Kolkata Weather Update today:সাগরের নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে, প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়

Kolkata Weather News Today 24 May 2025: ধীরে ধীরে সাগরের নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। তারই জেরে আবারও টানা কয়েকদিন ঝড়-জলের সম্ভাবনা তৈরি হয়েছে জেলায়-জেলায়।

Kolkata Weather News Today 24 May 2025: ধীরে ধীরে সাগরের নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। তারই জেরে আবারও টানা কয়েকদিন ঝড়-জলের সম্ভাবনা তৈরি হয়েছে জেলায়-জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
আবহাওয়ার পূর্বাভাস,বৃষ্টিপাতের সতর্কতা,west bengal weather,আজ বাংলার আবহাওয়ার খবর,কলকাতার ওয়েদার আপডেট,আজকের কলকাতার আবহাওয়া,বজ্রবিদ্যুৎ, west bengal weather temprature, west bengal weather now, west bengal weather today,কলকাতা বৃষ্টি,কলকাতার তাপমাত্রা,Weather warning, আজকের আবহাওয়া পশ্চিমবঙ্গ,Alipur weather Office,IMD alert,আবহাওয়ার পূর্বাভাস, ajker weather west bengal,Kolkata Weather,পশ্চিমবঙ্গের তাপমাত্রা,বাংলার আবহাওয়ার পূর্বাভাস, bengal weather,বাংলার আবহাওয়া,Thunderstorm, Ajker Kolkata weather, kolkata weather,Heat wave alert, Kolkata weather 22 May,ঝড়-বৃষ্টি, পশ্চিমবঙ্গের আবহাওয়া, bengal weather forecast, current weather,weather,পশ্চিমবঙ্গ আবহাওয়া,South Bengal rainfall,weather forecast west bengal,Rain forecast

Rain forecast: জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস।

Ajker Kolkata Weather Today:সাগরের নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এখনও পর্যন্ত আবহাওয়াবিদদের যা ধারণা, তাতে আগামী ২৭ মে নাগাদ ওই নিম্নচাপ শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে চলেছে। তারই জেরে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? তারই লেটেস্ট আপডেট জানুন।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার কোথাওবা ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে। আজ শনিবার সকাল তেকে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় মেঘলা আকাশ। টানা বেশ কয়েকটি দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও মাঝারি কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তবে আগামী সপ্তাহের বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী সপ্তাহের বুধবার থেকে পরের তিনদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisment

আরও পড়ুন- Kolkata News Highlights:দীর্ঘ টানাপোড়েন শেষে ঘরে ফিরলেন পূর্ণম, বীরের সম্মানে জওয়ানকে বরণ

কলকাতার ওয়েদার আপডেট 

নিম্নচাপের জেরে শহর কলকাতাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার রাতেও মহানগরীর বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়েছে। তারই জেরে গরমের হাত থেকেও মিলেছে মুক্তি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিন কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন- Birbhum News: বাংলায় ঘাঁটি গেড়ে সাংঘাতিক নাশকতার ছক? ধৃত জেএমবি জঙ্গির বাংলাদেশ-পাকিস্তান যোগ

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই পর্বে আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে বৃষ্টিপাত চলবে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অফিস। কয়েকটি জেলাতেও ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

Kolkata Weather Bengal Weather Forecast Bengal Weather rain