/indian-express-bangla/media/media_files/2025/07/13/expect-heavy-rains-from-monday-predicts-imd-2025-07-13-08-35-45.jpg)
Bengal Weather Forecast: একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
Bengal Weather Update 19 August 2025: মঙ্গলবার সকালেই বঙ্গোপসাগরের বুকে আরও এক নিম্নচাপ দানা বাঁধছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় হতে পারে ভারী বৃষ্টিও।
বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও এর পরোক্ষভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই সপ্তাহের একেবারে প্রায় শেষ ভাগ পর্যন্ত বৃষ্টির দাপট দেখা যাবে। কোথাও হালকা বৃষ্টি তো কোনও কোনও জেলায় হতে পারে মাঝারি বৃষ্টি। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার পাশাপাশি শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, আজ মঙ্গলবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।