Bengal Road Accident: বাংলায় ফের বুক কাঁপানো দুর্ঘটনা, মৃত্যুমিছিলে হাহাকার, হাসপাতালে বুক ফাটা আর্তনাদ, জখম বহু

Bengal Horror: ঘটনার অভিঘাতে বাকরুদ্ধ হয়ে পড়েন এলাকার মানুষজন। কিছু বুঝে ওঠার আগেই তিন জনের মৃত্যু হয় স্থানীয় সূত্রে খবর। আহত কমপক্ষে ডজন খানেক।

Bengal Horror: ঘটনার অভিঘাতে বাকরুদ্ধ হয়ে পড়েন এলাকার মানুষজন। কিছু বুঝে ওঠার আগেই তিন জনের মৃত্যু হয় স্থানীয় সূত্রে খবর। আহত কমপক্ষে ডজন খানেক।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

পাঁশকুড়ায় দুর্ঘটনা

Bengal Horror:  বাংলার বুকে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা। মৃত্যু মিছিলে হাহাকার। হাসপাতালে ভরতি জখম একাধিক। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত হুলস্থূল পড়ে যায়। জানা গিয়েছে একটি দ্রুত গতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা একাধিক দোকানে ধাক্কা মারে। ঘটনার অভিঘাতে বাকরুদ্ধ হয়ে পড়েন এলাকার মানুষজন। কিছু বুঝে ওঠার আগেই তিন জনের মৃত্যু হয় স্থানীয় সূত্রে খবর। আহত কমপক্ষে ডজন খানেক।

Advertisment

মন্দিরে ভয়াবহ আগুন, ঝলসে গেলেন ৭ পূণ্যার্থী, তুমুল চাঞ্চল্য

মৃত্যুপুরী পাঁশকুড়া! ৬ নম্বর জাতীয় সড়কের শনিবার (৯ আগস্ট) রাতে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। রাত প্রায় ৯টা ৪০ মিনিট নাগাদ খড়গপুরগামী একটি ১৬ চাকার মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একাধিক খাবারের দোকানের উপর উঠে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, চার-পাঁচটি দোকান মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় এবং সেখানে থাকা বহু মানুষ আহত হন। ঘটনায় অন্তত ৩’জনের মৃত্যু হয়েছে, যদিও মৃতের আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। আহতের সংখ্যা ১০-এর বেশি বলে স্থানীয়দের দাবি।

Advertisment

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটির গতি অত্যন্ত বেশি ছিল। ফলে চালক ব্রেক করার সুযোগ পাননি। ধাক্কার জেরে দোকানগুলি মুহূর্তে গুঁড়িয়ে যায়, দোকানের কর্মী ও ক্রেতারা ট্রাকের চাকায় পিষ্ট হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় একটি স্টেশনারি দোকান, একটি পান স্টল,একটি মিষ্টির দোকান সম্পূর্ণভাবে মাটিতে মিশে যায়।

খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ক্রেন দিয়ে ঘাতক ট্রাক সরিয়ে ধ্বংসস্তূপ থেকে রাতেই দু’জনের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকের চালক ও খালাসি দু’জনেই মদ্যপ ছিলেন। পুলিশ তাদের আটক করেছে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার প্রস্তুতি নিচ্ছে।

দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাতের বেলায় অতিরিক্ত পুলিশি নজরদারির দাবি তুলেছেন।

বিরাট বিপাকে হেভিওয়েট বিজেপি বিধায়ক, নবান্ন অভিযানে পুলিশকে হুমকি কাণ্ডে FIR দায়ের

Road Accident