Kunal Ghosh: রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী ভারত, 'অধ্যাপক রায়ের ভূমিকা....', সৌগতকে টিপ্পনি কুণালের

Kunal Ghosh-Sougata Roy: চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন রোহিত শর্মাকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন সৌগত রায়। এবার নাম না করে তাঁকে জবাব কুণাল ঘোষের।

author-image
IE Bangla Web Desk
New Update
Kunal Ghosh takes a dig at Saugata Roy for his comments on Rohit Sharma: রোহিত শর্মা, সৌগত রায়, কুণাল ঘোষ

নাম না করে সৌগত রায়কে কটাক্ষ কুণাল ঘোষের।

Kunal Ghosh takes a dig at Saugata Roy for his comments on Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী ভারত। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। খেলার মাঠের সেই লড়াই এবার রাজনীতির ময়দানেও। ভারতের জয়ের পরেই নাম না করে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়কে কটাক্ষ তৃণমূলেরই আর এক নেতা কুণাল ঘোষ। সংবাদমাধ্যম থেকে কুণালের পোস্ট প্রসঙ্গে জেনে নতুন করে প্রতিক্রিয়াও দিয়েছেন সৌগত রায়। 

Advertisment

গতকাল ইন্ডিয়ার জয়ের পর তৃণমূল নেতা কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডলে চ্যাম্পিয়ন্স ট্রপি হাতে রোহিত শর্মার ছবি পোস্ট করে লিখেছেন, "রোহিতের এই সাফল্যের পেছনে অধ্যাপক রায়ের ভূমিকা সত্যিই অনস্বীকার্য!!!!" তবে এই 'অধ্যাপক রায়' কে? সেটা স্পষ্ট করেননি কুণাল ঘোষ। তবে অনেকেরই ধারণা নাম না করে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়কেই নিশানা করেছেন কুণাল। 

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি চলার মধ্যেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন সৌগত রায়। রোহিত শর্মা ভালো খেলছে না, তাঁর দলে সুযোগ পাওয়া উচিত নয়, শীর্ষক মন্তব্য শোনা যায় সৌগত রায়ের মুখে। এমনকী রোহিতের ওজন নিয়েও কটাক্ষ করেছিলেন সৌগত। বর্ষীয়ান রাজনীতিবেদর এমন মন্তব্যে বিতর্কের ঝড় বয়ে যায়।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:হাতজোড় করে যাদবপুরে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রোহিতের নেতৃত্বাধীন ভারত। তারপরেই অবশ্য রোহিত শর্মা সম্পর্কে আরও একবার নিজের ভাবনা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এবার তিনি বলেন, "আগের পরপর কয়েকটা খেলায় ও ভালো খেলতে পারছিল না। রোহিত শর্মা যেহেতু ক্যাপ্টেন আমার মনে হয়েছিল বিষয়টা বলা দরকার। তবে এবার রোহিত শর্মা সেটা করেছে। রোহিত শর্মা যদি সেঞ্চুরি করত আমি আরও খুশি হতাম। সেটা হল না, কারণ উনি প্রলোভনে পা দিয়ে একটা বলে স্টাম্প আউট হলেন। কিন্তু ওর মধ্যে যে প্রচণ্ড সম্ভাবনা রয়েছে তা উনি ফের প্রমাণ করেছেন। ব্যক্তিগতভাবে ওঁকে অভিনন্দন।"

আরও পড়ুন- Digha: দোলে টানা ৩ দিনের ছুটি, দিঘায় রেকর্ড ভিড়ের আশা, পর্যটকদের স্বার্থে ফাটাফাটি উদ্যোগ

তবে তাঁর নাম না করে কুণাল ঘোষের টিপ্পনি কানে গিয়েছে সৌগত রায়ের। তবে সেব্যাপারে বিশদে কিচু বলতে চাননি দমদমের সাংসদ। শুধু বলেছেন, "আমি সোশ্যাল মিডিয়া দেখি না। কে কী বলল তাতে আমার কোনও আগ্রহ নেই। রোহিত আগে ভালো খেলেনি তাই সমালোচনা করেছিলাম। এখন ভালো খেলেছে তাই প্রশংসা করেছি।"

Rohit Sharma Kunal Ghosh Sougata Roy Bengali News Today news in west bengal news of west bengal