/indian-express-bangla/media/media_files/2025/08/02/modi-trump-2025-08-02-15-16-19.jpg)
Narendra Modi-Donald Trump: নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন। নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আলোচনায় উঠল বাণিজ্য ও পাকিস্তান প্রসঙ্গ।
মঙ্গলবার দীপাবলির দিন হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দিওয়ালি উদযাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথাও বলেছেন। যেখানে দুই নেতা দু'দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক ও পাকিস্তান-ভারত সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
আরও পড়ুন- ফের সাগরে ফণা তুলছে গভীর নিন্মচাপ, কলকাতাতে ঘূর্ণিঝড়? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট
হোয়াইট হাউসের দীপাবলি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, “ভারতের জনগণকে দীপাবলির এই শুভক্ষণে আমার উষ্ণ শুভেচ্ছা। আজই আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। দারুণ আলোচনা হয়েছে আমাদের মধ্যে। আমরা বাণিজ্য নিয়ে আলোচনা করেছি... তিনি সে বিষয়ে বেশ আগ্রহী। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে শান্তি বজায় রাখার বিষয়েও আমরা কথা বলেছি।”
Thank you, President Trump, for your phone call and warm Diwali greetings. On this festival of lights, may our two great democracies continue to illuminate the world with hope and stand united against terrorism in all its forms.@realDonaldTrump@POTUS
— Narendra Modi (@narendramodi) October 22, 2025
ট্রাম্প আরও বলেন, “আমি তাঁকে বলেছি— কোনও যুদ্ধ না হোক। আমরা বাণিজ্য নিয়ে আলোচনা করছি...বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নেই—এটা দারুণ বিষয়। মোদি একজন অসাধারণ ব্যক্তি, এবং গত কয়েক বছরে তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন।”
আরও পড়ুন- তোলপাড় রাজ্য! কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি হাসপাতালেই, কে গ্রেফতার জানেন?
তবে ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে, মূলত রাশিয়া থেকে তেল আমদানির কারণেই মার্কিন প্রেসিডেন্টের রোষানলের মুখে ভারত। এর ফলে চলতি বছরে ভারতের উপর মোট মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
এদিকে চিনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “১লা নভেম্বর থেকে চিনা পণ্যের উপর প্রায় ১৫৫% শুল্ক আরোপ করা হবে।”মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, “আমরা গোটা বিশ্বে শান্তি স্থাপন করছি। বহু দেশ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে, যা আগে কেউ কল্পনাও করেনি। হামাসের পরিস্থিতিও নিয়ন্ত্রণে। আমরা তাদের সুযোগ দিচ্ছি, কিন্তু যদি তারা চুক্তি মানে না, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখন মধ্যপ্রাচ্যে এমন এক সময় চলছে, যখন একে অপরের শত্রু দেশগুলোও বন্ধুত্বের পথে এগোচ্ছে।” ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, “বিশ্বজুড়ে এখন সম্পূর্ণ শান্তি ও সহযোগিতার পরিবেশ তৈরি হচ্ছে—যা আগে কখনও দেখা যায়নি।”
আরও পড়ুন- তৃণমূলের প্রবল আপত্তি উড়িয়ে বাংলায় কার্যকর হওয়ার পথে SIR, দিল্লিতে জরুরি বৈঠকে কমিশন
এদিকে ট্রাম্পের এই বক্তব্যের পর প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে ধন্যবাদ জানালেন। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, “আমাদের গণতন্ত্র বিশ্বকে আলোকিত করুক”
বুধবার তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (পূর্বে টুইটার)–এ এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দীপাবলির শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার ফোন কল ও উষ্ণ দীপাবলির শুভেচ্ছার জন্য ধন্যবাদ। এই আলোর উৎসবে, আমাদের দুই মহান গণতন্ত্র যেন বিশ্বকে আশা দিয়ে আলোকিত করে এবং সকল ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে একত্রিত থাকে।”
আরও পড়ুন- তীব্র কম্পন, দুলে উঠল পৃথিবী, ভারত সহ একাধিক দেশে কম্পন, চরম আতঙ্কে হুলস্থূল
ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে “মহান ব্যক্তি” এবং “মহান বন্ধু” হিসেবে উল্লেখ করেছেন। হোয়াইট হাউসের দীপাবলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র মার্কিন কর্মকর্তারা, কূটনীতিকরা এবং ইন্দো-আমেরিকান সম্প্রদায়ের সদস্যরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us