/indian-express-bangla/media/media_files/2025/05/26/ZoMuXoFTtaRHyloXplzu.jpg)
Malda shootout: গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
Malda gunfire incident 2025: মালদায় ফের শুটআউট (Shootout)। কালিয়াচকের লিচুবাগান থেকে রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় যুবককে উদ্ধার করা হয়। কালিয়াচক থানার মোজমপুর এলাকার ঘটনা। করিম খান নামে ওই যুবকের শারীরিক পরিস্থিতি বর্তমানে আশঙ্কাজনক। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশেই লিচু বাগানে ছিলেন ওই যুবক। রবিবার রাত ১০টা নাগাদ পরিবারের সদস্যরা খবর পান করিম খানকে কেউ বা কারা গুলি করেছে। এরপর পরিবারের সদস্যরা লিচু বাগানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে করিম। এরপরই তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কে বা কারা করিম শেখকে গুলি করেছে কিছুই বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। প্রতিবেশীরা জানাচ্ছেন, কালিয়াচকের মোজমপুর কয়েক মাস ধরে অশান্ত ছিল। আবারও নতুন করে এলাকায় অশান্তি শুরু হয়েছে।
গত ১ বছরে মালদায় শুটআউটের একাধিক ঘটনা ঘটেছে। একাধিক ক্ষেত্রে ঘটেছে প্রাণহানি। যা ঘিরে গোটা জেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি বারবার প্রশ্নের মুখে পড়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মালদা জেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশও বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ করেছে। তবে কিছুতেই যে এমন ঘটনা এড়ানো যাচ্ছে না, নতুন করে এই শুটআউটের ঘটনা সেটাই প্রমাণ করেছে।
যদিও এখনও পর্যন্ত এই শুটআউটের কারণ নিয়ে ধন্দ রয়েছে। কে বা কারা ওই যুবককে লক্ষ্য করে গুলি চালালো তা এখনও স্পষ্ট হয়নি। বর্তমানে ওই যুবকের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জখম যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে দফায় দফায় কথা হয়েছে তদন্তকারীদের। সেই সঙ্গে এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।