RG Kar Case-Sandip Ghosh: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিকেল কাউন্সিল। তিন দিনের মধ্যে শোকজের জবাব তলব করা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল হবে সন্দীপ ঘোষের। সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক অবীক দে ও চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকেও সাসপেন্ড করেছে মেডিক্যাল কাউন্সিলর। সাসপেন্ড করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজের TMCP চিকিৎসক নেতা মুস্তাফিজুর রহমানকেও।
মেডিক্যাল কাউন্সিলের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেও খুশি নন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের সম্পাদক চিকিৎসক মানস গুমটা। তাঁর কথায়, "এরা চিকিৎসক সমাজের কলঙ্ক। এটা যথেষ্ট নয়। এই মেডিক্যাল কাউন্সিলকেই ভেঙে ফেলতে হবে অবিলম্বে। নতুন করে নির্বাচন করিয়ে মেডিক্যাল কাউন্সিল তৈরি করতে হবে।"
আরজি করে আর্থিক দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিপুল সম্পত্তির হদিশ মিলতে শুরু করেছে। ঠিক এই আবহে এবার সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিকেল কাউন্সিল। তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাকে। শোকজের ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল হতে পারে সন্দীপ ঘোষের।
আরও পড়ুন- Subodh Sarkar: আরজি কর ইস্যুতে মুখ খুললেন মমতা ঘনিষ্ঠ কবি সুবোধ সরকার, স্পষ্ট করলেন অবস্থান
আরও পড়ুন- Eastern Rail: শহরতলির পরিবহণের 'প্রাণভোমরা' লোকাল ট্রেন, বিরাট ভরসার যান নিয়ে অসাধারণ তথ্য রেলের
এছাড়াও সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক অভীক দে'কেও সাসপেন্ড করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভীক দে। অন্যদিকে মেডিকেল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সেখানে ছিলেন অভিক দে। এরই পাশাপাশি মেদিনীপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে TMCP চিকিৎসক নেতা মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে 'দাদাগিরি'র অভিযোগ উঠেছিল। তাঁকেও সাসপেন্ড করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি তৃণমূল বিধায়ক-চিকিৎসক সুদীপ্ত রায়। তাঁরই নেতৃত্বাধীন মেডিক্যাল কাউন্সিল সন্দীপ ঘোষ-সহ এই তিন চিকিৎসকের বিরুদ্ধে এই পদক্ষেপ করেছে।
আরও পড়ুন- Sandip Ghosh: ক্যানিংয়ে সন্দীপ ঘোষের বিরাট সাম্রাজ্যের হদিশ! প্রাসাদোপম বাংলো এখন জোর চর্চায়
এদিকে সন্দীপ ঘোষ-সহ তাঁর ঘনিষ্ঠ চিকিৎসকদের বিরুদ্ধে এতদিন পর মেডিক্যাল কাউন্সিল ব্যবস্থা নেওয়ায় প্রাথমিকভাবে সন্তোষ প্রকাশ করলেও এবার আরও বড় দাবি তুলেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। চিকিৎসকদের এই সংগঠনের নেতা মানস গুমটা বলেন, "এদের পিছনে আরও বড় মাথা আছে। শুধু এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা যথেষ্ট নয়। মাথা পর্যন্ত পৌঁছোতে হবে। সবাইকে বিচারের আওতায় আনতে হবে। গোটা দেশ রাস্তায় নেমেছে। এদের অনেকেই এথিক্স কমিটির লোক ছিলেন, মেডিক্যাল কাউন্সিল দখল করেছিলেন। তাই অবিলম্বে এই মেডিক্যাল কাউন্সিল ভেঙে ফেলতে হবে। নির্বাচন করতে হবে। এই তিনজনের বিরুদ্ধে যে ব্যবস্থা হয়েছে, তাতে খুশি হলেও প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা চাই। এরা চিকিৎসক সমাজের কলঙ্ক।"