/indian-express-bangla/media/media_files/2025/10/06/kultali-2025-10-06-11-02-56.jpg)
Kultali Police Station: কুলতলী থানা।
South 24 Parganas News: রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার কুলতুলির বৃন্দাবন খেয়া মোড়ে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন তৃণমূল কর্মী সেলিম খাঁ (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিমের একটি চায়ের দোকান রয়েছে ওই মোড়েই। সেদিনও তিনি প্রতিদিনের মতো দোকানে বসে ছিলেন।
ঘটনার সময় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এলাকায় অন্ধকার নেমে আসতেই সুযোগ নেয় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই চার রাউন্ড গুলি এবং তিনটি বোমা ছোঁড়া হয়। তার মধ্যে দুটি গুলি সেলিমের পিঠ ও গালে লাগে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দুষ্কৃতীরা একটি বাইকে দুজন করে এসেছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ অগ্নেয়াস্ত্র এবং একটি তাজা বোমা উদ্ধার করেছে। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষ দ্রুত ছুটে এসে সেলিমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে কারা এই হামলার পিছনে রয়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্ধকারের কারণে কেউ দুষ্কৃতীদের সঠিকভাবে দেখতে পারেনি, এমনই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় কুলতলী থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে। পুলিশ খতিয়ে দেখছে হামলার উদ্দেশ্য রাজনৈতিক অশান্তি নাকি ব্যক্তিগত শত্রুতা। এই আকস্মিক গুলি-কাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠছে।