/indian-express-bangla/media/media_files/2025/08/02/mamata-banerjee-2025-08-02-12-08-48.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee:এবার বাংলায় ফিরতে চাওয়া কিংবা ইতিমধ্যেই ভিনরাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প ঘোষণা রাজ্য সরকারের। সেই সঙ্গে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রের শাসকদল BJP। 'ডাবল ইঞ্জিন'-এর সরকার থাকা রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের জেলে ঢোকানো হচ্ছে, মারধর করা হচ্ছে। পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হয়ে বাংলায় ফিরে আসছেন। তাঁদের পুনর্বাসনের জন্যই রাজ্য সরকার নতুন প্রকল্প ‘শ্রমশ্রী’ গ্রহণ করেছে।”
‘শ্রমশ্রী’ প্রকল্পের সুবিধা:
১. যেসব পরিযায়ী শ্রমিক বাংলায় ফিরে আসবেন, তাঁদের এককালীন ৫ হাজার টাকা সাহায্য দেওয়া হবে।
২. প্রথম এক বছর তাঁদের কাজের ব্যবস্থা না হলে, মাসে ৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে।
৩.দক্ষতা অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োগ করা হবে।
৪. কর্মশ্রী প্রকল্পের আওতায় জব কার্ড প্রদান করা হবে।
৫. খাদ্যসাথী কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে।
৬. বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন ব্যবহারের সুযোগ মিলবে।
আরও পড়ুন- Abhishek Banerjee: কেন্দ্র ও কমিশনকে একহাত অভিষেকের, দিল্লিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
৭.সন্তানদের জন্য স্থানীয় সরকারি স্কুলে পড়াশোনার ব্যবস্থা করা হবে।
এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “বাংলার বাইরে ও বিদেশে প্রায় ২২ লক্ষ ৪০ হাজার পরিযায়ী শ্রমিক কাজ করছেন। যারা ‘পরিযায়ী পোর্টাল’-এ নাম নথিভুক্ত করেছেন তাঁরা শ্রমশ্রীর সুবিধা পাবেন। যাঁরা এখনও নাম নথিভুক্ত করেননি, তাঁরাও করতে পারবেন।”
মুখ্যমন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই ১০ হাজারের বেশি শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। এজন্য একটি নতুন ‘শ্রমশ্রী পোর্টাল’ তৈরি করা হবে, সঙ্গে দেওয়া হবে বিশেষ আই-কার্ড। আবেদন করা যাবে পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড বা 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পের মাধ্যমেও।
সোমবারের মন্ত্রিসভা বৈঠকে ‘শ্রমশ্রী’ প্রকল্প অনুমোদিত হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “অসহায়দের পাশে দাঁড়াতেই রাজ্য সরকার এই নতুন প্রকল্প গ্রহণ করেছে।”