BJP VS TMC: নবান্ন অভিযানের পর কী এমন হল? বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ হাজার হাজার নেতা-কর্মীর

BJP VS TMC: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ফের শক্তি বৃদ্ধি করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

BJP VS TMC: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ফের শক্তি বৃদ্ধি করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

author-image
Mina Mondal
New Update
তৃণমূল নেতা খুন | TMC leader killed   গোষ্ঠীদ্বন্দ্ব | TMC factional feud   ২১ জুলাই শহিদ দিবস | 21 July Shahid Diwas   ভরতপুর খুন | Bharatpur TMC murder   রাকিব শেখ কাকদ্বীপ | Rakib Sheikh Kakdwip   রাজ্জাক খান ভাঙড় | Razzak Khan Bhangar murder   মালদা খুন তৃণমূল | Malda TMC killing   বাবলা সরকার হত্যা | Babla Sarkar murder   নরেন্দ্রনাথ তেওয়ারি গ্রেফতার | Narendra Nath Tiwari arrested   বীরভূম বোমা হামলা | Birbhum bomb attack   বাইতুল্লা শেখ খুন | Baitulla Sheikh killed   পীযুষ ঘোষ সাঁইথিয়া | Piyush Ghosh Saithia murder   চৈতালি সরকার মন্তব্য | Chaitali Sarkar on TMC murder   বিধানসভা নির্বাচন ২০২৬ | West Bengal Assembly Election 2026   বিজেপির প্রতিক্রিয়া | BJP reaction on TMC murders   তৃণমূলের গোষ্ঠীকোন্দল | TMC internal conflict

২৬ এর ভোটের আগে শক্তি বাড়ালও TMC

BJP VS TMC: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ফের শক্তি বৃদ্ধি করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের স্থানীয় নেতৃত্ব ও জেলা সভাপতির কার্যকলাপ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষে বিজেপি ত্যাগ করলেন প্রায় দেড় হাজার কর্মী ও সমর্থক। শনিবার গোপালগঞ্জে আয়োজিত কর্মীসভায় তৃণমূলে যোগ দেন তারা।

Advertisment

আরও পড়ুন- খাস কলকাতায় তৃণমূল নেতা খুনে নয়া মোড়, পুলিশের হাতে গ্রেফতার 'লাদেন'

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যজুড়ে উন্নয়নমূলক কাজ এবং বাঙলা ও বাঙালির স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে অনুপ্রাণিত হয়েই এই কর্মীরা শাসকদলে যোগ দিয়েছেন। বিজেপি ছেড়ে আসা কানাই মণ্ডল অভিযোগ করেন, “বিজেপির রাজনীতি নোংরা হয়ে উঠেছে। কোনও সমস্যা বা বিপদ হলে নেতারা ফোন সুইচ অফ করে দেন। জেলা সভাপতির ভূমিকাতেও ক্ষোভ রয়েছে। রাজ্য নেতৃত্বকে জানালেও কোনও সুরাহা হয়নি।” অন্য এক প্রাক্তন বিজেপি কর্মী অনন্ত দাস বলেন, “কুলতলিতে উন্নয়ন হচ্ছে, কিন্তু বিজেপিতে থেকে এলাকার কোনও উন্নয়ন হয়নি।”

Advertisment

আরও পড়ুন-বাংলায় ফের বুক কাঁপানো দুর্ঘটনা, মৃত্যুমিছিলে হাহাকার, হাসপাতালে বুক ফাটা আর্তনাদ, জখম বহু

একই মত প্রকাশ করেছেন গৌরহরি হালদার, যিনি উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান। কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল দাবি করেছেন, “গোপালগঞ্জের সভায় দেড় হাজার মানুষ বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিয়েছেন।”অন্যদিকে, বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্কর জানিয়েছেন, “বিজেপির কেউ দল ছাড়েনি, তাই নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চান না ৷ 

tmc bjp