Kolkata Weather Update today:বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ, ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু কবে থেকে?

Kolkata Weather News Today 23 May 2025: বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তারই জেরে রাজ্যের জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে।

Kolkata Weather News Today 23 May 2025: বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তারই জেরে রাজ্যের জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Weather Update today 1 May 2025,কলকাতার আবহাওযার পূর্বাভাস,আজকের আবহাওয়া,আজকের আবহাওয়ার পূর্বাভাস

Rainfall Forecast: আজও একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

Ajker Kolkata Weather Today:বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ। তারই জেরে রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে আগামী দিন কয়েক কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এই সব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ মে নাগাদ বঙ্গোপসাগরে দানা বাঁধতে পারে একটি নিম্নচাপ। তারই জেরে ওই দিন থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে নিম্নচাপের জেরে ঝড় বৃষ্টি চলবে।

কলকাতার ওয়েদার আপডেট 

Advertisment

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। আগামী ২৭ মে নাগাদ বঙ্গোপসাগরে দানা বাঁধতে পারে ওই নিম্নচাপ। নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব পড়তে পারে মহানগরীতেও। বৃষ্টির পাশাপাশি ২৭ তারিখ থেকে কলকাতায় ঝোড়ো হাওয়া হইতে পারে।

আরও পড়ুন- ED Raid: কোটি-কোটি টাকার প্রতারণা, অতর্কিতে অভিযানে ED, বাজেয়াপ্ত একগুচ্ছ নথি

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-জলের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Jyoti Malhotra: পাকিস্তানের হয়ে চরবৃত্তি, ইউটিউবার জ্যোতির গতিবিধির পরতে পরতে লুকিয়ে গভীর রহস্য!

 আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

আজও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও আগামিকাল এবং পরশু দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

rain Bengal Weather Alipur weather Office Kolkata Weather