Ajker Kolkata Weather Today:আজও একাধিক জেলায় তুমুল ঝড়-জলের পূর্বাভাস আবহাওয়া দফতরের। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী দিন পাঁচেক জেলায়-জেলায় দফায়-দফায় এই ঝড়-জলের পালা চলবে বলে মনে করছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির দাপট থাকবে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। বিকেলের দিকে একাধিক জেলায় কালবৈশাখী (Kalbaisakhi) ঝড় ধেয়ে আসতে পারে। কোনও কোনও জেলায় শিলা বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। মোটের ওপর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।এই ঝড়-জলের জেরে সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে।
কলকাতার ওয়েদার আপডেট
এপ্রিলের মাঝামাঝি সময়েই ভ্যাপসা গরমে নাজেবাল পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতা শহরেও। তবে এবার ঝড়-বৃষ্টির জেরে কলকাতাতেও আপাতত ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শহর কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত মহানগরীতে তাপমাত্রা মোটের উপর একই থাকবে।
আরও পড়ুন- Dilip Ghosh: মমতার প্রশংসায় পঞ্চমুখ দিলীপ, পদ্ম ছেড়ে ঘাসফুলে ডাকাবুকো নেতা? ঝড় বইছে বঙ্গ বিজেপিতে
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়-জলের দাপট বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মোটের উপর আগামী দিন চার-পাঁচেক উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
আরও পড়ুন- Dilip Ghosh Digha Jagannath Temple: 'ত্যাগী যখন ভোগী', জগন্নাথ ধামে যাওয়া নিয়ে দিলীপকে প্রবল কটাক্ষ, প্রশ্নবাণে বিদ্ধ ডাকাবুকো বিজেপি নেতা
এপ্রিল মাসের মাঝের মাঝামাঝি সময় থেকে জ্বালাপোড়া গরমে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও তাপপ্রবাহের দাপট চলছিল। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চল্লিশের উপরে পৌঁছে গিয়েছিল তাপমাত্রা। তবে এপ্রিল মাসের শেষের দিক থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায় জেলায়-জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের অধিকাংশ জেলায় আগামী দিন চার পাঁচেক দফায় দফায় ঝড় বৃষ্টি হতে পারে। তারই জেরে অসহনীয় ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি।