/indian-express-bangla/media/media_files/2025/07/20/21-july-weather-kolkata-2025-07-20-14-08-57.jpg)
Kolkata Weather Today: কলকাতায় সকাল থেকে রোদ ঝলমলে আকাশ।
Weather today in West Bengal:অন্যান্য বারের চেয়ে এ বছর হাত খুলে ব্যাটিং করেছে বর্ষা। লম্বা ইনিংস খেলে আপাতত পাততাড়ি গুটিয়ে এবারের মতো বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষাকাল। স্থানীয়ভাবে দু'এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও নতুন করে প্রবল বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ।
এবার ধীরে ধীরে বঙ্গে পাড়ি জামাতে শুরু করছে শীত। সকাল ও সন্ধ্যের পরে কোথাও কোথাও হালকা ঠান্ডার শিরশিরানি অনুভূত হচ্ছে। এবার কি সময়ের বেশ কিছুটা আগেই বঙ্গে ঢুকে পড়বে শীতকাল? উত্তুরে হাওয়ায় কাঁপুনি শুরু কবে থেকে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
আরও পড়ুন- Dipak Sarkar passes away:বঙ্গ রাজনীতিতে শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা দীপক সরকার
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মোটামুটি আগামী দিন চারেকের মধ্যেই বাংলা থেকে একেবারে পাকাপাকিভাবে বিদায় নিয়ে নেবে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু বিদায়ের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে। দিন যত এগোবে উত্তুরে হাওয়ার দাপটও ততই বাড়বে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এখন বেলার দিকে হালকা যে গরমের অনুভূতি হচ্ছে সেটা আর দিন চার-পাঁচেকের মধ্যেই কেটে যাবে। ধীরে ধীরে উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করলেই ঘর্মাক্ত পরিস্থিতি কেটে গিয়ে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে এবং শীতের অনুভূতি একটু একটু করে বাড়বে।
একবার রাজ্যে উত্তুরে হওয়া ঢুকতে শুরু করলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শীতল হবে। সর্বোচ্চ তাপমাত্রা এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা কমায় শীতের অনুভূতিও বাড়তে শুরু করবে।
আরও পড়ুন-Malda News: ছুটি নেই, বিশ্রাম নেই, টানা ১৭ ঘণ্টা কাজের চাপ, ব্রেন স্ট্রোকে মৃত্যু পঞ্চায়েত কর্মীর
অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পালা কেটে যাওয়ায় আবহাওয়া ধীরে ধীরে শীতল হওয়ার পথে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গের তাপমাত্রা অল্পদিনের মধ্যেই আরও খানিকটা কমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও অন্যান্য জেলাগুলিতেও দক্ষিণবঙ্গের তুলনায় ঠান্ডার আমেজ একটু আগে থেকেই বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস।