West Bengal News Highlights: '২৬-এর ভোটের আগে 'মাস্টারস্ট্রোক' তৃণমূলের, শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ বিধায়ক জোড়াফুলে

West Bengal News Highlights Today 10 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights: BJP ছেড়ে তৃণমূলে তাপসী মণ্ডল। হলদিয়ার BJP বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলে যোগদান তাপসী মণ্ডলের। ২০২১ সালের আগে CPM থেকে BJP-তে গিয়েছিলেন তাপসী। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন হলদিয়ার বিধায়ক। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে বিরাট ভাঙন। ধাক্কা এবার খোদ শুভেন্দু অধিকারীর জেলায়। "বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি", তৃণমূলে যোগ দিয়ে মন্তব্য পূর্ব মেদিনীপুরের বিজেপির কোর কমিটির সদস্যা তাপসী মণ্ডলের।

Advertisment

ফের বেনজির ঘটনা রাজ্য় বিধানসভায়। বিজেপির দুই বিধায়ককে মার্শাল ডেকে বের করে দেওয়া হয়। সাসপেন্ড করা হল বিজেপি বিধায়ক দীপক বর্মন ও শঙ্কর ঘোষকে। প্রতিবাদ জানাতে গেলে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ। বিধানসভার বাইরে তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের। "খালি মাঠে খেলতে গণতন্ত্রকে হত্যা, বিরোধীদের কণ্ঠ রোধ করছে তৃণমূল।" অভিযোগ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। "অধ্যক্ষ মমতা ব্যানার্জির ক্যাডার। তিনি নিরপেক্ষ নন। বিধানসভাতে গুণ্ডামি করছে তৃণমূল।" ক্ষোভে ফেটে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

হাতজোড় করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকলেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। এদিন ওমপ্রকাশ মিশ্র বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। কোনওমতে সেই বিক্ষোভ সরিয়ে ক্যাম্পাসের ভিতরে ঢোকেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। কিন্তু তারপরেও তাঁর ঘরের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন SFI-এর কর্মী-সমর্থকরা। ওমপ্রকাশ মিশ্রের সঙ্গে কোনও আলোচনাতেই যেতে রাজি নন আন্দোলনকারী পড়ুয়ারা। "শিক্ষক বলেই মানছি না ওকে", প্রতিবাদে সোচ্চার আন্দোলনকারী পড়ুয়াদের একাংশ। 

  • Mar 10, 2025 17:52 IST

    West Bengal News Live: ভবানীপুরের হোটেলে দিল্লির তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১

    দিল্লির বাসিন্দা এক তরুণীকে কলকাতার হোটেলে ধর্ষণের অভিযোগ। ঘটনায় সোমবার এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি ভবানীপুর থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, গত ৭ মার্চ রাত ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। নির্যাতিতা তরুণীর দাবি, তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি হোটেলে ডাকে অভিযুক্ত। ৫৯ বছর বয়সি প্রৌঢ় নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেন। ওই প্রৌঢ়ের কথায় গত ৭ মার্চ শরৎ বোস রোডের একটি হোটেলে গিয়েছিলেন তিনি। কিন্তু হোটেলের ঘরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত।



  • Mar 10, 2025 16:57 IST

    West Bengal News Live:কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার

    বিধাননগর পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্করের বিরুদ্ধে এলাকা জুড়ে পড়ল পোস্টার। পোস্টারে লেখা রয়েছে "প্রত্যেক জমি থেকে ২০ থেকে ২৫ লক্ষ টাকা তুলে মানুষের পাশে নেই কাউন্সিলর"। গোটা ওয়ার্ড জুড়ে একাধিক জায়গায় এই পোস্টার দেওয়া হয়েছে এবং নিচে লেখা হয়েছে প্রচারে ৩৫ নম্বর ওয়ার্ড এলাকার সচেতন নাগরিক। সেই পোস্টারের বিরুদ্ধে এবার আইনের দ্বারস্থ কাউন্সিলর।



  • Advertisment
  • Mar 10, 2025 16:15 IST

    West Bengal News Live:'সুদখোর, জঙ্গিনেতা ইউনূস', ফের তোপ হাসিনার

    বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অডিওবার্তায় তিনি বলেন, "স্লোগান উঠছে আমাকে বিদায় দেওয়ার জন্য, আমাকে বিদায় করে বাংলাদেশের কী হাল হয়েছে আপনারাই দেখুন! আজ মেয়েদের সম্মান নেই। মাইকিং করে বলছে মেয়েরা বাজারে যেতে পারবে না। মেয়েদের কাপড়-চোপড় পড়ার ব্যাপারে নির্দেশ দিচ্ছে। ধর্ষণ এখন বাংলাদেশে উৎসবে পরিণত হয়েছে। মেয়েদের সব অধিকার একে একে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। অনবরত লাঞ্ছিত হচ্ছে মেয়েরা। বাংলাদেশে ক্ষমতায় এসেছে একজন 'সুদখোর', 'জঙ্গিনেতা' ইউনূস। তাঁর আমলে কেউ আন্দোলনই করতে পারছে না। দেশ জুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে।"



  • Mar 10, 2025 14:51 IST

    West Bengal News Live:ট্যাংরা-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

    ট্যাংরা-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। আলাদা-আলাদা করে জেরায় ট্যাংরা-কাণ্ড নিয়ে দে বাড়ির দুই ছেলে প্রণয় ও প্রসূন পুলিশকে জানিয়েছেন, মেক্সিকোর একটি সংস্থার প্রতারণাতেই তাঁরা সপরিবারে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। মেক্সিকোর ওই সংস্থায় বহুদিন ধরে তাঁরা চামড়ার গ্লাভস সরবরাহ করতেন। তবে গত বছরের মাঝামাঝি সময় থেকে বিনা কারণে বিদেশি ওই সংস্থাটি প্রণয়-প্রসূনদের সংস্থার সঙ্গে 'ছলচাতুরি' করতে থাকে বলে অভিযোগ। প্রায় ৫০ কোটি টাকার ডেলিভারি করা প্রোডাক্ট ফেরতও চলে আসে বলে দাবি তাঁদের। শুধু তাই নয়, তাঁদের থেকে বিপুল পরিমাণে প্রোডাক্ট নিয়ে তার অর্ধেক টাকাও মেক্সিকোর ওই সংস্থাটি প্রণয়দের দেয়নি বলে দাবি করেছেন দুই ভাই। তারই জেরে পাহাড় প্রমাণ দেনায় জর্জরিত হয়ে তাঁরা আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিয়েছিলেন বলে তদন্তকারীদের জানিয়েছেন।



  • Mar 10, 2025 13:16 IST

    West Bengal News Live:কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে দেখা করবে তৃণমূল

    মঙ্গলবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিরা। রাজ্যের জেলায়-জেলায় ভূতুড়ে ভোটারের খোঁজ জারি রেখেছে তৃণমূল। রবিবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে একই এপিক নম্বরে ভিন্ন ভিন্ন ব্যক্তিদের নামের হদিশ মিলেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এবার রাজ্যের ভূতুড়ে ভোটার সংক্রান্ত অভিযোগ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে জানাবেন তৃণমূলের প্রতিনিধিরা। মঙ্গলবার বিকেলে কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে সাক্ষাৎ হবে তৃণমূল প্রতিনিধি দলের। 



  • Mar 10, 2025 12:54 IST

    West Bengal News Live:রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ কেন্দ্রের


    এরাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে BJP সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর প্রশ্নের উত্তরে শিক্ষা মন্ত্রকের তরফে যা জানানো হয়েছে তা এখন রীতিমতো চর্চায়। শিক্ষা মন্ত্রক জানিয়েছে, "পশ্চিমবঙ্গ সরকার প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া অন্তর্গত প্রকল্পের জন্য একটাও মৌ সাক্ষরিত করেনি। কিন্তু সরকারের তরফ থেকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারা রাজ্য স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগকে ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ, ২০২৩ সালের ফেব্রুয়ারি ৬ তারিখ, ২০২৩ এর মার্চের ১৩ তারিখ, ২০২৩ এর অক্টোবরের ৯ তারিখ,  ২০২৪ এর ফেব্রুয়ারি ২৩ তারিখ, এবং ২০২৪ এর মার্চ এর ৭ তারিখ চিঠি দেওয়া হলেও কোনও উত্তর দেওয়া হয়নি। এর ফলে পশ্চিমবঙ্গের ছাত্ররা আধুনিক শিক্ষা, আধুনিক শিক্ষা প্রণালী এবং শিক্ষার নতুন দিগন্ত থেকে বঞ্চিত হচ্ছে।"



  • Mar 10, 2025 11:37 IST

    West Bengal News Live:সাপের ছোবলে কিশোরীর মৃত্যু

    পুজোর জন্য বাগানে ফুল তুলতে যাওয়া মেয়ের পায়ে ছোবল বসিয়েছিল বিষধর সাপ। সেই সাপটিকে বালতিতে ভরে মেয়েকে কোলে তুলে নিয়ে পরিবারের লোকজন ছুটে গিয়েছিলেন পূর্ব বর্ধমানের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। মেয়েটির প্রাণ বাঁচানোর জন্য তাঁরা চিকিৎসকের কাছে কাতর আবেদন জানিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসকরা কিশোরী মেয়ে রিঙ্কু ক্ষেত্রপালকে মৃত বলে ঘোষণা করেন। স্কুল পড়ুয়া মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন বাবা-মা সহ পরিজনেরা। 

    বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: বাড়ির বাগানে পুজোর ফুল তুলতে গিয়েছিল কিশোরী, চরম পরিণতিতে দিশেহারা পরিবার



  • Mar 10, 2025 11:23 IST

    West Bengal News Live:রোহিতকে নিয়ে এবার কী বললেন সৌগত?

    দিন কয়েক আগেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের রুদ্ধশ্বাস জয়ে আপ্লুত প্রবীণ রাজনীতিবিদ। রোহিত সম্পর্কে তাঁর মূল্যায়ন, "আগের পরপর কয়েকটা খেলায় ও ভালো খেলতে পারছিল না। রোহিত শর্মা যেহেতু ক্যাপ্টেন আমার মনে হয়েছিল বিষয়টা বলা দরকার। তবে এবার রোহিত শর্মা সেটা করেছে। রোহিত শর্মা যদি সেঞ্চুরি করত আমি আরও খুশি হতাম। সেটা হল না, কারণ উনি প্রলোভনে পা দিয়ে একটা বলে স্টাম্প আউট হলেন। কিন্তু ওর মধ্যে যে প্রচন্ড সম্ভাবনা রয়েছে তা উনি ফের প্রমাণ করেছেন। ব্যক্তিগতভাবে ওঁকে অভিনন্দন।"



  • Mar 10, 2025 10:44 IST

    West Bengal News Live:তাবড় রাজ্যকে টেক্কা দিয়ে 'সেরার সেরা' বাংলা

    সারাদেশে নতুন এক নজির তৈরি করেছে পশ্চিমবঙ্গ। খোদ কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত একটি রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে বলে একটি সংবামাধ্যমের দাবি। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সারা দেশে 'সেরার সেরা' হয়েছে বাংলা। কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্টে এই ক্ষেত্রে অনেক পিছিয়ে দেশের তাবড় রাজ্যগুলি। 

    বিস্তারিত পড়ুন- digital transactions: বাংলার মুকুটে এক নয়া পালক! দেশের তাবড় রাজ্যকে টেক্কা দিয়ে 'সেরার সেরা' এরাজ্য



  • Mar 10, 2025 10:31 IST

    West Bengal News Live: টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়ে একরাশ শুভেচ্ছা মোদীর

    টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরাট জয়ে  টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, "অসাধারণ একটি ম্যাচ এবং দুর্দান্ত জয়!' আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতের জয়ে আজ গোটা দেশ টিম ইন্ডিয়ার জন্য গর্বিত। গোটা টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত পারফর্ম করেছে। অসাধারণ পারফরম্যান্সের আমার তরফে অনেক অনেক অভিনন্দন"।



  • Mar 10, 2025 10:05 IST

    West Bengal News Live:বিয়ের আসরে গায়ককে গুলি করে 'খুন'

    বিয়ে বাড়িতে গুলি চালিয়ে 'সেলিব্রেশন'-এর একাধিক নজির রয়েছে বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে। তবে সেখানেও বোধ হয় যা ঘটেনি তাই এবার ঘটে গেল খাস বাংলায়। বিয়ের আসরে গুলি করে খুনের অভিযোগ তরুণ গায়ককে। নিহত গায়ক আর্টিস্ট বেদ (২০) কনেপক্ষেরই এক আত্মীয়। বরপক্ষের বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

    বিস্তারিত পড়ুন- Durgapur News:খাস বাংলায় হাড়হিম কাণ্ড! বিয়ের আসরে গায়ককে গুলি করে 'খুন'



  • Mar 10, 2025 09:19 IST

    West Bengal News Live: পাকা জেটিঘাটের দাবি ঘোড়ামারায়

    মূল ভূখণ্ড থেকে একেবারেই বিচ্ছিন্ন সাগরের ঘোড়ামারা দ্বীপ। এই দ্বীপের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হল ভুটভুটি। অথচ এই দ্বীপেই নেই কোনও জেটিঘাট। তাই এই এলাকার বাসিন্দাদের বিপজ্জনকভাবে ভুটভুটিতে ওঠানামা করতে হয়। বিশেষত ছোট ছোট শিশু ও বয়স্কদের ভুটভুটি থেকে ওঠানামায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। এলাকায় পাকা জেটিঘাটের দাবি বাসিন্দাদের। 



  • Mar 10, 2025 09:12 IST

    West Bengal News Live: ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

    শীত বিদায় নিলেও ঠাণ্ডার রেশ যেন গিয়েও যাচ্ছে না। শীতের শিরশিরানি নিয়েই ফের এক নতুন সপ্তাহের শুরু। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দোল (Dol Purnima) পর্যন্ত একটু একটু করে তাপমাত্রা বাড়বে। তবে দোলের পর থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। এরই মধ্যে চলতি সপ্তাহে চার জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, দোলের আবহাওয়া নিয়ে বড় আপডেট



India Champions Trophy Bengali News Today Tangra Body Recover CM Mamata banerjee news in west bengal news of west bengal