Mamata Banerjee:নজরুল জয়ন্তী উপলক্ষে রবীন্দ্র সদনে আয়োজিত সরকারি অনুষ্ঠানে হঠাৎই আজ পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে ফেরার পথে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পৌঁছতেই মন্ত্রী ইন্দ্রনীল সেন মমতা বন্দ্যোপাধ্যায় কে একটি গান গাইতে অনুরোধ জানান। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী।
কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি ভবন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি! চূড়ান্ত সতর্কতা
' নয়ন ভরা জল গো তোমার ', নিজের গলায় এই গানটি এদিন গেয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, " আমি তো সময় পাই না, প্র্যাকটিসও করি না,চর্চাও করি না। সকাল থেকে ফাইল ঘাটতে ঘাটতে গলা দিয়ে সুর বেরোনো মুশকিল হয়ে যায়। এখানে রূপঙ্কর, মনোময়, রাঘব,ইমন,ডোনা সবাই বসে আছে । ওদের বসিয়ে রেখে আমার গান করাটা শোভা পায় না।" এরপরেই মুখ্যমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, " দেখো আমার কিন্তু কথার ভুল ধরবেনা। আমার কাছে কাগজ নেই। ছোটবেলায় রেডিওতে যা শুনতাম সেভাবেই শিখেছি। "
'রিভিউ পিটিশনের খসড়া তৈরি', চাকরিহারাদের জানিয়েছে রাজ্য
মন্ত্রী তথা সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন এদিন 'নয়ন ভরা জল গো তোমার' গানটি গাওয়ার কয়েক মুহূর্ত পরেই মুখ্যমন্ত্রী তার ভুল ধরিয়ে দেন। গানের সুরের ভুল ইন্দ্রনীলকে বুঝিয়ে বলেন মুখ্যমন্ত্রী।
সব মিলিয়ে নজরুল জয়ন্তী অনুষ্ঠানে এদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ছিল নজরকাড়া। তার স্বল্প সময়ের উপস্থিতি অনুষ্ঠানকে যেন আরো বেশি প্রাণবন্ত করে তুলেছিল।