/indian-express-bangla/media/media_files/2025/04/30/S6MTzqk8UzMblBgGHbuV.jpg)
Kolkata Weather News Today: বিকেল পড়তেই আবহাওয়ার বিরাট বদল? প্রবল বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?
Ajker Kolkata Weather Today: ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিন ধরেই রাজ্যের দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-জল চলছে বিক্ষিপ্তভাবে। এমন পরিস্থিতিতে আজ রবিবার বিকেলের পর দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ঝড় বৃষ্টির পুর্বাভাস দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এমন পরিস্থিতি। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
মাধ্যমিকে দারুণ ফল, কয়েকঘন্টার মধ্যেই বাড়ির কাছে মেধাবী ছাত্রের নিথর দেহ উদ্ধার, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
আজও রাজ্যের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। তুমুল ঝড়-জলের পূর্বাভাস জেলায়-জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেলের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায়।
'মমতা জগন্নাথ ধামের নামে নিমকাঠটাও চুরি করাল', বিতর্কের মাঝেই 'বিস্ফোরক' শুভেন্দু
শহর কলকাতাতেও রবিবার বিকেলে রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আজ বিকেলের দিকে ঝড় জল হতে পারে তিলোত্তমা মহানগরীর বিভিন্ন এলাকায়। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টির জেরে কলকাতা শহরে তাপমাত্রাও খানিকটা নেমেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আপাতত দিন কয়েক এমনই পরিস্থিতি থাকবে।
হুগলি থেকে গ্রেফতার পাক মহিলা, কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে ৪৫ বছর ধরে অবৈধ বসবাস, উঠছে প্রশ্ন
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়াও আগামী দিন চারেক একই রকম থাকবে বলে মনে করা হচ্ছে। মোটের উপর আগামী দিন পাঁচেক রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us