Kolkata Puja Awards:'কলকাতাশ্রী ২০২৫': উত্তর না দক্ষিণ! দুর্গাপুজোয় 'সেরার সেরা'র লড়াইকে কে কাকে টেক্কা দিল?

Kolkata Durga Puja 2025: কলকাতার উত্তর থেকে দক্ষিণ, থিম বনাম সাবেকিয়ানা, সেরার পুজোর তালিকায় কারা?

Kolkata Durga Puja 2025: কলকাতার উত্তর থেকে দক্ষিণ, থিম বনাম সাবেকিয়ানা, সেরার পুজোর তালিকায় কারা?

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Durga Puja 2025,  Kolkata Puja Awards,  Best Puja 2025,  Shree Awards  ,Best Idol Kolkata,  Best Theme Puja  ,Best Decoration,  Eco-friendly Puja,  Community Welfare Puja  ,North vs South Kolkata,কলকাতাশ্রী ২০২৫,  দুর্গাপুজো পুরস্কার,  সেরা পুজো মণ্ডপ  ,সেরা প্রতিমা,  সেরা বিষয়  ,সেরা আলোকসজ্জা,  পরিবেশবান্ধব পুজো  ,সমাজকল্যাণ পুজো,  উত্তর বনাম দক্ষিণ কলকাতা  ,কলকাতা দুর্গাপুজো

Durga Puja 2025: কলকাতার নজরকাড়া কিছু পুজোমণ্ডপ ও প্রতিমা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

Best Puja 2025:কলকাতা পুরসভা প্রতিবছরের মতোই এবারও বেছে নিল মহানগরীর সেরা দুর্গাপুজো মণ্ডপগুলিকে। সোমবার মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করলেন এবছরের পুরস্কারপ্রাপ্তদের নাম। মোট ৯টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে— সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা বিষয়, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশ, শিল্পে উৎকর্ষ, পরিবেশবান্ধব পুজো, সমাজকল্যাণ এবং সেরার সেরা সম্মান।

Advertisment

সেরার সেরা

এবার সেরার সেরা কলকাতাশ্রী ২০২৫-এর শিরোপা উঠেছে কেন্দুয়া শান্তি সংঘ-এর মাথায়। পাশাপাশি কলকাতাশ্রী পুরস্কার জিতেছে পূর্বাচল শক্তি সংঘ, সুরুচি সংঘ এবং টালা প্রত্যয়।

সেরা পুজো

এই বিভাগে জয়ী হয়েছে বালিগঞ্জ কালচারাল, বেহালা নতুন দল, কাশীবোস লেন এবং আলিপুর সর্বজনীন।

Advertisment

আরও পড়ুন- Durga Puja 2025 Weather: ফের নিম্নচাপের চোখরাঙানি! তুমুল বৃষ্টির সম্ভাবনা! সপ্তমীর দুপুর গড়ালেই আবহাওয়ায় বড় বদল?

সেরা প্রতিমা

উত্তর কলকাতার নলীন সরকার স্ট্রিট ও দক্ষিণ কলকাতার গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব সমানভাবে সেরা প্রতিমার সম্মান ভাগ করে নিয়েছে। পুরস্কার পেয়েছে আরও দু’টি মণ্ডপ— অশোকনগর সর্বজনীন এবং খিদিরপুরের ৭৪ পল্লী সর্বজনীন।

সেরা বিষয়

এই বিভাগে সেরার শিরোপা জিতেছে নেতাজি নগর নাগরিকবৃন্দ, বেহালা ফ্রেন্ডস এবং বরিশা ক্লাব।

আরও পড়ুন-West Bengal News Live Updates:প্রাণের উৎসবের আনন্দে মাতোয়ারা শহর থেকে জেলা, সপ্তমীর রাতেই ভেঙে যেতে পারে অনেক রেকর্ডই!

শিল্পে উৎকর্ষ

পুরস্কার পেয়েছে শিকদার বাগান, হাতিবাগান সর্বজনীন, প্রতাপাদিত্য পার্ক এবং ঠাকুরপুকুর এসবি পার্ক।

সেরা আলোকসজ্জা

পুরস্কৃত হয়েছে রাজডাঙা নবো উদয় সংঘ, মুদিয়ালী ক্লাব, টালা বারোয়ারি এবং সমাজসেবী সংঘ।

আরও পড়ুন-অনাথ আশ্রমের আবাসিকদের দেবতা জ্ঞানে পুজো, দুর্গাপুজোয় নজির রাজ্যের ডাকাবুকো মন্ত্রীর

সেরা পরিবেশবান্ধব পুজো

এই বিভাগে সম্মান জিতেছে চালতাবাগান সর্বজনীন, এন্টালি ১৪ পল্লী, বেহালা ক্লাব এবং অজেয় সংহতি।

সেরা সমাজকল্যাণ

সমাজকল্যাণে অগ্রণী ভূমিকার জন্য পুরস্কৃত হয়েছে বেলেঘাটা ৩৩ পল্লী, ৪১ পল্লী কালীঘাট মিলন সংঘ এবং বাদামতলা আষাঢ় সংঘ।

এবারও উত্তর বনাম দক্ষিণ কলকাতার লড়াই বেশ টানটান। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী মণ্ডপ যেমন শিকদারবাগান, চালতাবাগান বা টালা প্রত্যয় পুরস্কার ঘরে তুলেছে, তেমনই দক্ষিণ কলকাতার বালিগঞ্জ কালচারাল, সুরুচি সংঘ, বরিশা ক্লাব ও বেহালার একাধিক মণ্ডপও নিজেদের স্বকীয়তায় দর্শকদের মন জয় করেছে।

Bengali News Today kolkata Durga Puja 2025