/indian-express-bangla/media/media_files/2025/04/30/Fz7VHNO0zuPQjrPTk7uP.jpg)
মমতার ভূয়সী প্রশংসা দিলীপের মুখে, তাহলে কি এবার ঘাসফুল শিবিরে?
Dilip Ghosh Digha Jagannath Temple Visit : দীঘায় জগন্নাথ ধাম নিয়ে বঙ্গ বিজেপির তীব্র বিরোধিতা গেরুয়া শিবিরে ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যে থেকেই বিজেপির অন্দরমহল টগবগ করে ফুটছে। মমতা-দিলীপের হাসিমুখে ঘরোয়া কথাবার্তা রীতিমতো বঙ্গ বিজেপির মুখে ঝামা ঘষে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি সারা জীবন আরএসএস করা, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির পা হড়কে যেতে চলেছে? নাকি পোড়খাওয়া দিলীপ ভরকে দেওয়ার চেষ্টা করছেন?
ICSE-তে যমজ ভাইয়ের বিরাট চমক, কাহিনী জানলে অবাক হবেন
খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে দীঘার জগন্নাথ ধামে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সাক্ষাতের ভিডিও আপলোড করা হয়েছে। দুজনেরই হাসিখুশি মুখ। সাংবাদিকদের কথা বলার সময় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে দেখিয়ে দিলীপ ঘোষ বলছেন, "আমার বন্ধু পাশে আছে।" শুনে মুচকি হাসছেন অরূপ বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষের সাক্ষাতের পর রাজ্য-রাজনীতিতে রীতিমতো ঝড় বয়ে চলেছে। বিজেপি নেতাদের তোপের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। এবার কি দিলীপ ঘোষের তৃণমূল কংগ্রেসে যাওয়া কি শুধু সময়ের অপেক্ষা? এই প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছে।
মমতার উপস্থিতিতেই দীঘায় জগন্নাথ ধামে সস্ত্রীক দিলীপ, 'ক্ষেপে লাল' শুভেন্দু, কী বললেন?
সদ্য বিয়ে করেছেন দিলীপ ঘোষ। তখন আরএসএস জানিয়ে দিয়েছিল, এখন আর তিনি আরএসএসের প্রচারক নেই, তাই তিনি বিয়ে করছেন। পরিবারে প্রয়োজনে বিয়ে, মত জানিয়েছিল আরএসএস নেতৃত্ব। এবার সস্ত্রীক মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দীঘার জগন্নাথ ধামে। খড়্গপুরের প্রাক্তন বিজেপি সাংসদের গলায় তখন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা।
দিঘায় জগন্নাথ ধামের দ্বারোদঘাটন, মমতার স্বপ্নের উদ্যোগ ঘিরে কেন এত প্রশ্ন বিরোধীদের?
মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসতে থাকে বিজেপির ছোটবড় নেতা সকলেই। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ সৌমিত্র খাঁ, শমীক ভট্টাচার্য থেকে ছোট-বড় একাধিক নেতা এই ঘটনায় দিলীপ ঘোষের পাশে তো থাকেননি, উল্টে লাগামছাড়া আক্রমণ শানিয়েছেন। দিলীপ ঘোষকে আর নেতা মানবেন না জানিয়েছেন তরুনজ্যোতি তেওয়ারি। তাঁরা আর ভরসা করতে পারছেন না দলের একসময়ের সঙ্গীকে। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা এক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, '২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে বঙ্গ-বিজেপি'র কিছু নেতা এবং তাদের পোষা কিছু চামচা মিলে আমাকে অন্তত ২০ বার তৃণমূল জয়েন করিয়ে ফেলেছে' । শমীক ভটাচার্য তো বলেই দিলেন, "এখনও দিলীপ ঘোষ সহকর্মী।" তাঁর মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। বরং দলের বক্তব্য, কাঁথিতে শুভেন্দু অধিকারীর ধর্মীয় সম্মেলনে তাদের অনুমতি আছে। সেখানে কিন্তু যাননি দিলীপ ঘোষ। তাহলে কি সত্যি এবার ঘাসফুল শিবিরে মাথা গুঁজতে চলেছেন দিলীপ ঘোষ? এই প্রশ্নই এখন সর্বত্র ঘুরপাক খাচ্ছে।
ধনুকভাঙা পণেই গগনচুম্বী সাফল্য, ICSE-তে দুঃসাধ্য সংগ্রামে অসাধ্য সাধন! বাংলার কিশোরের এগল্প প্রেরণা দেবে