/indian-express-bangla/media/media_files/2025/08/11/kunal-ghosh-2025-08-11-12-07-26.jpg)
Kunal Ghosh attacks Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীকে আক্রমণ কুণাল ঘোষের।
Kunal Ghosh attacks Suvendu Adhikari: আবারও তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও কলকাতার পুলিশ কমিশনারকে বেনজির আক্রমণ করেছেন। সেই ইস্যুতে বলতে গিয়ে এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে বিচারপতি রাজাশেখর মান্থার নাম জড়ালেন কুণাল ঘোষ।
রবিবার হুগলির চুঁচুড়ায় একটি রক্তদান শিবিরে যোগ দিয়েছিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেছেন, "ব্রহ্মার বলে বলিয়ান হয়ে মহিষাসুর যেমন বড় বড় কথা বলতেন, কিন্তু দুর্গার হাতে তাকে পরাজিত হতে হয়েছিল। তেমনই বিচারপতি মান্থার বলে শুভেন্দু অধিকারী কুৎসিত ভাষায় বলছেন মহিলা মুখ্যমন্ত্রীকে। জাস্টিস মান্থা শুভেন্দুকে ভুলভাল বর দিয়ে রেখেছেন। এর দায় তাঁকেও নিতে হবে।"
উল্লেখ্য, শনিবার আরজি কর কাণ্ডের এক বছর পূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল নির্যাতিতার বাবা-মা। সেই অভিযানে সামিল হয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ BJP-র অন্য বিধায়করা। নবান্ন অভিযান ঘিরে শনিবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতা, হাওড়ার বিভিন্ন প্রান্ত। পুলিশি বাধায় পার্ক স্ট্রিটে রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছেন শুভেন্দু অধিকারীরা।
সেই বিক্ষোভে সামিল হয়ে পুলিশকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। কলকাতার পুলিশ কমিশনারের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারীর বেশ কিছু মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলনেতার সেই আক্রমণ প্রসঙ্গেই এবার মুখ খুললেন কুণাল ঘোষ।