West Bengal Weather Update: ফের সাগরে ফণা তুলছে গভীর নিন্মচাপ, কলকাতাতে ঘূর্ণিঝড়? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

West Bengal Weather Forecast 22 October, 2025: বুধের সকাল থেকে একাধিক জেলায় রোদ ঝলমলে আকাশ। তবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। শীত পড়বে কবে থেকে? ভাইফোঁটার দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

West Bengal Weather Forecast 22 October, 2025: বুধের সকাল থেকে একাধিক জেলায় রোদ ঝলমলে আকাশ। তবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। শীত পড়বে কবে থেকে? ভাইফোঁটার দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Rain 5

তুমুল বৃষ্টিপাতে ভাসবে কলকাতা সহ গোটা রাজ্য?

Kolkata Weather Update: কালীপুজো মিটতেই ফের নিন্মচাপের ভ্রুকুটি। সপ্তাহান্তে রাজ্যে বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisment

বঙ্গোপসাগরের বুকে ফের নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর জেরে রাজ্যের একাধিক জেলায় সপ্তাহান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত সাত দিনের পূর্বাভাসে বলা হয়েছে, "২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে সমগ্র বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের তুলনায় বেশি। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বৃষ্টির পরিমাণ নির্ভর করছে বঙ্গোপসাগরের নিম্নচাপ কতটা শক্তিশালী হয় তার উপর।”

Advertisment

আরও পড়ুন-এক বাঙালি ছেলের এই গল্প যেন হার মানাবে হলিউডের ব্লকবাস্টার চিত্রনাট্যকেও!

অন্যদিকে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ওড়িশা প্রশাসন ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। ওড়িশার একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি হয়েছে, উপকূলবর্তী এলাকায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সারা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ও দমকা হাওয়া বইতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার থেকেই উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে, আর শনিবার থেকে তার প্রভাব দেখা দেবে কলকাতাতেও। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির পার্বত্য অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই।

আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটার দিন রাজ্যে বৃষ্টির আশঙ্কা নেই।  আকাশ থাকবে রোদঝলমলে। এরপর সপ্তাহান্তে পরিস্থিতির কিছুটা বদল হতে পারে।”

আরও পড়ুন-নৈহাটির বড়মার মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুজো দেওয়ার সঙ্গেই সারলেন জনসংযোগ

দার্জিলিং, কালিম্পং, ও জলপাইগুড়িতে আগামী কয়েকদিন কুয়াশা বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।  এর আগে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (Southwest Monsoon) চলতি মাসের শুরুতেই রাজ্য থেকে সম্পূর্ণভাবে বিদায় নিয়েছে। সাধারণত ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে কলকাতা থেকে বর্ষা বিদায় নেয়, এবছরও সেই নিয়মে বর্ষার অবসান ঘটেছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ২ দিনের মধ্যে আন্দামান সাগরে  একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয়, তার সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে তামিলনাড়ুর উপকূলে। তবে এর প্রভাবে আগামী সপ্তাহে ফের একবার বাংলার জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-কালীপুজোয় কলকাতায় নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার, ১৮৩ জন গ্রেফতার

বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে তৈরি হওয়া নিম্নচাপ মঙ্গলবার ক্রমশ শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া দপ্তরের মতে, নিন্মচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার দুপুরের মধ্যে দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটিতে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া দপ্তরের (IMD)। বুলেটিনে বলা হয়েছে, “এই নিন্মচাপটি আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে।”আবহবিদদের মতে, টানা শক্তিবৃদ্ধির ফলে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের (Cyclone) রূপ নিতে পারে।

কলকাতায় প্রভাব কম

আবহাওয়া দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “এই নিন্মচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণতও হয়, তবুও বঙ্গে  এর বড় কোনও প্রভাব পড়বে না। আগামী পাঁচ দিনে রাজ্যের জন্য কোনও সতর্কবার্তা জারি করা হয়নি।”তবে ২৪ থেকে ২৭ অক্টোবরের মধ্যে কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আজ বুধবারও তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। 

আরও পড়ুন-আরজিকর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্যমৃত্যু, নতুন জটে পুলিশ

IMD Kolkata IMD