Advertisment

Lakshmi Puja 2024: কোটি কোটি 'টাকা' দিয়ে লক্ষ্মীপুজোর মণ্ডপসজ্জা, বাংলায় কার বাড়িতে ধনদেবীর এমন আরাধনা?

Lakshmi Puja 2024: মণ্ডপসজ্জায় বিরাট অভিনবত্ব এনে বিপুল সাড়া ফেলে দিয়েছে এই লক্ষ্মীপুজো। জেলাজুড়ে টাকা দিয়ে সাজানো এই লক্ষ্ণীপুজোর মণ্ডপ ঘিরে এখন চর্চা তুঙ্গে।

author-image
Debanjana Maity
New Update
counterfeit notes,Lakshmi Puja 2024,Nimtauri,purba medinipur,tamluk,জাল নোট, লক্ষ্মীপুজো ২০২৪,পূর্ব মেদিনীপুর,নিমতৌড়ি

এই সেই পুজোমণ্ডপ। ছবি: দেবাঞ্জনা মাইতি।

Lakshmi Puja 2024: নগদ টাকা দিয়ে পুজোমণ্ডপ সাজানো নতুন ঘটনা নয়। এর আগেও বেশ কিছু জায়গায় টাকা দিয়ে মণ্ডপসজ্জা চোখে পড়েছে। এবারও সেই একই ধাঁচে লক্ষ্মীপুজোর মণ্ডপ সাজানো হয়েছে রাজ্যেরই এক জেলায়। পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে একটি পারিবারিক পুজোর মণ্ডপ ২ কোটির নকল টাকা দিয়ে সাজানো হয়েছে। অবাক এই মণ্ডপসজ্জা ঘিরেই এখন জোরদার চর্চা ছড়িয়ে পড়েছে জেলাজুড়ে।

Advertisment

২ কোটি টাকার নকল নোটে সেজেছে নন্দকুমারের সাউতানচকে বিমল মিদ্যার বাড়ির লক্ষ্মীপুজোর মণ্ডপ। পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছে অবস্থিত এই সাউতানচক। জেলা প্রশাসনিক দফতর নিমতৌড়ি থেকে খানিকটা দূরেই এই সাউতানচক। বিমল মিদ্যার বাড়ির পুজোতেই ২ কোটি টাকার নকল নোটে সেজে উঠেছে লক্ষ্মীপুজোর মণ্ডপ। এই পুজো নিয়ে স্থানীয়রা জানিয়েছেন, সাউতানচকে অনেকেই বাড়িতেও থিমের মণ্ডপ করে সাড়ম্বরে কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করেছেন। 

যার মধ্যে এই এলাকার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন হয়ে উঠেছে তমলুক-শ্রীরামপুর রাস্তার পাশে এই এলাকার জনৈক বিমল মিদ্যার বাড়ির পুজো। তাঁর বাড়িতেই ২ কোটি ১৫ লক্ষ টাকার নকল নোট দিয়ে তৈরি হয়েছে অভিনব এই পুজোমণ্ডপ। বিষয়টি নিয়ে এলাকায় হইচই পড়ে গিয়েছে। রিবন আর নকল নোট দিয়েই মৌমাছি, মৌচাক, সোনার গয়না, গ্রহ ও রত্ন সহ প্রায় সব কিছুই ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি নকল নোটে লেখা, 'হ্যাভ এ ফান'। 

আরও পড়ুন- Sundarbans: তাকলাগানো প্রযুক্তির ব্যবহার, সুন্দরবনবাসীর স্বার্থে 'সেরার সেরা' উদ্যোগ রাজ্যের

আরও পড়ুন- Travel: জঙ্গল-ঝর্ণায় ঘেরা ক্যালেন্ডারের ছবির মতো এতল্লাট, কলকাতার কাছেই এপ্রান্ত এককথায় অসাধারণ!

আরও পড়ুন- Kolkata Metro: কামাল দেখাল মেট্রো! পাতালরেলের যাত্রীরা এখবর জানলে চমকে উঠবেন!

বাড়ির কর্তা বিমল মিদ্যার কথায়, "প্রতি বছরই আমরা থিমের মণ্ডপে পুজো করি। এই বছরেও অতীতের সেই ধারা অব্যাহত রেখে আমরা দু'কোটির বেশি নকল নোট জোগাড় করে মণ্ডপ তৈরি করেছি।" এদিকে, বাড়িতে ছাড়াও এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ায়-পাড়ায়, ক্লাবে-ক্লাবে বড় আকারে লক্ষ্মীপুজো হচ্ছে। রীতিমতো থিমের মণ্ডপ তৈরি করে ধনসম্পদের দেবীর আরাধনা দিকে দিকে। নিমতৌড়ির উত্তর সাউতানচকে নবীন সংঘের এবারের লক্ষ্মীপুজোর থিম 'জঙ্গলের পরিবেশ'। নন্দকুমারের গুড়িয়ার মোড়ে হট বয় ক্লাবের লক্ষ্মীপুজোর মণ্ডপও এবার সাড়া ফেলে দিয়েছে। এবার পুজোয় তাঁদের থিম 'এসো মা লক্ষ্মী বসো ঘরে'।

Purba Medinipur Kojagari Lakshmi Puja fake note
Advertisment