Advertisment

Kuntal Ghosh:অবশেষে স্বস্তি কুন্তল ঘোষের, এবার CBI মামলাতেও জামিন দিল সুপ্রিম কোর্ট

Supreme Court-Kuntal Ghosh: এর আগে ইডির দায়ের করা মামলায় জামিন পেয়েছিলেন নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ। এবার সিবিআই মামলাতেও জামিন পেলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Kuntal Ghosh,Supreme Court,Recruitment Scam,Bail,কুন্তল ঘোষ, নিয়োগ দুর্নীতি, সুপ্রিম কোর্ট, জামিন

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন কুন্তল। তাঁকে জামিন দিল সুপ্রিম কোর্ট।

kuntal ghosh got bail in cbi case from supreme court: ED-র দায়ের করা মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছিলেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। এবার CBI-এর দায়ের করা মামলাতেও জামিন পেলেন নিয়োগ মামলায় গ্রেপ্তার হওয়া কুন্তল। গত মে মাসে কলকাতা হাইকোর্ট কুন্তল ঘোষের জামিনের আবেদন খারিজ করেছিল। সুপ্রিম কোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন কুন্তল। এবার শীর্ষ আদালতও শর্ত বেঁধে কুন্তলের জামিনের আবেদনে সাড়া দিয়েছে। 

Advertisment

এবার সর্বোচ্চ আদালতে জামিন পেলেন কুন্তল ঘোষ। জানা গিয়েছে, কুন্তল ঘোষকে শর্তাধীন জামিনে মুক্তি দেওয়া হবে। জামিন পেলেও পশ্চিমবঙ্গ ছাড়তে পারবেন না কুন্তল ঘোষ। এছাড়াও মামলা যতদিন বিচারাধীন থাকবে ততদিন পর্যন্ত কোনও সরকারি পদেও তিনি থাকতে পারবেন না। নিয়োগ দুর্নীতির ইডির মামলায় আগেই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন কুন্তল। এবার সিবিআইয়ের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন তিনি। 

নিয়োগ সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় ২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল ED। সরকারি চাকরি দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা তোলার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ইডির পর নিয়োগ দুর্নীতির মামলায় কুন্তলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। সেই থেকে প্রায় দু'বছর ধরে জেলে বন্দী ছিলেন কুন্তল। 

আরও পড়ুন- Kolkata Metro: পাতালপথে 'সোনার ইতিহাস' কলকাতা মেট্রোর! বিবৃতি দিয়ে জানাল কর্তৃপক্ষ

আরও পড়ুন- West Bengal News Live: একের পর এক আর্থিক নিষেধাজ্ঞা, বাংলাদেশে ISKCON-কে ভাতে মারার গভীর ষড়যন্ত্র?

২০ শে নভেম্বর কুন্তল ঘোষকে ইডির মামলায় জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের মামলায় জামিন না মেলায় জেলে ছিলেন কুন্তল। শেষমেষ শুক্রবার সিবিআইয়ের দায়ের করা মামলাতেও কুন্তল ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট। তবে জামিন পেলেও পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না কুন্তল। যতদিন পর্যন্ত মামলা চলবে ততদিন সরকারি কোন পদেও তিনি থাকতে পারবেন না।

আরও পড়ুন- Egg Price Hike: কলকাতায় ডিমের দরে আগুন! ডিসেম্বরের শুরুতেই আরও বাড়বে দাম?

municipal recruitment scam Municipality Recruitment Scam PSI Recruitment scam Kuntal Ghosh supreme court Recruitment Scam
Advertisment