RG Kar Case-Subodh Sarkar: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদের দিকে দিকে প্রতিবাদ-সমালোচনা-আন্দোলনের ঢেউ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে এবং সেই সঙ্গে তৃণমূলের বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের বক্তব্যকে ধিক্কার জানিয়ে রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরতের ঢল নেমেছে। ইতিমধ্যেই শিল্প-সংস্কৃতি-সাহিত্য জগতের একাধিক নামজাদা ব্যক্তিত্ব রাজ্যের দেওয়া পুরস্কার ফেরতের সিদ্ধান্ত নিয়েছেন। কবি সুবোধ সরকার তৃণমূলপন্থী কবি হিসেবেই পরিচিত। রাজ্যের বর্তমান এই পরিস্থিতিতে এই প্রথম মুখ খুললেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করলেন নিজের অবস্থান।
আরজি কর কাণ্ড নিয়ে কী বললেন কবি সুবোধ সরকার?
"আমি সামান্য একজন লেখক। আমি কোনও দল করি না। আমাকে কেউ রাস্তায় নামতেও বলেনি, কেউ ডাকেওনি। এই জনজোয়ারের পতাকাহীন অংশের ক্ষোভ-অভিমানকে আমি সমর্থন করি। তাঁরা একটি পবিত্র রাগ নিয়ে ওই নৃশংস ঘটনার বিরুদ্ধে বিচার চাইছেন। বিচার দেবে সুপ্রিম কোর্ট। আমরা সবাই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি। একটু অপেক্ষা করতে হবে। এটাই আমার অবস্থান। আমি বাংলা অ্যাকাডেমির একজন সদস্য ও কবিতা অ্যাকাডেমির সভাপতি। যদি মহামান্য আদালত কিছু না বলেন তাহলে আপনি কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারেন? কোনও ধারণার ওপর ভিত্তি করে কোনও প্রতিষ্ঠানের বিরদ্ধে কিছু বলতে পারেন না।" আরজি কর কাণ্ড নিয়ে একটি কবিতাও লিখেছেন তিনি।
উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ও বিচার চেয়ে আন্দোলনের সুনামি বইছে বাংলা জুড়ে। এই আবহে রাজ্যের শিল্প, সংস্কৃতি ও সাহিত্য জগতের একাধিক ব্যক্তিত্ব প্রতিবাদে সুর চড়িয়েছেন। তৃণমূলের বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক সম্প্রতি শিল্পীদের রাজ্যের পুরস্কার পাওয়া নিয়ে একটি মন্তব্য করেছিলেন।
আর ওপড়ুন- RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে রবির রাত ফের 'দখলের ডাক', শিলিগুড়িতে 'ভোর দখল'
আরজি কর কাণ্ড নিয়ে সুবোধ সরকারের লেখা কবিতা:
তার সেই মন্তব্যে আগুনে যেন ঘৃতাহুতি পড়ে। কাঞ্চনের বিরুদ্ধে সোচ্চার হন শিল্প, সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকা একাধিক ব্যক্তিত্ব। অপমানিত হয়েছেন জানিয়ে এরপর শুরু হয় পুরস্কার ফেরতের পালা। চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত চক্রবর্তীদের মতো বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা আরজি করের ঘটনার প্রতিবাদে এবং তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের মন্তব্যের প্রতিবাদে রাজ্যের দেওয়া পুরস্কার ফেরতের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও অভিনেতা সুপ্রিয় দত্ত রাজ্য নাট্য অ্যাকাডেমি থেকে এবছর তাঁর পাওয়া পুরস্কার এবং নগদ টাকা ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়াও রাজ্য চারুকলা পরিষদ থেকে পদত্যাগ করেছেন বিশিষ্ট শিল্পী সনাতন দিন্দা।
কী বলেছিলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক?
কাঞ্চন বলেছিলেন, "আমাদের গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই নিজস্ব মতামত রাখার জায়গা আছে। দুর্গাপুজোর অনুদান নেবেন না বলছেন অনেকে। তা ভালো কথা। তাহলে যারা কর্মবিরতি করছেন বা শাসকদলের বিরুদ্ধে কথা বলছেন তাঁরা সরকারি বেতনটা নিচ্ছেন তো? নাকি নিচ্ছেন না? পুজোর বোনাসটা নেবেন তো? আমাদের শিল্পী যাঁরা আছেন, তাঁদের যাঁরা সরকারি পুরস্কার ইত্যাদি নিয়েছিলেন তাঁরা সেটা ফেরত দিয়ে দেবেন তো? বলুন সেটা ফেরত দিয়ে দিচ্ছি।"