Ajker Kolkata Weather Today:সাগরের নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এখনও পর্যন্ত আবহাওয়াবিদদের যা ধারণা, তাতে আগামী ২৭ মে নাগাদ ওই নিম্নচাপ শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে চলেছে। তারই জেরে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? তারই লেটেস্ট আপডেট জানুন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার কোথাওবা ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে। আজ শনিবার সকাল তেকে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় মেঘলা আকাশ। টানা বেশ কয়েকটি দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও মাঝারি কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তবে আগামী সপ্তাহের বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী সপ্তাহের বুধবার থেকে পরের তিনদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- Kolkata News Highlights:দীর্ঘ টানাপোড়েন শেষে ঘরে ফিরলেন পূর্ণম, বীরের সম্মানে জওয়ানকে বরণ
কলকাতার ওয়েদার আপডেট
নিম্নচাপের জেরে শহর কলকাতাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার রাতেও মহানগরীর বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়েছে। তারই জেরে গরমের হাত থেকেও মিলেছে মুক্তি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিন কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- Birbhum News: বাংলায় ঘাঁটি গেড়ে সাংঘাতিক নাশকতার ছক? ধৃত জেএমবি জঙ্গির বাংলাদেশ-পাকিস্তান যোগ
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই পর্বে আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে বৃষ্টিপাত চলবে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অফিস। কয়েকটি জেলাতেও ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।