Kolkata Weather Update today: নিম্নচাপ তৈরি হতে পারে আজই, ভারী বৃষ্টির পূর্বাভাস, বর্ষা নিয়ে বড় আপডেট

Kolkata Weather News Today 27 May 2025: বঙ্গোপসাগরে আজই তৈরি হতে পারে নিম্নচাপ। তারই জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।

Kolkata Weather News Today 27 May 2025: বঙ্গোপসাগরে আজই তৈরি হতে পারে নিম্নচাপ। তারই জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather update, chances of light rain in several district: আবহাওয়ার পূর্বাভাস, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Rainfall Forecast: বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়।

Ajker Kolkata Weather Today: আর দিন কয়েকের মধ্যেই বাংলায় পাকাপাকিভাবে ঢুকে পড়ছে বর্ষা। তার আগে আজ এবং আগামীকাল বুধবার নিম্নচাপের জেরে জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টির সঙ্গেই দোসর হবে ঝোড়ো হাওয়া। সবমিলিয়ে প্রাক-বর্ষার ভরপুর আমেজ মিলতে শুরু করেছে রাজ্যজুড়েই। চলতি সপ্তাহে কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

ভারী বৃষ্টির সম্ভাবনা

Advertisment

আজ মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। সেটা হলে আগামীকাল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস উপকূলের জেলাগুলিতে। বুধবার থেকে শুরু করে আগামী শুক্রবার পর্যন্ত দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের জেরে। 
আর এই নিম্নচাপের হাত ধরেই বঙ্গে এবার সময়ের আগে ঢুকে পড়তে পারে বর্ষাকাল। উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা 

নিম্নচাপ তৈরি হলে সমুদ্র উত্তাল হবে। প্রবল দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই আগাম সতর্কতা হিসেবে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার থেকে সমুদ্রের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। সেই কারণেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের দিন কয়েক সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  

Advertisment

আরও পড়ুন- Mamata Banerjee: 'কথার ভুল হলে ধরবে না', ইন্দ্রনীল, ইমনদের বলেই নজরুল জয়ন্তীতে গান ধরলেন মমতা

বর্ষা ঢুকছে কবে?

এই বছর সময়ের আগেই দেশের একাধিক রাজ্যে ঢুকেছে বর্ষা। কেরল, মহারাষ্ট্রে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। নিম্নচাপের জেরে বাংলাতেও বর্ষার আগমন একটু আগেই হতে পারে। সবকিছু ঠিকঠাক চললে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই পশ্চিমবঙ্গেও ঢুকে যেতে পারে বর্ষা। উত্তরবঙ্গ দিয়ে ঢুকে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। এই মুহূর্তে বর্ষার সব রকম অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন- Malda Shootout: মালদায় ফের রোমহর্ষক শুটআউট! এলোপাথাড়ি গুলি যুবককে...

rain Alipore Weather Office Bengal Weather Forecast Kolkata Weather