West Bengal News Live Updates: বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তাল বিধানসভা, 'বিজেপি দেশের লজ্জা', তোলপাড় ফেলা মন্তব্য মমতার

West Bengal News Updates 4 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 4 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

West Bengal News Live: পড়ুন টাটকা খবরের গুরুত্বপূর্ণ আপডেট

Kolkata News Live Updates: বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, শুভেন্দুর পর সাসপেন্ড শঙ্কর ঘোষ। বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব বয়কট বিজেপির। আদালতের নির্দেশ মেনে ডিএ দিক রাজ্য, উৎসব আবহে 'আগুনে গর্জন' শুভেন্দুর।

Advertisment

বাঙালি হেনস্থা ইস্যুতে বিধানসভার বিশেষ অধিবেশনে তুলকালাম। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠলেই বিজেপি বিধায়কদের বিক্ষোভ। বিধানসভার অপমান করছেন বিজেপি, অভিযোগ মুখ্যমন্ত্রীর। "এরা  গঠনমূলক কিছু করে না। সবই ধ্বংসাত্মক উল্লেখ মুখ্যমন্ত্রীর। মমতা বলেন,  'বাঙালি বিরোধী বিজেপি, এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে। যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায় তাই এরা এটা করছে। শান্তিরক্ষা করা দুপক্ষের কাজ। এরা গোদী চোর, এরা ভোট চোর । সবচেয়ে বড় ডাকাতদের দল। সন্ত্রাস করা দল। বিজেপি দেশের লজ্জা। আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার উপর সন্ত্রাস চালানো জন্য। বাংলার উপর অত্যাচার করলে সব কটা হারবে। বাংলা ভাষা সন্ত্রাস চালাচ্ছে এরা। এই বাংলা নেতাজী, রবীন্দ্র নজরুলের বাংলা। এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনের রক্ত দিয়েছে। বাংলার মানুষ বাংলা ভাষার অপমান সহ্য করবে না"।  আর নেই দরকার নেই মোদী সরকার স্লোগান মুখ্যমন্ত্রী। 'বিজেপি চোর' গ্লোগানে  উত্তপ্ত বিধানসভা। 'এদের মত অসভ্য রাজনীতি দল আমি জীবনে দেখিনি। বাঙ্গালির আওয়াজ বন্ধ করতে চাইছে বিজেপি। উল্লেখ মমতার।

আরও পড়ুন- কমে গেল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, প্রথম প্রতিক্রিয়ায় কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

Advertisment

বর্ধমানে ভয়ঙ্কর কাণ্ড! মা-মেয়ের পচাগলা দেহ উদ্ধার। বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠের এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে তুমুল চাঞ্চল্য। জানা গিয়েছে মৃতরা হলেন, শিখা ভট্টাচার্য  ও তাঁর মেয়ে তৃষা ভট্টাচার্য। পুলিশ সূত্রে খবর, শিখার স্বামী স্বপন ভট্টাচার্য আরামবাগের একটি কলেজে অধ্যাপনা করতে। শারীরিক অসুস্থতার কারণে বছর খানেক আগে তার মৃত্যু হয়। এরপর থেকে ওই বাড়িতে থাকতেন মা-মেয়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,মানসিক অবসাদ থেকে আত্মহত্যার পথ বেছে নেন মা-মেয়ে। এলাকাবাসীরা জানিয়েছেন, গত ৫-৬ দিন ধরে মা-মেয়েকে দেখা যাচ্ছিল না এলাকায়। বুধবার রাতে প্রতিবেশিরা বাড়ি থেকে প্রচন্ড দুর্গন্ধ পান। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে পচাগলা দুটি দেহ উদ্ধার করে।

আরও পড়ুন- বুক কাঁপানো দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যুমিছিল, হাসপাতালে হাহাকার, কান্নার রোল

নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় বুধবার আলিপুরের সিবিআই আদালত থেকে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে তিনি জেল থেকে মুক্তি পাচ্ছেন না। কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় তিনি এখনও হেফাজতে রয়েছেন। প্রসঙ্গত, এর আগেই প্রাথমিক নিয়োগ মামলায় ইডি-র তরফে দায়ের হওয়া মামলায়ও জামিন পেয়েছেন পার্থবাবু। বুধবার পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক অভিযুক্ত আদালতে জামিনের আবেদন করেন। সিবিআই সেই আবেদনের বিরোধিতা করে জানায়, প্রতিটি নিয়োগ দুর্নীতি মামলা আলাদা এবং প্রতিটি ক্ষেত্রেই আলাদা প্রমাণ ও প্রভাব রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী যুক্তি দেন, গ্রেফতারের পর থেকে এই মামলায় তাঁকে আর জিজ্ঞাসাবাদ করা হয়নি। এমনকি অভিযোগপত্র বা এফআইআরের নামেও তাঁর নাম নেই। তিনি টানা তিন বছর ধরে হেফাজতে রয়েছেন বলেই দাবি করেন তাঁর আইনজীবী। ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিনই তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাঁদেরও জামিন মঞ্জুর করা হয়।

আরও পড়ুন- 'বাংলাদেশি বলে অত্যাচার করলে পিটিয়ে হাত-পা ভেঙে দেব', চরম হুঁশিয়ারি দাপুটে তৃণমূল নেতার

  • Sep 04, 2025 10:29 IST

    West Bengal News Live Updates: জিএসটি কাউন্সিলের বড় সংস্কারের পরেই চাঙ্গা ভারতীয় শেয়ার বাজার

    জিএসটি কাউন্সিলের বড় কর সংস্কারের ঘোষণার পরেই চাঙ্গা ভারতীয় শেয়ার বাজার। বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই বিএসই সেনসেক্স ৮৮৮ পয়েন্ট লাফিয়ে ৮১,৪৫৬-এ পৌঁছয়। অপরদিকে, নিফটি ২৬৫ পয়েন্ট বেড়ে ২৪,৯৮০-এ লেনদেন শুরু করে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ১২% ও ২৮% কর স্ল্যাব বাতিল করে শুধুমাত্র দুটি মূল কাঠামো – ৫% ও ১৮% – অনুমোদিত হয়েছে। পাশাপাশি, বিলাসবহুল ও 'ক্ষতিকারক' পণ্যের জন্য ৪০% বিশেষ স্ল্যাব  রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কর ব্যবস্থা সরল করবে এবং অর্থনীতিতে গতি আনবে।



news in west bengal IMD