Advertisment

West Bengal News Live: হেরে গেলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন, বাংলার অলিম্পিক্স সংস্থার নয়া সভাপতি কে জানেন?

West Bengal News Live Updates Today 29 Nov, 2024: রাজ্য এবং রাজ্যের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতি থেকে শিল্প-সংস্কৃতির দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mamata Banerjee's Brother Babun Banerjee, Babun Banerjee, Mamata Banerjee, TMC, Sujit Basu,Hockey Bengal, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়, বাবুন ব্যানার্জি, সুজিত বসু, হকি বেঙ্গল

News in West bengal Live: গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট।

West Bengal News Live Updates: সনাতন ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাসকে (Chinmoy Krishna Das) গ্রেপ্তার ইস্যুতে তোলপাড় বাংলাদেশ। ISKCON-এর ধর্মগুরুর নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, রংপুর-সহ বিস্তীর্ণ এলাকায় সনাতনী সমাজ বিক্ষোভ-আন্দোলনে সামিল হয়েছে। চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি-সহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলা নির্যাতন বন্ধের দাবিতে এপার বাংলাতেও চলছে বিক্ষোভ-মিছিল। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি জারি করেছে ভারত সরকারও। এবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ও চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন। হাসিনা বিবৃতিতে বলেছেন, "অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।" চট্টগ্রাম আদালতের গন্ডগোলে এক আইনজীবীর খুন নিয়েও সরব হয়েছেন হাসিনা। তাঁর কথায়, "যারা এই কাজ করেছে তারা সন্ত্রাসী এবং জঙ্গি।"

Advertisment

এদিকে, লোকসভায় চলছে শীতকালীন অধিবেশন। ইতিমধ্যেই চলতি অধিবেশনে দলের সাংসদরা কোন কোন ইস্যুতে সোচ্চার হবেন সেব্যাপারে পরামর্শ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে সাংসদদের নিয়ে বৈঠক করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। এবার তৃণমূল নেত্রী জানিয়েছেন, সংসদে দলের কারও বিশেষ অবস্থান নেই। এককভাবে কেউ কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না। সংসদের দুই কক্ষে দলের অবস্থান ঠিক করতে পাঁচ সদস্যের নাম ঘোষণা করেছেন মমতা। তৃণমূলনেত্রী জানিয়েছেন, লোকসভায় তৃণমূলের দলনেতা  সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন, উপদলনেতা সাগরিকা ঘোষ এবং মুখ্য সচেতক নাদিমুল হক। এদের সঙ্গে সিদ্ধান্ত করেই যাবতীয় আলোচনা চলবে। প্রয়োজনে তিনিও পরামর্শ দিতে পারেন। 

অন্যদিকে, দল এখনও তাঁর বিরুদ্ধে শাস্তিযোগ্য কোনও ব্যবস্থা না নিলেও তৃণমূলের সঙ্গে দূরত্ব নিজে থেকেই বাড়াচ্ছেন সুখেন্দু শেখর রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছিল। সেই বৈঠকে তিনি ডাক পাননি। চর্চা চলছিল সুখেন্দুশেখর রায় কি তৃণমূল ছাড়তে চলেছেন? ব্যাপারটা সেদিকে না এগোলেও রাজ্যসভায় এবার পিছনের সারিতে নতুন আসন চেয়ে আবেদন করেছেন সুখেন্দু। তৃণমূলের অন্য সাংসদদের সঙ্গে বসবেন না বলেই তিনি পিছনের সাড়িতে চলে যেতে চাইছেন। নতুন আসন চেয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠিও দিয়েছেন তৃণমূল সাংসদ।

  • Nov 29, 2024 16:18 IST
    West Bengal News Live:হেরে গেলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দোপাধ্যায় বাংলার অলিম্পিক্স সংস্থার নির্বাচনে হেরে গেলেন। বাংলার অলিম্পিক্স সংস্থার নতুন সভাপতি হয়েছেন চন্দন রায় চৌধুরী।



  • Nov 29, 2024 16:04 IST
    West Bengal News Live:আরজি কর মামলায় চার্জশিট

    আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিতে আদালতে সিবিআই। সূত্রের খবর, এই চার্জশিটে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ্য সন্দীপ ঘোষ ছাড়াও আরও চারজনের নাম রয়েছে। 



  • Nov 29, 2024 16:01 IST
    West Bengal News Live: 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর সুবিধা পাবেন আরও মহিলা

    ডিসেম্বর মাস থেকে রাজ্যের আরও পাঁচ লক্ষ মহিলা পাবেন 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের সুবিধা। শুক্রবার রাজ্য বিধানসভায় একথা জানিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আবারও নতুন করে ৫ লক্ষ ৭ হাজার ২ জন মহিলার নাম 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে।



  • Nov 29, 2024 15:14 IST
    West Bengal News Live:এগোচ্ছে সমুদ্র!

    মন্দারমণিতে ১৪০টি হোটেল ভাঙার উপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরই মধ্যে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্দারমণির হোটেল মালিক অ্যাসোসিয়েশনের কর্তারা রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকেই হোটেল মালিক অ্যাসোসিয়েশনের কর্তারা জানিয়েছেন, গত কয়েক বছরে একের পর এক ঘূর্ণিঝড়ের পর থেকে মন্দারমণিতে সমুদ্র হোটেলের আরও কাছে এগিয়ে এসেছে। পরিবেশ বিধি মেনে মন্দারমণিতে হোটেলগুলি রক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে বৈঠকে। 



  • Nov 29, 2024 13:54 IST
    West Bengal News Live:তৃণমূল নেতার বাড়িতে তেজস্ক্রিয় রাসায়নিক

    এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল তেজস্ক্রিয় রাসায়নিক। দার্জিলিঙের নকশালবাড়ির তৃণমূল নেতা ফ্রান্সিস এক্কার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 'ক্যালিফোর্নিয়াম' নামে একটি তেজস্ক্রিয় রাসায়নিক। এই ধরনের রাসায়নিক পরমাণু চুল্লির মতো ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। উদ্ধার হওয়া এই রাসায়নিকের বাজারদর প্রায় ১৭ কোটি টাকা। বিরাট নাশকতার চক্রান্ত করেই ওই রাসায়নিক মজুত করা হয়েছিল? ধৃত তৃণমূল নেতাকে জেরা করে জানার চেষ্টায় পুলিশ। 



  • Nov 29, 2024 13:40 IST
    West Bengal News Live:শোকজের জবাব দিলেন হুমায়ুন

    শোকজের জবাব দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। গত বুধবার দল তাঁকে শোকজ করেছিল। তিন দিনের মধ্যে শোকজের চিঠির জবাব চেয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার সেই শোকজ চিঠির জবাব দিলেন হুমায়ুন কবীর। ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে শোকজের উত্তর লিখে পাঠিয়েছেন হুমায়ুন।

    বিস্তারিত পড়ুন- দলের শোকজের জবাব দিলেন হুমায়ুন কবীর, কী লিখলেন চিঠিতে?



  • Nov 29, 2024 12:48 IST
    West Bengal News Live:কুন্তল ঘোষের জামিন

    ED-র দায়ের করা মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছিলেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। এবার CBI-এর দায়ের করা মামলাতেও জামিন পেলেন নিয়োগ মামলায় গ্রেপ্তার হওয়া কুন্তল। গত মে মাসে কলকাতা হাইকোর্ট কুন্তল ঘোষের জামিনের আবেদন খারিজ করেছিল। সুপ্রিম কোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন কুন্তল। এবার শীর্ষ আদালতও শর্ত বেঁধে কুন্তলের জামিনের আবেদনে সাড়া দিয়েছে। 



  • Nov 29, 2024 11:48 IST
    West Bengal News Live: ISKCON-কে ভাতে মারার গভীর ষড়যন্ত্র?

    বাংলাদেশে ইসকনকে আর্থিক অনটনের মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই চিন্ময়কৃষ্ণ দাসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। তিনি ছাড়াও ইসকনের আরও বেশ কয়েকজন সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনেও নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার, উঠেছে এমনই অভিযোগ। এর মাধ্যমে বাংলাদেশে ইসকনকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।



  • Nov 29, 2024 11:31 IST
    West Bengal News Live:ডিমের দামে আগুন!

    শীতের শুরুতেই কলকাতায় বাড়ল ডিমের (Egg) দাম। কলকাতায় মুরগির ডিম বৃহস্পতিবার থেকেই ৮ টাকা প্রতি পিস হিসেবে বিক্রি হচ্ছে। উৎসবের মরসুমে কেকের চাহিদা বৃদ্ধির কারণেই ডিমের এই দাম বৃদ্ধি। ক্রিসমাসের (Christmas) সময় কেক তৈরির কাজ বেড়ে যায়। যার জেরে ডিমের চাহিদাও বাড়ে। তবে এবছর এক্ষেত্রে ভীষণ সমস্যা তৈরি করেছে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)। ডিম সরবরাহকারী এই রাজ্য এই সময়ে বাংলায় অত্যন্ত কম পরিমাণে ডিম সরবরাহ করছে। যার জেরেই কলকাতার বাজারে বাড়ছে ডিমের দাম। 

    বিস্তারিত পড়ুন- Egg Price Hike: কলকাতায় ডিমের দরে আগুন! ডিসেম্বরের শুরুতেই আরও বাড়বে দাম?



  • Nov 29, 2024 09:56 IST
    West Bengal News Live: চিন্ময়কৃষ্ণ দাস নিয়ে ISKCON-এর নয়া বার্তা

    বৃহস্পতিবারই বাংলাদেশ ইসকনের তরফে জানানো হয়েছিল চিন্ময়কৃষ্ণ দাসের কোনও কাজের দায় তারা নেবে না। চিন্ময়কৃষ্ণ দাস তাদের কেউ নন। তবে শুক্রবার সকালে বাংলাদেশ ইসকনের তরফে নতুন একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, চিন্ময়কৃষ্ণ দাসের পদক্ষেপকে তারা সমর্থন করে। তার সঙ্গে কোনওরকম দূরত্ব তৈরি করা হয়নি। 



  • Nov 29, 2024 09:34 IST
    West Bengal News Live: মৃত্যু পরিযায়ী শ্রমিকের

    অন্ধ্রপ্রদেশে চাষের কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর এক পরিযায়ী শ্রমিকের। মৃত বাসন্তীর নফরগঞ্জের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল। অন্ধপ্রদেশের নেল্লোর এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন বিশ্বজিৎ। পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বিশ্বজিতের।



  • Nov 29, 2024 09:22 IST
    West Bengal News Live: ব্রেক কষল শীত!

    পূর্বাভাস মতোই বাড়ল রাতের তাপমাত্রা। ঘূর্ণিঝড় 'ফেনজল' (Cyclone Fengal) ইতিমধ্যেই তৈরি হয়েছে। সেই ঘূর্ণিঝড় আগামীকাল তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে পারে। তারই প্রভাবে রাজ্যের আবহাওয়ায় এই বদল। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update:ব্রেক কষল শীত! বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, ঠান্ডার 'গ্রেট কামব্যাক' কবে?



  • Nov 29, 2024 08:55 IST
    West Bengal News Live: একসঙ্গে ৭ জনকে ফাঁসির সাজা

    একসঙ্গে সাতজনকে ফাঁসির আদেশ! হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার দলের ৬ জন সদস্য রাজকুমার প্রামাণিক, রতন ব্যাপারী, বিনোদ দাস, বিপ্লব বিশ্বাস, রামকৃষ্ণ মণ্ডল, রথীন সিংকে ফাঁসির আদেশ দেন বিচারক। অপর এক আসামি মান্তু ঘোষকে ৭ বছরের কারাদন্ড দেওয়া হয়। মোট ৯ জন দুষ্কৃতী মিলে পেশায় টোটো চালক এক যুবককে নৃশংস ভাবে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডে শেখ মিন্টু আগেই রাজসাক্ষী হওয়ায় ছাড়া পেয়ে গিয়েছিল। 

    বিস্তারিত পড়ুন-  Bishnu Mal Murder Case: ধর থেকে মুন্ডু কেটে নৃশংস খুন যুবককে! একসঙ্গে ৭ জনকে ফাঁসির সাজা চুঁচুড়া আদালতের



  • Nov 29, 2024 08:54 IST
    West Bengal News Live: ট্যাব কেলেঙ্কারিতে ধৃত আরও ১

    ট্যাব কেলেঙ্কারির ঘটনায় ফের মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে গ্রেফতার। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের এক মালিককে গ্রেফতার করল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ। বৈষ্ণবনগর থানার পশ্চিম জেলাপাড়া এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

    বিস্তারিত পড়ুন-  West Bengal Tab Scam: ফের বৈষ্ণবনগর! ট্যাব কেলেঙ্কারিতে আরও একজন জালে, ৭ জন গ্রেফতার একই এলাকা থেকে



Sheikh Hasina Bengali News Bangla News Bengali News Today West Bengal News
Advertisment