West Bengal Weather on Saraswati Pujo 2025: ভরা মাঘে শীতের আমেজ এখন বেশ ফিকে হয়েছে। বরং গতকাল থেকে তাপমাত্রা বেড়েছে। আজ বৃহস্পতিবারেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিন কয়েক পরেই সরস্বতী পুজো (Saraswati Puja)। বিদ্যার দেবীর আরাধনার দিনেও আবহাওয়ার পরিস্থিতি এমনই থাকবে? এরই মধ্যে দুই জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এসব নেই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের বিদায় লগ্নের শুরু। একাধিক জেলায় আগামী কয়েকদিন ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে। তবে বেলা বাড়লেই পরিষ্কার হবে আকাশ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী দিন পাঁচেকের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতার আবহাওয়ার খবর
শহর কলকাতাতেও এবারের মত ঠান্ডার কামব্যাকের সম্ভাবনা আর নেই। আগামী দিন পাঁচেক তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রাও বিশেষ হেরফের হবে না। বরং সরস্বতী পুজোর সময় কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকতে পারে।
আরও পড়ুন- MahaKumbh stampede: 'আর্তনাদ এতই ভয়ঙ্কর, কেউই এগিয়ে আসার সাহস পায়নি', মহাকুম্ভে ত্রাতা ভারতীয় সেনা
উত্তরবঙ্গের ওয়েদার আপডেট
মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জেলায়। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়নগরী দার্জিলিঙে তুষারপাতও হতে পারে।
আরও পড়ুন- West Bengal News Highlights: বাংলায় ফের জিবি সিনড্রোমের বলি! মৃত্যু আরও এক আক্রান্তের, মৃতের সংখ্যা বেড়ে ২
সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া?
এ বছর আগামী রবিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি এবং তার পরের দিন সোমবার অর্থাৎ ৩ ফেব্রুয়ারি, দু'দিনই সরস্বতী পুজো করবেন অনেকে। কারণ ওই দু'দিনই পঞ্চমী তিথি থাকছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর দিন এবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, শীতের অনুভূতি জোরালো হওয়া বেশ কঠিন।
আরও পড়ুন- Dooars: ডুয়ার্সে রিসর্টের গেট ভেঙে ঢুকে পড়ল দস্যি হাতি, কপালজোরে প্রাণ বাঁচালেন পর্যটকরা