/indian-express-bangla/media/media_files/2025/08/23/rain-2025-08-23-08-09-13.jpg)
Rainfall Warning: কলকাতা শহরেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Kolkata Weather Update Today: পুজো এসে গেলেও বৃষ্টি থামার যেন নামই নেই! বরং এবার উত্তর ও দক্ষিণ রাজ্যের দুই প্রান্তেই বৃষ্টির প্রবণতা আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। ঘূর্ণাবর্তের প্রভাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরুর ঠিক মুখে এমন দুর্যোগ দুশ্চিন্তা বাড়াচ্ছে। আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
সোমবারের পর মঙ্গলবারেও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের দুই জেলা বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি বাকি প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি জেলায় জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন- অন্তঃসত্ত্বা মহিলাকে বাংলাদেশে পুশব্যাক, তোলপাড় ফেলা ঘটনায় প্রতিবাদে TMC, মিলল বড় আশ্বাস
আগামীকাল বিশ্বকর্মা পুজো। বুধবার সেই পুজোর দিনেও বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না দক্ষিণবঙ্গবাসী। আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মোট কথা, চলতি সপ্তাহের একেবারে শেষ দিক পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে কম-বেশি বৃষ্টির দাপট চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্বাভাবিকভাবেই দুর্গাপুজোর ঠিক মুখে এভাবে ঝড়-বৃষ্টি পুজো উদ্যোক্তাদের কপালে যে দুশ্চিন্তার ভাঁজ ফেলবে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন-CPIM Leader: সিপিএমের 'হেভিওয়েট' বহিষ্কৃত নেতার মেগা-দলবদল! বাম আদর্শ ছেড়ে কোন দলে ডাকাবুকো নেতা?
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ তিলোত্তমা মহানগরীতে। আগামী কয়েকদিনে কলকাতা শহরেও কম-বেশি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গে কাঁপানো দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, কয়েকটি জায়গায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার উত্তরবঙ্গের দুই জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- Kolkata Weather Update: পুজোর মুখে আরও বাড়বে দুর্যোগ, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়
এছাড়াও উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য জেলাতেও কম-বেশি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।