BJP VS TMC: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ফের শক্তি বৃদ্ধি করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের স্থানীয় নেতৃত্ব ও জেলা সভাপতির কার্যকলাপ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষে বিজেপি ত্যাগ করলেন প্রায় দেড় হাজার কর্মী ও সমর্থক। শনিবার গোপালগঞ্জে আয়োজিত কর্মীসভায় তৃণমূলে যোগ দেন তারা।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যজুড়ে উন্নয়নমূলক কাজ এবং বাঙলা ও বাঙালির স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে অনুপ্রাণিত হয়েই এই কর্মীরা শাসকদলে যোগ দিয়েছেন। বিজেপি ছেড়ে আসা কানাই মণ্ডল অভিযোগ করেন, “বিজেপির রাজনীতি নোংরা হয়ে উঠেছে। কোনও সমস্যা বা বিপদ হলে নেতারা ফোন সুইচ অফ করে দেন। জেলা সভাপতির ভূমিকাতেও ক্ষোভ রয়েছে। রাজ্য নেতৃত্বকে জানালেও কোনও সুরাহা হয়নি।” অন্য এক প্রাক্তন বিজেপি কর্মী অনন্ত দাস বলেন, “কুলতলিতে উন্নয়ন হচ্ছে, কিন্তু বিজেপিতে থেকে এলাকার কোনও উন্নয়ন হয়নি।”
একই মত প্রকাশ করেছেন গৌরহরি হালদার, যিনি উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান। কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল দাবি করেছেন, “গোপালগঞ্জের সভায় দেড় হাজার মানুষ বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিয়েছেন।”অন্যদিকে, বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্কর জানিয়েছেন, “বিজেপির কেউ দল ছাড়েনি, তাই নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চান না ৷