কান্নার রোল

নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় বুধবার আলিপুরের সিবিআই আদালত থেকে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে তিনি জেল থেকে মুক্তি পাচ্ছেন না। কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় তিনি এখনও হেফাজতে রয়েছেন। প্রসঙ্গত, এর আগেই প্রাথমিক নিয়োগ মামলায় ইডি-র তরফে দায়ের হওয়া মামলায়ও জামিন পেয়েছেন পার্থবাবু। বুধবার পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক অভিযুক্ত আদালতে জামিনের আবেদন করেন। সিবিআই সেই আবেদনের বিরোধিতা করে জানায়, প্রতিটি নিয়োগ দুর্নীতি মামলা আলাদা এবং প্রতিটি ক্ষেত্রেই আলাদা প্রমাণ ও প্রভাব রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী যুক্তি দেন, গ্রেফতারের পর থেকে এই মামলায় তাঁকে আর জিজ্ঞাসাবাদ করা হয়নি। এমনকি অভিযোগপত্র বা এফআইআরের নামেও তাঁর নাম নেই। তিনি টানা তিন বছর ধরে হেফাজতে রয়েছেন বলেই দাবি করেন তাঁর আইনজীবী। ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিনই তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাঁদেরও জামিন মঞ্জুর করা হয়।

আরও পড়ুন- 'বাংলাদেশি বলে অত্যাচার করলে পিটিয়ে হাত-পা ভেঙে দেব', চরম হুঁশিয়ারি দাপুটে তৃণমূল নেতার

  • Sep 04, 2025 21:01 IST

    West Bengal News Live Updates:অনবদ্য উদ্যোগ কলকাতা মেট্রোর

    'আমার কলকাতা মেট্রো' অ্যাপ নিয়ে গর্বের প্রচার কর্তৃপক্ষের। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের ডিজিটাল টিকিটিং সিস্টেম সম্পর্কে সচেতন করার পাশাপাশি 'আমার কলকাতা মেট্রো' অ্যাপ জনপ্রিয় করার জন্য এক সপ্তাহব্যাপী বিশেষ প্রচারণা শুরু করেছিল। 

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro:যাত্রী স্বার্থে অনবদ্য উদ্যোগ কলকাতা মেট্রোর, অভূতপূর্ব তৎপরতায় বিপুল সাড়া!



  • Sep 04, 2025 20:39 IST

    West Bengal News Live Updates:প্রয়াত জনপ্রিয় তৃণমূল বিধায়ক

    মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে প্রয়াত হলেন তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল।

    বিস্তারিত পড়ুন- TMC MLA Death: বঙ্গ রাজনীতিতে নক্ষত্রপতন! প্রয়াত জনপ্রিয় তৃণমূল বিধায়ক



  • Sep 04, 2025 19:24 IST

    West Bengal News Live Updates:ইট, কাঠ, পাথর, বালি, শৌচালয়, কয়লা সবেতেই দুর্নীতি: শমীক

    শমীক ভট্টাচার্য বলেন, "পশ্চিমবঙ্গের বর্তমান সরকার ইট, কাঠ, পাথর, বালি, শৌচালয়, কয়লা সমস্ত কিছু নিয়ে দুর্নীতি করেছে। তাই আমাদের রাজ্য থেকে একদিকে শ্রমশক্তি চলে যাচ্ছে, শ্রমজীবী মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করছে এবং অন্যদিকে এই রাজ্যে তৈরি করা পুঁজি সেটাও বাইরে চলে যাচ্ছে। এই সরকার কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পকে বাস্তবায়িত করতে দিচ্ছে না। যেমন আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে নেই, পানীয় জলের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলি পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা হয়নি। এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে বের হতে হবে। আর তাই এই সরকারের নির্বাসন দরকার।"



  • Sep 04, 2025 19:23 IST

    West Bengal News Live Updates:প্রধানমন্ত্রীকে অসম্মান করছেন মুখ্যমন্ত্রী: শমীক

    শমীক ভট্টাচার্য এদিন বলেন, "আজকে মেডিক্যাল ইন্সুরেন্সে ছাড় দেওয়া হয়েছে, জিএসটিতে ছাড় দেওয়া হয়েছে সুতরাং দেশের উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং প্রান্তিক মানুষদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থনৈতিক গতিবিধি আরও বেশি ত্বরান্বিত হবে। সেই জায়গায় দাড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানসভার অধিবেশন ডেকে প্রধানমন্ত্রীকে বিভিন্ন ভাষায় অসম্মান করছেন।"



  • Sep 04, 2025 19:23 IST

    West Bengal News Live Updates:বিহারে SIR হচ্ছে আর ভয় পাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী: শমীক

    শমীক ভট্টাচার্য বলেন, "বিহারে SIR হচ্ছে আর ভয় পাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে আচরণ করছেন, যে ভাষা ব্যবহার করছেন, যেভাবে বিধানসভা পরিচালনা করার চেষ্টা করছেন তা ধিক্কারজনক। যে বিরোধী নেতা প্রতিবাদ করতে যাচ্ছে স্পিকার তাঁকে সাসপেন্ড করে দিচ্ছে। যখন মুখ্যমন্ত্রী বলছেন বিরোধীরা যখন কথা বলবে তখন তাদের কথা বলতে দেবেন না আর সেটা স্পিকার শুনছেন। এটা কোনো সুস্থ রাজ্যের চিত্র নয়। এই ধরনের স্পিকার কোনো রাজ্যে নেই। এরমধ্যে দিয়ে বোঝা যায় পশ্চিমবঙ্গে একপ্রকার অনাচার শুরু হয়েছে।" 



  • Sep 04, 2025 19:23 IST

    West Bengal News Live Updates:আবগারি আর লটারির মাধ্যমে সরকার টাকা তুলেছে: শমীক

    রাজ্যকে বিঁধে শমীক ভট্টাচার্য বলেন, "৬৬৮৮ টা কোম্পানি তাদের হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে। কারণ পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ভরে গিয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের কাছে শিল্প বলতে এখন শুধুমাত্রই আছে বেআইনিভাবে বালির খাদান আর পাথরের খাদানগুলো। আবগারি আর লটারির মাধ্যমে এই সরকার টাকা তুলেছে।"



  • Sep 04, 2025 19:22 IST

    West Bengal News Live Updates:সিট থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে না: শমীক

    বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "বীরভূম ইউনিভার্সিটিতে ১৪৩০টি আসন থাকা সত্ত্বেও এর মধ্যে মাত্র ১৬৬টি জন ভর্তি হয়েছে অর্থাৎ ১১ শতাংশ। অন্যদিকে বিদ্যাসাগর কলেজের ৪৫০০টি আসনের মধ্যে ভর্তি হয়েছে মাত্র ১০০০ জন। যারা এগিয়ে বাংলা বলে গর্ব করে বলেন নতুন নতুন অনেক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তাদের এই তথ্য দেখা উচিত। রাজ্যের এমন অনেক নামকরা বিশ্ববিদ্যালয় আছে যেখানে সিট থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে না, অন্য রাজ্যে চলে যাচ্ছে। একদিকে চাকরি চুরি অন্যদিকে শিক্ষার অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে।" 



  • Sep 04, 2025 19:13 IST

    West Bengal News Live Updates: যাত্রী স্বার্থে অনন্য উদ্যোগ চর্চায়!

    পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন এক বৈপ্লবিক পদক্ষেপে পুজোর মুখে রেলযাত্রীদের জন্য নতুন উপহার এনে দিয়েছে। AC (এয়ার কন্ডিশনড) ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (EMU) লোকাল ট্রেনের চাকা গড়ানো বাংলায় রেলের ইতিহাসে এক দারুণ মাইলফলক ছোঁয়ার মতোই! এসি লোকাল ট্রেনের যাত্রা তদুপরি এই আধুনিক পরিষেবা এক সাধারণ যাত্রাকে উন্নত, দ্রুত ও আরামদায়ক ভ্রমণে পরিণত করেছে।

    বিস্তারিত পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনে AC EMU লোকাল: যাত্রী স্বার্থে রেলের অনন্য এই উদ্যোগ দারুণ চর্চায়!



  • Sep 04, 2025 19:10 IST

    West Bengal News Live Updates:যাত্রী স্বার্থে রেলের অনন্য উদ্যোগ দারুণ চর্চায়!

    পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন এক বৈপ্লবিক পদক্ষেপে পুজোর মুখে রেলযাত্রীদের জন্য নতুন উপহার এনে দিয়েছে। AC (এয়ার কন্ডিশনড) ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (EMU) লোকাল ট্রেনের চাকা গড়ানো বাংলায় রেলের ইতিহাসে এক দারুণ মাইলফলক ছোঁয়ার মতোই! এসি লোকাল ট্রেনের যাত্রা তদুপরি এই আধুনিক পরিষেবা এক সাধারণ যাত্রাকে উন্নত, দ্রুত ও আরামদায়ক ভ্রমণে পরিণত করেছে।

    বিস্তারিত পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনে AC EMU লোকাল: যাত্রী স্বার্থে রেলের অনন্য এই উদ্যোগ দারুণ চর্চায়!



  • Sep 04, 2025 18:17 IST

    West Bengal News Live Updates:শিয়ালদহ ডিভিশনে আরও বেশি ট্রেন

    যাত্রীদের বিপুল চাপ সামাল দিতে এবার পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ আরও কয়েকটি EMU পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই অতিরিক্ত পরিষেবাগুলি ট্রেনগুলিতে ভিড়ের চাপ কমাতে, যাত্রীদের যাতায়াত আরও বেশি মসৃণ করতে এবং ব্যস্ত সময়ে ভ্রমণের চাহিদা আরও ভালভাবে পূরণ করতে সহায়তা করবে। 

    বিস্তারিত পড়ুন- Eastern Railway:নিত্যযাত্রীদের জন্য দারুণ খবর! শিয়ালদহ ডিভিশনে আরও বেশি ট্রেন, জানুন সময়সূচি



  • Sep 04, 2025 17:40 IST

    West Bengal News Live Updates:মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর

    বৃহস্পতিবার রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে নজিরবিহীন বিশৃঙ্খলার ছবি ধরা পড়ে। একদিকে শাসক ও অন্যদিকে বিরোধী পক্ষ, দু'পক্ষের তুমুল হই-হট্টগোলে বিধানসভার ক্ষক যেন মাছ বাজারে রূপ নিয়েছিল। গত মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভার কক্ষে হট্টগোলের জন্য সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আজ সেই একই ঘটনার জন্য শঙ্কর ঘোষ,অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, মিহির গোস্বামী, অশোক দিন্দাকে নিয়ে মোট ৫ BJP বিধায়ককে ফের সাসপেন্ড করেছেন অধ্যক্ষ। বিজেপি বিধায়কদের সঙ্গে এদিন বিধানসভার রক্ষীদের হাতাহাতি পর্যন্ত হয়েছে। এদিন বিধানসভায় বিশৃঙ্খলার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধেই চাপিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

    বিস্তারিত পড়ুন- Suvendu-Mamata:'মমতাকে ১০ গোল খাইয়ে বাড়ি পাঠিয়েছি', বিধানসভায় নজিরবিহীন বিশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর



  • Sep 04, 2025 17:14 IST

    West Bengal News Live Updates:নিউটাউনের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা

    নিউটাউনে বাসের ধাক্কায় মৃত্যু এক স্কুটি চালক মহিলার। নিউটাউনে বিশ্ববাংলা গেটের কাছেই বৃহস্পতিবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। বাসটিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা পেশায় একজন তথ্যপ্রযুক্তি কর্মী।

    বিস্তারিত পড়ুন- Accident:নিউটাউনের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু!



  • Sep 04, 2025 17:13 IST

    West Bengal News Live Updates:বাংলার মুকুটে জুড়ল 'সোনার পালক'!

    আবারও রাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় পেল শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। উচ্চশিক্ষায় নজিরবিহীন সাফল্যের জন্য চলতি বছরে গোটা দেশের মধ্যে প্রথম রাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় যাদবপুর। শিক্ষা মন্ত্রকের এই ঘোষণায় আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    বিস্তারিত পড়ুন- NIRF 2025:বাংলার মুকুটে জুড়ল 'সোনার পালক'! মোদী সরকারের বিচারে মিলল অনন্য সম্মান! আপ্লুত মুখ্যমন্ত্রী



  • Sep 04, 2025 17:12 IST

    West Bengal News Live Updates:'দাগি'দের আবেদনে কান পাতল হাইকোর্ট?

    আবারও কলকাতা হাইকোর্টে অযোগ্য শিক্ষকদের দায়ের করা মামলা বাতিল হয়ে গেল। স্কুল সার্ভিস কমিশন বা SSC-এর নতুন নিয়োগ পরীক্ষায় অযোগ্য শিক্ষকরা যাতে বসার সুযোগ পায় সেই নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। প্রথমে সিঙ্গল বেঞ্চ অযোগ্য শিক্ষকদের আবেদন খারিজ করে দেয়। তারপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন দাগি শিক্ষকরা। আজ সেই মামলার শুনানিতেই মুখ পুড়ল তাঁদের। সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রেখেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ।

    বিস্তারিত পড়ুন- Calcutta High Court:SSC-এর নয়া নিয়োগ পরীক্ষায় বসার আবেদন 'দাগি' শিক্ষকদের, আবেদনে কান পাতল হাইকোর্ট?



  • Sep 04, 2025 17:11 IST

    West Bengal News Live Updates:প্রাক্তন মাওবাদী নেতার পাশে বিশ্ববিদ্যালয়

    বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে থেকেই ‘প্রাচীন ভারতের বন ও বনসম্পদ’ নিয়ে গবেষণা অর্থাৎ পিএইডি করছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম। আর্থিক সমস্যার কারণে এহেন গবেষকের গবেষণা যাতে আটকে না যায়,তার জন্যে সব রকম ভাবে পাশে থাকার বার্তা দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ। পিএইচডি রেজিস্ট্রেশনের জন্যে যে টাকা দিতে হয়,সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয় মকুব করে দিচ্ছে বলে উপাচার্য বুধবার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন।এছাড়াও গ্রন্থাগার থেকে অর্ণবের বই পেতে অর্ণব দামের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্যেও উপাচার্য গ্রন্থাগারিককে নির্দেশ দিয়েছেন।

    বিস্তারিত পড়ুন- Burdwan University: শীর্ষ মাওবাদী নেতার 'বিরাট' কৃতিত্বে পাশে বর্ধমান বিশ্ববিদ্যালয়, দুরন্ত উদ্যোগের প্রশংসা সর্বত্র



  • Sep 04, 2025 17:10 IST

    West Bengal News Live Updates:মুখ্যমন্ত্রীকে চিঠি

    মতুয়া, নমঃশূদ্র, তপশিলিদের নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল তৃণমূলের অপর সাংসদ মমতা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।

    বিস্তারিত পড়ুন- Mahua Moitra:ফের বিতর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র! নালিশ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি



  • Sep 04, 2025 17:08 IST

    West Bengal News Live Updates:চরম হুঁশিয়ারি দাপুটে তৃণমূল নেতার

    বাংলায় এখনও এসআইআর (SIR) লাগু করেনি নির্বাচন কমিশন। তারই মধ্যে 'বাংলাদেশিদের' পক্ষ নিয়ে বিজেপিকে ভয়ংকর হুঁশিয়ারি দিয়ে বসলেন তৃণমূলের পূর্ব বর্ধমানের রায়না ১ ব্লকের সভাপতি বামদেব মণ্ডল। তিনি হুঁশিয়ারি দিয়েছেন,“বিজেপির কোনও নেতা,বিজেপির কোনও চামচা,বিজেপির কোনও ক্যাডার যদি রায়নায় সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করে, কাউকে যদি বাংলদেশি বলে তাদের উপর অত্যাচার করে,তাহলে পিটিয়ে তার হাত পা ভেঙে দিয়ে তিনি গাছে বেঁধে রেখে দেবেন“। শাসক নেতার এমন হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে হুলস্থুল ফেলে দিয়েছে। প্রতিবাদে গর্জে উঠেছে বিজেপি নেতারা।


    বিস্তারিত পড়ুন- TMC: 'বাংলাদেশি বলে অত্যাচার করলে পিটিয়ে হাত-পা ভেঙে দেব', চরম হুঁশিয়ারি দাপুটে তৃণমূল নেতার



  • Sep 04, 2025 10:29 IST

    West Bengal News Live Updates: জিএসটি কাউন্সিলের বড় সংস্কারের পরেই চাঙ্গা ভারতীয় শেয়ার বাজার

    জিএসটি কাউন্সিলের বড় কর সংস্কারের ঘোষণার পরেই চাঙ্গা ভারতীয় শেয়ার বাজার। বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই বিএসই সেনসেক্স ৮৮৮ পয়েন্ট লাফিয়ে ৮১,৪৫৬-এ পৌঁছয়। অপরদিকে, নিফটি ২৬৫ পয়েন্ট বেড়ে ২৪,৯৮০-এ লেনদেন শুরু করে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ১২% ও ২৮% কর স্ল্যাব বাতিল করে শুধুমাত্র দুটি মূল কাঠামো – ৫% ও ১৮% – অনুমোদিত হয়েছে। পাশাপাশি, বিলাসবহুল ও 'ক্ষতিকারক' পণ্যের জন্য ৪০% বিশেষ স্ল্যাব  রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কর ব্যবস্থা সরল করবে এবং অর্থনীতিতে গতি আনবে।



news in west bengal IMD