/indian-express-bangla/media/media_files/2025/06/28/rain-2025-06-28-07-54-22.jpg)
West Bengal Weather Forecast: বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়।
West Bengal weather forecast:নতুন করে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তারই জেরে রবিবার থেকে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বৃষ্টির এই পর্ব শুরু হয়ে গিয়েছে আজ থেকেই। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী কয়েকদিন তেড়ে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা কোথাও মাঝারি কোথাও ঝিরঝিরে বৃষ্টি চলছে। বিক্ষিপ্তভাবে আজ দিনভর এই বৃষ্টি চলবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আজ থেকে শুরু করে জুলাই মাসের তিন তারিখ পর্যন্ত দফায় দফায় এই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এমনকী পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা হয়েছে হুগলি জেলাতেও। মোটের উপর আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায়-জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার ওয়েদার আপডেট
শনিবার সকাল থেকে বৃষ্টি তিলোত্তমা মহানগরীতেও। কলকাতা শহরেও আজ দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার শহর কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
উত্তরবঙ্গের ওয়েদার আপডেট
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও দফায় দফায় হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পঙের পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও।