weekend getaway:শান্ত-স্নিগ্ধ সাগর পাড়ে হৃদয় জুড়োবে! বর্ষায় কলকাতার কাছে এই ৩ সমুদ্র সৈকত এককথায় অসাধারণ

Beaches near Kolkata in monsoon: বর্ষায় দিন দু'য়েকের ছুটিতে বেরিয়ে আসতে পারেন কলকাতার কাছের এই অপূর্ব অসাধারণ এই সাগরপাড় থেকে।

Beaches near Kolkata in monsoon: বর্ষায় দিন দু'য়েকের ছুটিতে বেরিয়ে আসতে পারেন কলকাতার কাছের এই অপূর্ব অসাধারণ এই সাগরপাড় থেকে।

author-image
Nilotpal Sil
New Update
What lies beyond Puri sea  ,Opposite coast of Puri Beach  ,Across the Bay of Bengal from Puri,  Countries across Bay of Bengal from India,পুরী সমুদ্রের ওপারে কী আছে  ,পুরী সমুদ্র সৈকতের পূর্বে কী অবস্থিত,  বঙ্গোপসাগরের ওপারে কোন দেশ,Puri,Odisha,পুরী,ওড়িশা

Monsoon beach getaway from Kolkata: অসাধারণ এই সমুদ্র সৈকতে বেড়ানোর ষোলোআনা মজা নিন।

Beaches near Kolkata in monsoon:ভরা বর্ষায় কলকাতার কাছেই দু-এক দিনের ছুটিতে কোনও একটি দারুণ জায়গায় বেরিয়ে আসার প্ল্যান করছেন? বেড়ানোর ক্ষেত্রেই আপনার যদি পছন্দ সমুদ্র সৈকত....তবে বিশেষ এই প্রতিবেদনটি আপনাকে দারুণ কিছু তথ্য দিতে পারে। বর্ষায় কলকাতার কাছের এই তিনটি সমুদ্র সৈকতের অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করে দেবে।

Advertisment

হেনরিজ আইল্যান্ড:

কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনার এই দ্বীপটির দূরত্ব মেরেকেটে ১৩০ কিলোমিটারের মতো। আপাতমস্তক শান্ত নিরিবিলি এই দ্বীপটি সুন্দরবনের পশ্চিম দিকে অবস্থিত। হেনরিজ আইল্যান্ডের অসাধারণ সৌন্দর্য্য আপনাকে মুগ্ধ করে দেবে। এখানকার অনিন্দ্যসুন্দর প্রাকৃতিক সৌন্দর্য্য তারিয়ে তারিয়ে উপভোগের সুযোগ মিলবে। মনের আরাম আর প্রাণের স্বস্তি পেতে আপনি ঘুরে আসতে পারেন কলকাতার কাছের এই সাগরপাড় থেকে।

Advertisment

বকখালি: 

নিরিবিলিতে ছুটি কাটাতে গেলে বেরিয়ে আসতে পারেন বকখালি থেকেও। নিভৃতে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করতে চাইলে কলকাতা থেকে মাত্র ১২৫ কিলোমিটার দূরের এই স্থান আপনার জন্য হতে পারে পারফেক্ট ডেস্টিনেশন। এই বকখালিকে কেন্দ্র করেই আপনি ঘুরে নিতে পারেন জম্বুদ্বীপ, হেনরিজ আইল্যান্ড এবং ফ্রেজারগঞ্জ থেকে। চাইলে এখানে নৌকা বিহারেরও সুযোগ মিলবে। বঙ্গোপসাগরের পাড়ের এই সাগরপাড় এক কথায় অসাধারণ।

আরও পড়ুন- এককথায় অনবদ্য! কলকাতার কাছেই অপূর্ব এই সমুদ্র সৈকতের অসাধারণ সৌন্দর্য্য মন জুড়োবেই

মন্দারমণি:

দিঘার কাছে এই মন্দারমণিও নিরিবিলিতে নিভৃতে বেড়ানোর জন্য একটি আদর্শ ঠিকানা। পূর্ব মেদিনীপুর জেলার এই সমুদ্র সৈকতের অসাধারণ শোভা আপনার চোখ জুড়িয়ে দেবে। এই সমুদ্র সৈকতটি ক্যাসুয়ারিনাস গাছের সারি দিয়ে সাজানো। কলকাতা থেকে এই এলাকার দূরত্ব মেরেকেটে ১৮০ কিলোমিটারের মতো।

আরও পড়ুন-Abhishek Banerjee: বছর ঘুরলেই বিধানসভা ভোট, দলের দ্বন্দ্বে তপ্ত দুই জেলাকে নিয়ে বৈঠকে অভিষেক

travel Weekend Trip Sea Beach Near Kolkata