Kolkata Weather Update today:বিকেলেই আছড়ে পড়বে কালবৈশাখী! প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজও

Kolkata Weather News Today 5 May 2025: গত কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জেলায় ঝড়-জলের পালা চলছে দফায়। এই পরিস্থিতি চলবে কতদিন? ফের জ্বালাপোড়া গরম কি দুয়ারেই?

Kolkata Weather News Today 5 May 2025: গত কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জেলায় ঝড়-জলের পালা চলছে দফায়। এই পরিস্থিতি চলবে কতদিন? ফের জ্বালাপোড়া গরম কি দুয়ারেই?

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

Bengal Weather Update: ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস।

Ajker Kolkata Weather Today:আজ বিকেলেও ঝড়-বৃষ্টির জোরালো পূর্বাভাস জেলায়-জেলায়। উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের সম্ভাবনা সর্বত্র। আগামী কয়েকদিনে গরম কিছুটা বাড়লেও দফায়-দফায় ঝড়-বৃষ্টি চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। ঝড়-জলের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী আরও কয়েকদিন ঝড়-বৃষ্টির এই পালা চলবে। সোমবার দিনভর গরমের অনুভূতি থাকলেও বিকেলের পর আছড়ে পরতে পারে কালবৈশাখী (Kalbaisakhi) ঝড়। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা পর্যন্ত রয়েছে। দিনে গরমের অস্বস্তি সন্ধ্যার ঝড়-জলে মিটে যাবে বলে মনে করছে হাওয়া অফিস। আগামী ৮ মে-র পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা পর্যন্ত রয়েছে।

কলকাতার ওয়েদার আপডেট 

Advertisment

গরম বাড়বে কলকাতা শহরেও। আগামী কয়েকদিনে মহানগরীর তাপমাত্রাও কয়েক ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে আজ সন্ধেতেই শহর কলকাতাতেও ঝড়-জলের সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড়ের দাপট দেখা যেতে পারে মহানগরীতেও। দিনের গরম থেকে সন্ধেয় মিলতে পারে স্বস্তি। 

আরও পড়ুন- Digha Jagannath Dham: ভক্তির জোয়ারে ভাসছে সৈকত নগরী, রবিবারে ভক্তদের ঢল নামল দীঘা জগন্নাথ মন্দিরে

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষভাগ পর্যন্ত উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন- Success Story: বাবা ফেরিওয়ালা, রাজমিস্ত্রির কাজ করে মাধ্যমিকে তাক লাগানো ফল, ভবিষ্যতের লক্ষ্য জানলে গর্ব হবে

বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। আপাতত দিন কয়েকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

weather Kolkata Weather Bengal Weather Forecast rain