/indian-express-bangla/media/media_files/2025/10/06/cats-2025-10-06-14-38-24.jpg)
দুর্গতদের পাশে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য
Darjeeling weather:বিপর্যস্ত উত্তরবঙ্গ। বন্যাকবলিত উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে ২৩ জনের। আজই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি এদিন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা এবং জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায় বন্যা বিধ্বস্ত স্থান পরিদর্শন করেন। কথা বলেন বন্যা দুর্গতদের সঙ্গে।
এবার বৃষ্টিতে ধ্বস বিধ্বস্ত নাগরাকাটায় গিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়তে হল মালদা উত্তরের BJP সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির BJP বিধায়ক শঙ্কর ঘোষকে। নাগরাকাটায় নজরবিহীন বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ-বিধায়করা। সাংসদের গাড়ি লক্ষ্য করে জুতো, ইট,পাথর-বৃষ্টি। শঙ্কর ঘোষকে ধাক্কা দেয় স্থানীয় বাসিন্দারা। ইটের গায়ে মাথা ফেটে যায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর।
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বন্যা পরিস্থিতি নিয়ে এবার কেন্দ্রকেই নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, "আমরা আর কত রাজ্যের জল সামলাব? বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে বাংলায়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে বাংলায় জল চলে আসছে। DVC ইচ্ছামতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে। ঝাখণ্ডকে বাঁচাচ্ছে, আমরা চাই ঝাড়খণ্ড বাঁচুক। বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। ডিভিসির মাইথন, পাঞ্চেতে জল রাখার ক্যাপাসিটি নেই। তাহলে ড্যাম রাখার দরকার কি? না থাকলেই ভালো হতো। পুরোটাই আমরা ফেস করছি। ভুটান, অসম থেকে জল ঢুকছে। ভুটান সরকার দুঃখ প্রকাশ করে আমাদের চিঠি দিয়েছে। আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম কম জল ছাড়তে। নাগরাকাটা, ধূপগুড়ি, আলিপুরদুয়ারে কিছু জায়গা, মাটিগাড়া, দার্জিলিং, মিরিক ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নাগরাকাটা, মিরিক, জোরবাংলো, কালিংপং। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।"
এদিকে, ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) সোমবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং সহ রাজ্যের উপ-হিমালয় অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের জন্য একটি লাল সতর্কতা জারি করেছে।এরই পাশাপাশি আরও ভূমিধস এবং রাস্তা বন্ধ হওয়ার সতর্কতাও জারি করেছে।
আরও পড়ুন- প্রাণঘাতী বৃষ্টি! নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানে ভেসে মৃত কমপক্ষে ৫, নিখোঁজ একাধিক
- Oct 06, 2025 11:45 IST
North Bengal Weather Live:জলদাপাড়া পর্যটকদের জন্য আপাতত বন্ধ
ভয়াবহ পরিস্থিতি জলদাপাড়া জাতীয় উদ্যানের! সুরক্ষার স্বার্থে পর্যটকদের জঙ্গলে প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করল বনদপ্তর। গত দুই দিনের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়-ডুয়ার্স। জলের তোড়ে ভেঙে গিয়েছে একাধিক সেতু। ইতিমধ্যেই ধস ও ভেসে গিয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৮ জনের। মৃত্যু হয়েছে গণ্ডার, হরিণ-সহ বহু বন্যপ্রাণীর। হলং নদীর উপর একটি কাঠের সেতু ভেঙে গিয়ে এক প্রকার বিচ্ছিন্ন জলদাপাড়া জাতীয় উদ্যান। এই পরিস্থিতিতে জলদাপাড়া জঙ্গলে সাময়িকভাবে পর্যটকদের জন্য প্রবেশ নিষিদ্ধ করেছে বনদপ্তর।
বিস্তারিত পড়ুন- Jaldapara National Park: বন্যার গ্রাসে উত্তরবঙ্গের পাহাড়-ডুয়ার্স, জলদাপাড়া পর্যটকদের জন্য আপাতত বন্ধ
- Oct 06, 2025 11:27 IST
North Bengal Weather Live:শমীক উত্তরবঙ্গে
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বাগডোগরা বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব।
- Oct 06, 2025 09:16 IST
North Bengal Weather Live:প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত কোচবিহার
কোচবিহার শহরে তোর্ষা নদীর জলে উপচে পড়ে আশেপাশের এলাকায় পলি জমিয়ে দিয়েছে। বহু পরিবার বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধে। এলাকায় বেশ কিছু ত্রাণ শিবির খুলেছে প্রশাসন। সেখানে এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কোচবিহার শহরে তোর্ষা সংলগ্ন বাঁধের উপর বহু মানুষ আশ্রয় নিয়েছেন। গতকাল রাতেও কোমর সমান জল ছিল বহু বাড়িতে। বহু বাড়িতে ঢুকেছে নদীর পলি।
- Oct 06, 2025 09:16 IST
North Bengal Weather Live:দুই জেলায় বজ্রপাতের আশঙ্কা বেশি
আজ মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামী ৯, ১০ ও ১১ অক্টোবর উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
- Oct 06, 2025 09:15 IST
North Bengal Weather Live:ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আজও
সোমবার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গের বাকি সব জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
- Oct 06, 2025 09:14 IST
North Bengal Weather Live:বৃষ্টি বিপর্যয়ে মৃত্যুপুরী উত্তরবঙ্গ
বেনজির প্রাকৃতিক বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার পর্যন্ত কমপক্ষে ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। দিকে দিকে স্বজন হারানোর যন্ত্রণা। ভুটান পাহাড়ে নতুন করে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। সমতলে বৃষ্টির দাপট কমলেও পাহাড়ের বৃষ্টিতে ভয়াবহ আশঙ্কা করা হচ্ছে।