/indian-express-bangla/media/media_files/2025/04/30/VY2V4Gv0DW1d3kKy0XhM.jpg)
মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষ- ছবি-পার্থ পাল
Dilip Ghosh Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষ। উদ্বোধনের পর বিকেল সাড়ে ৫টা নাগাদ সস্ত্রীক জগন্নাথ দর্শনে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। এদিন বিকেলে স্ত্রী রিঙ্কুকে নিয়ে মন্দিরে প্রবেশ করেন রাজ্য বিজেপির দাপুটে নেতা। এদিকে বিজেপি নেতার জগন্নাথ ধাম পরিদর্শন নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে।
দিলীপ ঘোষের দীঘার জগন্নাথ ধামে যাওয়া নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, " ওনার ওখানে যাওয়াকে দল সমর্থন করেনা। দিলীপ দার ওখানে যাওয়াটা ব্যক্তিগত ব্যাপার। যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্দির ভাঙ্গা হয়েছে তখন উদ্বোধনী অনুষ্ঠানে ওখানে যাওয়া মানে আমার মনে হয় গোটা বিষয়টা ইগনোর করা। আমাদের অনেকের আমন্ত্রণ ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না। শুনেছি দিলীপ দার স্ত্রীকে আলাদাভাবে আমন্ত্রণ করা হয়েছিল।"
রাজ্য সরকারের আমন্ত্রণকে সম্মান জানিয়েই আজ উদ্বোধনের দিনই দীঘার ঐতিহাসিক জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন সস্ত্রীক দিলীপ। মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানান। দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন উদ্বোধনের দিন তিনি জগন্নাথ মন্দির পরিদর্শন করবেন। কথা রাখলেন তিনি। উলুবেড়িয়া থেকে সরাসরি স্ত্রী রিঙ্কুকে নিয়ে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জগন্নাথ মন্দিরে আসেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। ঘুরে দেখেন মন্দির চত্ত্বর। এরপরই সরাসরি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত আলাপচারিতাতেও দেখা দিয়েছে বিজেপির ডাকাবুকো নেতাকে।
দিঘায় জগন্নাথ ধামের দ্বারোদঘাটন, মমতার স্বপ্নের উদ্যোগ ঘিরে কেন এত প্রশ্ন বিরোধীদের?
একদিকে যখন হাইকোর্টের অনুমতিতে কাঁথিতে সনাতনী সমাবেশ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দির দর্শনে রাজ্য বিজেপির আরেক দাপুটে নেতা দিলীপ ঘোষ। এপ্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, " কোন ব্যক্তি কী করবেন, কী বলবেন বা বলবেন না তার কোন মন্তব্য আমি করব না। আমি একজনের মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম মমতা বন্দোপাধ্যায়"।
দীঘার জগন্নাথ মন্দিরে পা রাখলেও কাঁথিতে শুভেন্দুর সভা মাড়ালেন না দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে সাংদিকদের এক প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, "আমাকে তো সেখানে কেউ আমন্ত্রণ জানাননি। দিঘায় আমন্ত্রণ জানানো হয়েছে। শ্যামপুরেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই গিয়েছি।"তিনি আরও বলেন, "অক্ষয় তৃতীয়ায় অজস্র অনুষ্ঠান হয়। সব জায়গায় কি যাওয়া সম্ভব? আমি যেখানে আমন্ত্রণ পেয়েছি সেখানেই যাচ্ছি।"
দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির পরিদর্শন নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়েন নি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "একজন "ত্যাগী" থেকে কিভাবে "ভোগী" হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি। দিলীপ বাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন। কতটা নির্লজ্জ হলে এমন "আদর্শবান পুরুষ" হওয়া যায় তা চিন্তার বিষয়! বাংলার বিজেপির লজ্জা আপনি"। 'এক বালতি দুধ নষ্ট করার জন্য এক ফোঁটা চোনা যথেষ্ট!' সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতা কৌস্তভ বাগচীর।
ধনুকভাঙা পণেই গগনচুম্বী সাফল্য, ICSE-তে দুঃসাধ্য সংগ্রামে অসাধ্য সাধন! বাংলার কিশোরের এগল্প প্রেরণা দেবে